Advertisement
Advertisement

Breaking News

দলিত নাবালকদের মারধরের ভিডিও পোস্ট, রাহুলের বিরুদ্ধে জারি নোটিস

ভাইরাল ভিডিও-র জন্য বিপাকে কংগ্রেসের সভাপতি৷

Child rights body sends notice to Rahul Gandhi over Dalit video
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 20, 2018 12:01 pm
  • Updated:June 20, 2018 12:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের ওয়াকড়ি জলগাঁওতে দুই নাবালককে মারধরের ভিডিও টুইটের জের। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে নোটিস জারি করল শিশু অধিকার রক্ষা কমিশন। আগামী ১০ দিনের মধ্যে কংগ্রেস সভাপতির জবাব তলব করা হয়েছে৷

[উপত্যকায় রাজ্যপাল শাসনে সিলমোহর রাষ্ট্রপতির]

দিনকয়েক আগে কুয়োয় স্নান করায় মহারাষ্ট্রের ওয়াকড়ির জলগাঁওতে দুই দলিত নাবালককে প্রথমে বেল্ট ও পরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়৷ নগ্ন করে গোটা এলাকা ঘোরানো হয় তাদের৷ ঘটনার ভিডিও হিসেবে রেকর্ড করা হয়৷ ইতিমধ্যেই জলগাঁও থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ কুয়োর মালিক-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু হয়েছে৷

Advertisement

১৫ জুন ওই ভিডিও টুইট করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দেন তিনি। আপাতত এই ভিডিওই ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল ভিডিও-র জেরেই বিপাকে কংগ্রেস সভাপতি। আইন অনুযায়ী, হেনস্তার ঘটনায় নাবালকদের পরিচয় গোপন রাখতে হয়। ভিডিওর ক্ষেত্রে দেখানো যায় না মুখও। কিন্তু রাহুলের টুইট করা ভিডিওয় দেখা গিয়েছে নাবালকদের মুখ। ওই ভিডিও দেখে রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অমল যাদব নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতেই কংগ্রেস সভাপতির বিরুদ্ধে নোটিস জারি করল রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশন। আগামী ১০ দিনের মধ্যে রাহুলের জবাব তলব করেছে কমিশন।

Advertisement

[বিজেপি-পিডিপি বিচ্ছেদ হতেই উপত্যকায় জঙ্গি দমনে অল আউট অভিযানে সেনা]

আপাতত চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা দেখভাল করছে ওই দুই নাবালককে৷ নির্যাতিতদের বাড়ি যান তাঁরা৷ পরিজনদের পাশে থাকার আশ্বাস দেন সদস্যরা৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ