Advertisement
Advertisement

আদৌ কি পদত্যাগ করেছেন মাকেন? কংগ্রেসের বিবৃতিতে জল্পনা

অজয় মাকেনের ইস্তফার কথা অস্বীকার করল কংগ্রেস।

Congress denies Ajay Maken's resignation news
Published by: Subhamay Mandal
  • Posted:September 18, 2018 5:14 pm
  • Updated:September 18, 2018 5:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি কংগ্রেসের সভাপতির পদ থেকে অজয় মাকেনের ইস্তফার কথা অস্বীকার করল কংগ্রেস। দিল্লি কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন না অজয় মাকেন। মঙ্গলবার সকালে বিবৃতি দিয়ে কংগ্রেসের তরফে এখবর সাফ জানিয়ে দেওয়া হয়। বিবৃতিতে এও বলা হয়েছে শারীরিক অসুস্থতার জন্য দিন কয়েকের বিরতি নিয়ে বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন মাকেন। সুস্থ হয়ে ফিরলেই ফের নিজের দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। এ বিষয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং দিল্লিতে দলের দায়িত্বপ্রাপ্ত পিসি চাকোর সঙ্গে কথাও বলেছেন তিনি।

[এবার লোকসভায় প্রার্থী হচ্ছে আফরাজুল খুনে অভিযুক্ত শম্ভুলাল রেগার]

Advertisement

প্রসঙ্গত, ৫৪ বছরের মাকেন দিল্লি কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করছেন। নিজের অসুস্থতার কথা এবং সেজন্য কাজে সমস্যার কথা জানিয়ে রাহুল গান্ধীকে চিঠিও লিখেছিলেন তিনি। যদিও পার্টির শীর্ষ নেতারা এতদিন পর্যন্ত এ ব্যাপারে মুখ খোলেননি। কিন্তু মঙ্গলবারের বিবৃতিতে ওই খবরকে সম্পূর্ণ ভুল বলে দাবি করা হয়েছে। দলীয় সূত্রে খবর, ২০১৫ সালে অরবিন্দর সিং লাভলির থেকে দায়িত্ব গ্রহণ করেছিলেন মাকেন। তবে দিল্লির গত পুরনির্বাচনে কংগ্রেসের খারাপ ফল করায় তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। সেসময় কংগ্রেস হাইকমান্ড তাঁকে বাধা দেয়। তবে বিগত কয়েক মাস ধরে দলীয় নেতৃত্বের সঙ্গে বেশ কিছু বিষয়ে মতান্তর বাধছে মাকেনের। এমনকি ২০১৯ সালের লোকসভা ভোটের জন্য আপের সঙ্গে কংগ্রেসের গাঁটছড়া বাঁধার পরিকল্পনারও তীব্র বিরোধিতা করছেন তিনি। যা নিয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব আরও বেড়েছে। এর মধ্যেই মাকেনের কংগ্রেস ছাড়ার খবরে জল্পনা আরও বাড়িয়েছিল রাজনৈতিক মহলে। যদিও আপাতত সেই জল্পনায় জল ঢেলেছে কংগ্রেস।

Advertisement

[আরএসএসের সভায় কংগ্রেসের ভূয়সী প্রশংসা মোহন ভাগবতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ