প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলের মধ্যেই প্রধান শিক্ষককে গুলি করে খুনের অভিযোগ উঠল দুই ছাত্রের বিরুদ্ধে। ভয়াবহ এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ছতরপুরের এক সরকারি স্কুলে। বৃহস্পতিবার স্কুলের শৌচাগার থেকে প্রধান শিক্ষকের সুরেন্দ্রকুমার সাক্সেনার দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও স্বাভাবিকভাবে স্কুলে ঢোকে দ্বাদশ শ্রেণির ওই দুই পড়ুয়া। প্রধান শিক্ষক যখন শৌচাগারে যাচ্ছিলেন ঠিক সেই সময় তাঁর পিছু নেয় ওই দুই ছাত্র। এর পর সেখানেই গুলি করে হত্যা করা হয় তাঁকে। গুলির শব্দ পেয়ে সেখানে ছুটে আসেন অন্যান্য শিক্ষক ও পড়ুয়ারা। ততক্ষণে বাইকে চড়ে চম্পট দেয় দুই অভিযুক্ত। যাওয়ার সময় প্রধান শিক্ষকের বাইক নিয়েও চম্পট দেয় তারা। কেন দুই ছাত্র শিক্ষককে খুন করল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে স্কুল সূত্রে জানা যাচ্ছে, স্কুলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুবার ওই দুই পড়ুয়াকে সতর্ক করেছিলেন প্রধান শিক্ষক। তবে শোধরানো তো দূর উলটে শিক্ষকের উপরই প্রতিশোধস্পৃহা জেগে ওঠে তাদের। যার জেরেই এই ঘটনা বলে মনে করছেন স্কুলের অন্যান্য শিক্ষকরা। অন্যদিকে, মৃত শিক্ষকের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে। প্রধান শিক্ষক সুরেন্দ্রকুমারের ভাই রাজেন্দ্রর দাবি, স্কুলে অবৈধ কাজকর্মে সায় দিতে তাঁর দাদার উপর চাপ সৃষ্টি করছিলেন কয়েক জন। তবে তবে মাথানত করেননি তাঁর দাদা। যার জেরেই ওই পড়ুয়াদের ব্যবহার করে এই খুন করানো হয়েছে। এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে সব দিক খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তরা যাতে কড়া শাস্তি পায় তার ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.