ছবি : সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ বৃহস্পতিবারও ছত্তিশগড়ে চলছে মাওবাদী দমন অভিযান। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক মাওবাদীর। পাশাপাশি খবর আসছে, মাওবাদীদের গুলিতে শহিদ হয়েছেন সিআরপিএফের এক কামান্ডো অফিসার। ছত্তিশগড়ের সুকমা জেলায় লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তারক্ষী বাহিনী।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও তার পরবর্তী সময়ে অপারেশন সিঁদুরের আবহেও দেশের অভ্যন্তরে লাগাতার মাওবাদী দমন অভিযান চালিয়ে গিয়েছে সেনাবাহিনী। ছত্তিশগড় জেলা রিসার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স ও সিআরপিএফের ২১০ ব্যাটালিয়নের কোবরা ইউনিট তুমরেল গ্রাম এলাকায় লাগাতার অভিযান চালাচ্ছে।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার মাওবাদী দলের এক সদস্য নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন। অসর্মথিত সূত্র থেকে জানা গিয়েছে, গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন এক কোবরা জওয়ানের। আহতদের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বায়ুসেনার হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে জানা গিয়েছে।
আগামী বছরের মার্চ মাসের মধ্যে বামপন্থী চরমপন্থা নির্মূল করার লক্ষ্যে নিরাপত্তা বাহিনী মাওবাদী প্রভাবিত রাজ্যগুলিতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে। তার মধ্যে রয়েছে ছত্তিশগড়ের। গতকাল বুধবার এই রাজ্যের বস্তারে মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ে ২৬ জন মাওবাদী নিহত হয়েছে। তাদের মধ্যে ছিলেন মাওবাদীদের সংগঠনের প্রধান নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজুর। তার মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.