সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরের সুরে সুর মেলালেন এনডিএ-র শরিক দল লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসওয়ান। বিহার পাবলিক সার্ভিস কমিশনের (BPSC) পরীক্ষায় কারচুপি হয়েছে বলে অভিযোগ করে পুনঃপরীক্ষার দাবি জানালেন তিনি। বিহারে শরিক দলের নেতার এহেন দাবিতে স্বাভাবিকভাবেই চাপে নীতীশ কুমারের এনডিএ সরকার।
চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁস ও ব্যাপক কারচুপির অভিযোগে আন্দোলনে নেমেছেন বিহারের পড়ুয়ারা। দাবি উঠেছে, পরীক্ষা বাতিল করে ফের পরীক্ষা নেওয়া হোক। এই ঘটনায় পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। অনশন করতে গিয়ে গ্রেপ্তারির পাশাপাশি হাসপাতালেও যেতে হয়েছে তাঁকে। এই ঘটনার প্রেক্ষিতেই এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুক্রবার প্রশান্ত কিশোর বলেন, ”যে ইস্যুকে হাতিয়ার করে প্রশান্ত কিশোর অনশন করছিলেন এই ঘটনায় আমার পূর্ণ সম্মত রয়েছে। পড়ুয়াদের প্রতি যাতে কোনও অন্যায় না হয় তা নিশ্চিত করা উচিত বিহার সরকারের। যেভাবে কিছু পড়ুয়ার জন্য দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হয়েছে তা অন্যায়। আমি নিজেও এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। সরকার অবশ্যই চেষ্টা করবে যাতে পড়ুয়াদের সঙ্গে কোনও অন্যায় না হয়।”
রীতিমতো জোর দিয়ে চিরাগ বলেন, “পরীক্ষাতে অবশ্যই কারচুপি হয়েছে। যদি না হত তাহলে পুনরায় কেন পরীক্ষা নেওয়া হল। যে সেন্টারে দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া সেটিকে ২২টি কেন্দ্রে ভাগ করে পরীক্ষা করানো হয়। আমার পরিবারের একজন সদস্য পরীক্ষা দিয়েছিল। সে জানিয়েছে, প্রশ্ন দেরিতে পেয়েছিল, যতজন পরীক্ষার্থী ছিল তত প্রশ্ন ছিল না। পরে জেরক্স করে প্রশ্ন দেওয়া হয়। যেখানে স্পষ্ট নীতি রয়েছে যদি প্রশ্ন ফাঁস হয়, এবং পরীক্ষার আগে তা সোশাল মিডিয়ায় চলে আসে তবে সেই পরীক্ষা বাতিল করার। এখানে পরীক্ষা চলাকালীন তা সমস্ত জায়গায় ফাঁস হয়ে যায়। এর দায় বিপিএসসিকে নিতে হবে। গোটা ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত করে অপরাধীদের শাস্তি ও দ্বিতীয়বার পরীক্ষা হওয়া উচিত।”
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বিহারে বিপিএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ও ব্যাপক কারচুপির অভিযোগে আন্দোলন জারি রয়েছে পড়ুয়াদের। এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যে অগ্রণী ভূমিকা নিয়েছেন প্রশান্ত কিশোর। তাঁর সমর্থনে পাশে দাঁড়িয়েছে সাংসদ পাপ্পু যাদব, কংগ্রেস ও বামপন্থী দলগুলি। এবার সেই তালিকায় যুক্ত হলেন খোদ এনডিএ দলের শরিক তথা বিজেপি সরকারের মন্ত্রী চিরাগ পাসওয়ান। সরাসরি নীতীশের দিকে অভিযোগের আঙুল না তুললেও পরীক্ষা দুর্নীতি নিয়ে তাঁর অভিযোগে যথেষ্ট চাপে বিহারের এনডিএ সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.