Advertisement
Advertisement

Breaking News

Corona LIVE UPDATE

স্পুটনিক ফাইভ চাহিদা তুঙ্গে, ১২০ কোটি ডোজ সরবরাহের বরাত পেয়েছে রাশিয়া

ভ্যাকসিনের অপেক্ষায় গোটা বিশ্ব।

Russia received requests to supply 1.2 billion dozes of 'Sputnik V' Covid-19 vaccine ।Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:September 21, 2020 8:39 am
  • Updated:October 4, 2020 8:28 am

আনলক – ৪’এও দেশে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৫৪ লক্ষ ৮৭ হাজার ৫৮১ জন। মৃত্যু হয়েছে ৮৭ হাজার ৮৮২ জনের। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ ২৮ হাজার ৩০২ জন। এখনও পর্যন্ত মৃত্যু ৪,৪২১ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট (Corona LIVE UPDATE):

 

Advertisement

রাত ১১.০৪: রাশিয়ায় তৈরি স্পুটনিক ফাইভের চাহিদা তুঙ্গে। ইতিমধ্যে ১২০ কোটি ডোজ তৈরির বরাত পেয়েছে পুতিনের দেশ।

Advertisement

রাত ১০.৩০: আন্দামান ও নিকোবরে আক্রান্ত আরও ২২ জন।

রাত ১০.১৫: ঝাড়খণ্ডে আক্রান্ত আরও ১,৩২১ জন।

রাত ৯.১০: রাজস্থানে আক্রান্ত আরও ১,৮৯২ জন।

রাত ৮.৪৯: মুম্বইতে আক্রান্ত আরও ১,৮৩৭ জন।

রাত ৮.৪৫: করোনায় মৃত রোগীর দেহ খুবলে খেল ইঁদুর। এই ঘটনায় কাঠগড়ায় ইন্দোরের হাসপাতাল।

রাত ৮.৩৬: হরিয়ানায় আক্রান্ত আরও ১ হাজার ৮১৮ জন।

রাত ৮.৩২: মহারাষ্ট্রে করোনা আক্রান্ত আরও ১৫ হাজার ৭৩৮ জন।

রাত ৮.২০: কাশ্মীরে ফের আক্রান্ত ৯৫৩ জন।

রাত ৮টা: রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হলেন ৩১৬৫ জন। মৃত্যু হয়েছে ৬২ জনের।

সন্ধ্যা ৭.৪০: মহারাষ্ট্রের শিরিডিতে ১২ বছরের কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করোনার চিকিৎসকারী ডাক্তার।

সন্ধ্যা ৭.৩০: দিল্লিতে নতুন করে আক্রান্ত ২৫৪৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩২ জনের।

সন্ধ্যা ৭.২০: পুদুচেরিতে এখনও পর্যন্ত সুস্থ হলেন ১৮ হাজার ৬৫ জন।

সন্ধ্যা ৬.৩০: কর্ণাটকে নতুন করে আক্রান্ত ৭ হাজার ৩৩৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১২২ জনের।

সন্ধ্যা ৬টা: আগামী ৩১ মার্চ পর্যন্ত অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়িগুলির পারমিট সংক্রান্ত নিয়ম শিথিল করা হল।

বিকেল ৫.৩০: অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত ৬ হাজার ২৩৫ জন।

বিকেল ৫.০৫: মধ্যপ্রদেশের ভোপাল আজ থেকে স্কুল খোলা হয়েছে। এই সিদ্ধান্তে খুশি ক্লাস নাইন থেকে টুয়েলভের পড়ুয়ারা।

বিকেল ৪.৩৫: গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত ১৫৯ জন পুলিশকর্মী। মৃত্যু হয়েছে ৫ জনের।

দুপুর ৩.৩৫: ওড়িশার কটক জেলার জগৎপুরে অবস্থিত একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়াল। আক্রান্ত রোগীদের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দুপুর ৩.১৫: দিল্লিতে এই মুহূর্তে ১ হাজার আইসিইউ বেড আছে বলে জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

দুপুর ২.৪৫: আক্রান্ত হলেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা। বিধায়কের পরিবারের লোকজন ও তাঁর সংস্পর্শে আসা গ্রাম পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ সকলের সোমবার পাথরপ্রতিমার গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। অধিকাংশেরই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।

দুপুর ১.৫০: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিতের বেশিরভাগই ১০ রাজ্যের। বিস্তারিত পরিসংখ্যান দিয়ে জানাল স্বাস্থ্যমন্ত্রক।

দুপুর ১.৪৭: অবশেষে করোনা নেগেটিভ চেন্নাই দলের ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়। যোগ দিলেন প্র্যাকটিসে। 

দুুপুর ১২.৪০: মহামারী আবহে বেড়েছে দায়িত্ব, অথচ যথাযথ সুরক্ষা নেই। দেশে আশা কর্মীদের ৭৫ শতাংশ মাস্ক পাচ্ছেন, গ্লাভস মিলছে ৬২ শতাংশ কর্মীদের। বলছে সমীক্ষা। 

দুপুর ১২.১৮:অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আংশিকভাবে খুলল স্কুল। নবম ও দশম শ্রেণির পড়ুয়ারাই স্কুলে যাচ্ছে।

বেলা ১১.৫০: কর্ণাটক বিধানসভায় শুরু ৮ দিনের বাদল অধিবেশন। কোভিড, জিএসটি, সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় নিয়ে আলোচনা হবে। প্রশ্নবাণে সরকারকে চাপে ফেলতে মরিয়া বিরোধীরা।

বেলা ১১.৪৩: লকডাউন চলাকালীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশু ও প্রসূতিদের খাবার, চিকিৎসাো পরিষেবা কেমন ছিল, জানতে রাজ্যগুলিকে নেটিস পাঠাল সুপ্রিম কোর্ট।

বেলা ১১.২৫: হিমাচল প্রদেশে খুলল স্কুল। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলমুখী। 

সকাল ১০.০২: সকাল সকাল স্বাস্থ্যচর্চা দিল্লির সর্দার প্যাটেল কোভিড কেয়ার সেন্টারের রোগীদের। যোগাসনে মগ্ন এখানকার ১৫২৭ জন রোগী।

সকাল ৯.৫১: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত ৮৬,৯৬১ জন, মৃত্যু হয়েছে ১১৩০ জনের। এ নিয়ে দেশের সংক্রমিতের সংখ্যা ৫৫ লক্ষ ছুঁইছুঁই। সুস্থ হয়েছেন প্রায় ৪৪ লক্ষ।

সকাল ৯.১৫:চণ্ডীগড়ের স্কুলে ফিরল নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা।

সকাল ৯.১০: অসমের দিসপুরে খুলে গেল স্কুল, কলেজ। খুশি পড়ুয়ারা। দেশের আরও ৮টি রাজ্যে আজ থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা।

সকাল ৮.৫৪:এখনও পর্যন্ত দেশে ৬,৪৩,৯২,৫৯৪ টি করোনা নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে শুধু রবিবারই ৭ লক্ষ ৩১ হাজার ৫৩৪ টি পরীক্ষা হয়েছে, জানাল ICMR।

সকাল ৮.২০: বিশ্বের করোনা গ্রাফের সুস্থতার হারে প্রথম ভারত। সুস্থ হওয়া রোগীদের মধ্যে ১৯ শতাংশই ভারতীয়, বলছে সমীক্ষা। এখনও পর্যন্ত করোনার মারে সবচেয়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দৈনিক সংক্রমণে এখনও রেকর্ড সে দেশে। 

সকাল ৮.১৭: জেলা প্রশাসনের অনুমতি না নিয়ে কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়। মানতে হবে কেন্দ্র ও রাজ্যের নির্দেশিকাও। নির্দেশ জারি মধ্যপ্রদেশ হাই কোর্টের।

সকাল ৭.৪৫: আজ থেকে খুলছে স্কুল। কেন্দ্রের বিধি মেনে ৫০ শতাংশ শিক্ষক, অশিক্ষক কর্মচারী স্কুলে যোগ দিতে পারবেন। পড়ুয়াদের আসতে হবে অভিভাবকদের অনুমতিপত্র সঙ্গে নিয়ে।  কনটেনমেন্ট জোনে থাকা স্কুল অবশ্য বন্ধই থাকছে। জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় বিদ্যালয়ের বাইরে পড়ুয়াদের মধ্যে দূরত্ববিধি বজায় রাখতে গন্ডি টেনে দেওয়া হয়েছে।

সকাল ৭.৩৮: মিজোরামে নতুন করে করোনায় আক্রান্ত ৭। এ নিয়ে মোট আক্রান্ত ১৫৮৫। সুস্থতার হারও অনেক বেশি। ইতিমধ্যে ১০০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সকাল ৭.৩০:আনলক – ৪ পর্যায়ে আজ থেকে খুলছে তাজমহল। স্বাস্থ্যবিধি বজায় রেখে প্রবেশ করবেন পর্যটকরা। খুলছে আগ্রা ফোর্টও। প্রায় ৬ মাস পর ফের পর্যটক সমাগম ঘিরে লাভের মুখ দেখার আশায় সেখানকার ব্যবসায়ী মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ