Advertisement
Advertisement

Breaking News

করোনা

২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ১৮৩, প্রাণ হারালেন ৬ জন

মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,১৯২।

Corona LIVE UPDATE: 24 hours state infected number 183, died 6
Published by: Paramita Paul
  • Posted:May 27, 2020 8:23 am
  • Updated:May 28, 2020 8:46 am

দেশজুড়ে শিথিল হয়েছে লকডানের নিয়মকানুন। সঙ্গে সঙ্গে দাপট বাড়িয়েছে নোভেল করোনা ভাইরাস। ইতিমধ্যে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৭৬৭ জন। সংক্রমণের নিরিখে ভারত বিশ্বের মধ্যে দশম স্থানে রয়েছে। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৩৩৭ জন।  এখনও পর্যন্ত ৬৪ হাজার ৪২৫ জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এদিকে বাংলায় চিন্তা বাড়াচ্ছেন ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকরা। সংক্রমিতের সংখ্যা পৌঁছেছে ৪,১৯২-এ। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১,৫৭৮জন।মৃতের সংখ্যা বেড়ে হয়েছেয ২১৭। করোনা পরিস্থিতির লাইভ আপডেট:

রাত ১০.৫০: স্পাইসজেটে আহমেদাবাদ থেকে গুয়াহাটি যাওয়া দুই যাত্রীর শরীরে মিলল করোনার নমুনা। তাঁরা এসজি-৮১৯৪ এ যাত্রা করেন।

Advertisement

রাত ১০.৪০: মুম্বইয়ের ধারাভিতে নতুন করে ১৮ জনের শরীরে করোনা ভাইরাসের খোঁজ মিলেছে।

Advertisement

রাত ১০.৩০: মহারাষ্ট্রে বৃহন্মুম্বই কর্পোরোশনের তরফ থেকে করোনা পরীক্ষায় নয়া নির্দেশিকা প্রকাশ করা হয়।

রাত ১০.১৫: উত্তরপ্রদেশে  নতুন করে সংক্রমিত হলেন ২৬৯ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬,৯৯১। করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত ১৮২জন।

রাত ৯.৪০: মুম্বই থেকে বারাণসীগামী শ্রমিক স্পেশ্যাল ট্রেনে মিলল ২ জন শ্রমিকের দেহ।

রাত ৯.২০: পিপিই কিট কেলেঙ্কারির জেরে ইস্তফা দিলেন হিমাচল প্রদেশের স্বাস্থ্যদফতরের শীর্ষ আধিকারিক। গ্রেফতারের আগেই ইস্তফা দিলেন ডঃ রাজীব বিন্দল।

রাত ৮.৫৫: মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হলেন ২ হাজার ৯০ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৬ হাজার ৯৪৮। সুস্থ হলেন ৯৬৪ জন।

রাত ৮.১৫: জম্মু-কাশ্মীরে নতুন করে করোনায় আক্রান্ত ১৬২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। কেন্দ্রশাসিত অঞ্চলের মোট আক্রান্তের সংখ্যা ১৯২১।

সন্ধে ৭.৪০: ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল আজ উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে সপ্তাহে ৬ দিন দোকান খোলা রাখা হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা আবশ্যিক।

সন্ধে ৭.০৫: ২৪ ঘণ্টায় রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮৩। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪, ১৯২। করোনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ২১৭। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ জন। ১ লক্ষ ৬৬ হাজারেরও বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে সুস্থতার হার ৩৭ শতাংশ।

সন্ধে ৬.২০: তামিলনাড়ুতে ২৪ ঘণ্টায় আক্রান্তের  সংখ্যা ৮১৭। আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬৭ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৮ হাজার, ৫৪৫ জন।

সন্ধে ৬.১৫: দিল্লিতে নিউ ডেভলপমেন্ট ব্যাংকের কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বসেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

বিকেল ৫.৩০: কেরলে ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিযায়ীরা ঘরের ফেরার পরই সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। ফলে ঈশ্বরের আপন দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০০৪ জন।

বিকেল ৫.০০: পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে অমানবিক আচরণ করছে রাজ্য। কতদিন নিরন্ন হয়ে তাঁরা ভিনরাজ্যে পড়ে থাকবেন? পরিযায়ী শ্রমিকদরে ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। এভাবেই রাজ্য প্রশাসনকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি।

বিকেল ৪.০০: ৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি স্কুল বন্ধ থাকবে বলে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিশ্ববিদ্যালয় কবে খুলবে, তা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে। উচ্চ মাধ্যমিকের বেশকিছু পরীক্ষাকেন্দ্র বদল করা হয়েছে।

বিকেল ৩.৪০: গুজরাট, মহারাষ্ট্রের মত সংক্রমিত রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা ফিরছেন। সেই চ্যালেঞ্জ সামাল দিতে হবে রাজ্যকে। এমন পরিস্থিতিতে রেলের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাগুলিকে বিশেষ টাস্ক ফোর্স গঠনের নির্দেশ। গোটা পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী।

বিকেল ৩.৩০: জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমফান পরবর্তী পরিস্থিতি নিয়ে এই বৈঠক।

দুপুর ২.০০: তেহট্টে দুইজন করোনা পজিটিভের হদিশ মিলল। তার মধ্যে একজন সন্তানসম্ভবা মহিলা অপরজন পরিযায়ী শ্রমিক।

দুপুর ১.১০: পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা নিয়ে সু্প্রিম কোর্টের দ্বারস্থ হল কংগ্রেস। 
দুপুর ১২.২০: অভিনেতা কিরণ কুমারের  তৃতীয় পরীক্ষাতেও করোনা নেগেটিভ।
দুপুর ১২.০০:  ২০২২ সালে পর্যন্ত পিছিয়ে যেতে পারে টি-২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। এ নিয়ে বৈঠকে বসছে আইসিসি।

সকাল ১১.৪০: দুর্গাপুরের সনকা কোভিড হাসপাতাল থেকে ১৮ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। তাঁদের মধ্যে রয়েছেন পূর্ব বর্ধমানের সাতজন, পশ্চিম বর্ধমানের ১০ জন ও বাঁকুড়ার একজন।

সকাল ১১.২০: মহারাষ্ট্রে আরও ৭৫ জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত।
সকাল ১০.৪০:  ৩১ মে-র পর কর্ণাটকের সমস্ত মন্দির, মসজিদ, গির্জা খুলে দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

সকাল ১০.৩০: বাড়তে চলেছে করোনা পরীক্ষার খরচ।আরটি পিসিআর পরীক্ষার খরচ বাড়তে পারে। এনিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিল আইসিএমআর। বেসরকারি ল্যাবগুলির সঙ্গে কথা বলে এই মূল্য ধার্য করতে পরামর্শ দিয়েছে তাঁরা।

সকাল ১০.২০ : পরীক্ষা শুরু হতেই এক লাফে গ্রিন জোনে থাকা বাঁকুড়ায় ১২ জনের শরীরে ধরা পরল করোনার সংক্রমণ।

সকাল ৯.১০: গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত আরও ৬৩৮৭ জন। ফলে দেশে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৫১,৭৬৭ জন। একই সময় মৃত্যু হল ১৭০ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে ৪৩৩৭ জন।

সকাল ৯.০০: ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড গড়ল ব্রাজিল। একদিনে সে দেশে ১০৩৯ জনের মৃত্যু হয়েছে। ফলে সে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪,৫১২।

সকাল ৮.৩০ : ২০৬ ট্রেনে, বাস ও বিমানে আসছেন পরিযায়ী শ্রমিকরা, সতর্কতামূলক প্রস্তুতি রাজ্যের।

সকাল ৮.১৫ : আমেরিকায় গত ২৪ ঘণ্টায় ৭০০ জন আক্রান্তের মৃত্যু হয়েছে।জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৮,৮৭৫। আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ।

সকাল ৮.১০: বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞের সঙ্গে আজ কথা বলবেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।

সকাল ৮.০৫: দিল্লি-লুধিয়ানা বিমানের এক যাত্রী করোনা আক্রান্ত। বিমানের কর্মী-সহ বাকি যাত্রীদের কোয়ারেন্টাইনে পাঠানো হল।

সকাল ৮.০০: টানা ৬৪ দিনের লড়াইয়ে ইতি। করোনার থাবা গ্রিন জোন পুরুলিয়াতে।মহারাষ্ট্র থেকে ফেরা পরিযায়ী শ্রমিকের দেহে মিলল করোনার জীবাণু। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ