সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে ভয়ংকর মৃত্যু হল বাবা ও ছেলের। হিংস্র ভালুকের নখর আঁচড়ে ফালাফালা হয়ে গেল শরীর। ভালুকের হামলায় গুরুতর আহত হয়েছেন একজন বনরক্ষীও। শনিবারের এই ঘটনা ছত্তিশগড়ের কাঙ্কের জেলার জঙ্গলে ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনার হাড়হিম করা ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা।
বন দপ্তর এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম শুকলাল দারো (৪৫) এবং অজ্জু কুরেতি (২২)। জঙ্গলে জ্বালানি কাঠ কুড়োতে গিয়েই বিপত্তি হয়। ডোঙ্গারকাট্টা গ্রামের কাছে জেলনকাসা পাহাড় লাগোয়া জঙ্গল থেকে কাঠ সংগ্রহে গিয়েছিলেন শুকলাল এবং অজ্জু। সেই সময়ই ভয়ংকর হামলা চালায় ভালুকটি। তখন বাবা-ছেলেকে বাঁচানোর চেষ্টা করেন বনরক্ষী নারায়ণ যাদব। তিনিও ভালুকের হামলায় গুরুতর আহত হন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নারায়ণ।
भालू ने बाप-बेटे पर अटैक किया और उन दोनों की जान चली गई !!
भालू के बाप बेटे पर हमले का वीडियो सोशल मीडिया पर तेजी से हो रहा वायरल !!
छत्तीसगढ़ के कांकेर से दर्दनाक खबर सामने आई है, यहां जंगल में एक भालू ने बाप-बेटे पर हमला किया, जिसमें दोनों की मौत हो गई है !!
आक्रामक भालू ने… pic.twitter.com/RGyzodEYmg
— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) January 20, 2025
এদিকে ভালুকের হামলার ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। সেই ভিডিওতে দেখা গিয়েছে, মাটিতে পড়ে থাকা নারায়ণকে সর্বশক্তি দিয়ে চেপে ধরেছে ভালুকটি। হামলা চালানোর সময় মুখেও গর্জন করতে থাকে ভয়ংকর জন্তুটি। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন। এদিকে ভালুকের হামলায় দুজনের মৃত্যুর ঘটনায় জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়েছে। প্রাণীটিকে ধরতে অভিযান শুরু করেছে বন দপ্তর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.