জগদীপ ধনকড়ের সঙ্গে জয়রাম রমেশ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধিতাকে পিছনে ফেলে দিল্লিতে সৌজন্যের রাজনীতি। অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস মহাসচিব জয়রাম রমেশ। শুধু তাই নয় সোশাল মিডিয়ায় জানালেন, সুস্থ হয়ে উঠেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। এবং ১৭ মার্চ থেকে ফের রাজ্যসভার চেয়ারপার্সনের দায়িত্ব ভার সামলানোর পরিকল্পনা করছেন।
গত ৯ মার্চ মধ্যরাতে হঠাৎই বুকে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে এইমসে ভর্তি হয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে তাঁকে। ৭৩ বছরের ধনকড়ের চিকিৎসার দায়িত্বে নেন এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান ড. রাজীব নারাং। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এইমসে গিয়ে ধনকড়কে দেখে আসেন। শাসক-বিরোধী সব দলের নেতৃত্বই তাঁর সুস্থতা কামনা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। এরপর সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন উপরাষ্ট্রপতি। তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।
জগদীপ ধনকড় হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শনিবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস মহাসচিব জয়রাম রমেশ। তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন তিনি। এরপর সেই সাক্ষাতের ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, উপরাষ্ট্রপতির হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন জয়রাম রমেশ। পাশাপাশি লেখেন, ‘মাননীয় উপরাষ্ট্রপতির সঙ্গে ওনার বাড়িতে সাক্ষাৎ করলাম। উনি জানালেন, তিনি আগের তুলনায় অনেকখানি সুস্থ রয়েছেন। এবং আগামী সোমবার ১৭ মার্চ থেকে পুনরায় রাজ্যসভায় দায়িত্ব সামলানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন।’
Called on the Hon’ble Vice President at his residence today. Glad that he has recovered speedily and is planning to resume presiding over the Rajya Sabha from Monday March 17th. pic.twitter.com/ByUbKIfSHq
— Jairam Ramesh (@Jairam_Ramesh) March 15, 2025
উল্লেখ্য, গত বছর রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয়েছিল বিরোধী শিবির। এমনকী তাঁর বিরুদ্ধে আনা হয় অনাস্থা প্রস্তাবও। এক্স হ্যান্ডেলে ধনকড়ের বিরুদ্ধে সরব হয়ে জয়রাম রমেশ লেখেন, ‘সব দল একত্রিত হয়ে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে। তাঁর পক্ষপাতিত্বপূর্ণ আচরণের কারণে সংসদের কার্যক্রম স্তব্ধ হয়ে পড়েছে।’ যদিও সংখ্যাগরিষ্ঠতার অভাবে সেই প্রস্তাব ধোপে টেকেনি। তবে অতীতের সেই দ্বন্দ্ব পিছনে ফেলে এবার ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করলেন জয়রাম রমেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.