Advertisement
Advertisement
করোনা পরিস্থিতি

করোনা আবহে ফের উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনা, বলি ৩ পরিযায়ী শ্রমিক

ট্রাক উলটে বিপত্তি।

Corona LIVE UPDATE: three MIGRANT WORKERS DIED IN UP

ছবি:‌ প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:May 18, 2020 8:44 am
  • Updated:May 21, 2020 10:33 am

হু হু করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে আরও একদফা লকডাউনে পা রাখল দেশ। আজ থেকে বেশ কিছু ছাড়ের মধ্যে দিয়েই চতুর্থ দফায় আর দু সপ্তাহের জন্য লকডাউন। এই দফায় ছাড় বলতে আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু হতে চলেছে।    মেট্রো, বিমান পরিষেবা আগের মতো বন্ধই থাকছে। স্পোর্টস কমপ্লেক্স খোলা হলেও, সিনেমাহল, শপিং মল, জিম ইত্যাদি বন্ধ থাকবে ৩১ মে পর্যন্ত। এ রাজ্যে সেলুন, পার্লার খুলতে সায় রাজ্য সরকারের। আর সন্ধে ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত জারি থাকছে নাইট কারফিউ। ভারতে ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ১৬৯। মৃত্যু হয়েছে  ৩০২৯জনের। বাংলায় করোনার বলি এখনও পর্যন্ত ২৪৪ জন, আক্রান্ত ২৮২৫ জন। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

রাত ১০.৩০: কর্ণাটকে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া, পার্সেল পৌঁছে দেওয়া বন্ধ করল কর্ণাটক স্টেট হোটেল অ্যাসোসিয়েশান।

Advertisement

রাত ১০.২০: উত্তরপ্রদেশে ফের দুর্ঘটনার প্রাণ হারালেন পরিযায়ী শ্রমিকরা। এবার ট্রাক উলটে মৃত তিন পরিযায়ী শ্রমিক। ট্রাকে চেপে তাঁরা বাড়ি ফিরছিলেন। সেই সময় মহোবা জেলার কাছে ট্রাকটি উলটে যায়। ঘটনাস্থলে তিন মহিলা পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। জখম হয়েছেন কমবেশি ২০ জন।

Advertisement

রাত ১০.০০: দিল্লির জল বোর্ডের এক কর্মী করোনা আক্রান্ত।

রাত ৯.৪০: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২০৩৩ জন। সে রাজ্যে আক্রান্ত ছাড়াল ৩৫ হাজারের গন্ডি।

রাত ৮.৪৫: মুম্বইতে একই লকডাউন শিথিল করা হচ্ছে না। মহারাষ্ট্রের রেড জোনে লকডাউন থাকছেই। জানিয়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

রাত ৮.৩০: রাজ-শুভশ্রীর বিলাশবহুল আবাসনে করোনার থাবা। একই বিল্ডিংয়ের বাসিন্দা ষাটোর্ধ্ব প্রৌঢ়ের শরীরে করোনা ধরা পড়েছে। আপাতত গৃহবন্দি তাঁরা।
রাত ৮.১৫: এবার মধ্যপ্রদেশে শুধুমাত্র রেড ও গ্রিন জোন।

রাত ৮. ০০: বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন আরও ১৪৮ জনের। ফলে রাজ্যে সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮২৫ জন। মৃত্যু হয়েছে ছয় জনের। ফলে মৃতের সংখ্যা সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৪ জন।

সন্ধে ৭.৩০: কাশ্মীরে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু।
সন্ধে ৭.০০: কেজরিওয়ালের সিদ্ধান্তের বিরোধিতায় সরব বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। বললেন, প্রায় সব কিছু খুলে দেওয়া হচ্ছে। যা কার্যত মৃত্যু পরোয়ানার শামিল।

সন্ধে ৬.৩০: যাঁরা অনলাইনে আবেদন করছেন, তাঁরাই ট্রেনে চড়তে পারবেন। জানিয়ে দিলেন গাজিয়াবাদের জেলাশাসক।

বিকেল ৫.৫০: দিল্লিতে শেয়ার গাড়ি ছাড়া সব যানবাহনেই ছাড়। তবে অটো বা রিকশায় মাত্র ১ জন যাত্রী যেতে পারবেন। জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পশ্চিমবঙ্গের মতো বাসেও ২০ জন যাত্রী নিয়ে যাতায়াতের কথা বললেন তিনি।

বিকেল ৫.৪০: ঘূর্ণিঝড় আমফান নিয়ে NDRF’এর উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গোপসাগরীয় উপকূল অঞ্চলের পরিস্থিতির খোঁজখবর নিলেন।

বিকেল ৪.৪৫: করোনা আবহে অনেক নার্স নিয়ে ফিরে গিয়েছে নিজেদের রাজ্যে। তার বদলে স্থানীয় ছেলেমেয়েদের কাজে লাগানো হোক। পরামর্শ মুখ্যমন্ত্রীর। অক্সিজেন, স্যালাইন, প্রেসক্রিপশন দেখে ওষুধ দেখা, তাপমাত্রা মাপা – এমন কাজ যারা করতে পারে, তাদের প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করা হোক। তবে এদের নার্স বলা যাবে না। বলতে হবে মেল বা ফিমেল হেল্পার।

বিকেল ৪.৩০: মোদির ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ আসলে ‘অশ্বডিম্ব’। ফের তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যগুলিকে ঋণদানের উর্ধ্বসীমা বাড়ানো হয়েছে বলে যা প্রচার হচ্ছে, তা অতি সামান্যই। বললেন মুখ্যমন্ত্রী।

বিকেল ৪.২২:   ঘূর্ণিঝড় আমফান নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে আক্ষেপের সুরে বললেন, ‘ঘাড়ের উপর আমফান নিঃশ্বাস ফেলছে, কত কী দেখব!’ 

বিকেল ৪.২০: আগামী দু, তিনদিনে রাজ্যবাসী এবং পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আরও ১২০টি ট্রেন চালু হবে। প্রতিদিন ৫টি করে ট্রেন চলবে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তোপ দাগলেন বিরোধীদেরও। বললেন, ‘ঘোলা জলে মাছ ধরা বন্ধ করুন।’

বিকেল ৪.১৭:  নাইট কারফিউ বলতে যা বোঝায় তা নয়, তবে সন্ধের পর অকারণে বাইরে বেরবেন না। সেক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিতে পারে। জানালেন মুখ্যমন্ত্রী। ইদের জন্য় বাইরে জমায়েত নয়, ঘরে বসেই নমাজ পাঠ ও ধর্মীয় আচার পালনের নির্দেশ।

বিকেল ৪.১০: আগামী ২৭ তারিখ থেকে অটো, রিকশা চালু। ২ জন করে যাত্রী পরিবহণে ছাড়। খুলছে সেলুন, পার্লারও। 

বিকেল ৪.০৬: দোকানপাট খোলা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। ২১ তারিখ থেকে বড় দোকান খুলে যাবে। একদিন অন্তর মার্কেট খোলা থাকবে।  শপিং মলের মধ্যে থাকা কোনও অফিস খুলতে বাধা নেই। 

বিকেল ৪.০৫:  চতুর্থ দফা লকডাউনে রাজ্য কোন পথে, দিশা দেখাতে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমনন্ত্রী। ওয়ার্ড ও বুথ ভিত্তিতে Containment Zone তিন ভাগে ভাগ করে চিহ্নিত করা হচ্ছে, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপুর ৩.১৫: COVID-19 পরীক্ষায় নয়া নির্দেশিকা দিল ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (ICMR). কিছু নিয়মকানুনে বদল করা হয়েছে।

দুপুর ৩.০৫: মুম্বই থেকে উত্তরপ্রদেশ ফেরার সময়ে ট্রাকেই মৃত পরিযায়ী শ্রমিক। মধ্যপ্রদেশের শিবপুরীর কাছে তাঁর তিন কন্যাকে একলা ফেলে পলাতক চালক। 

দুপুর ২.৩০: লকডাউনে ছাড় পেয়ে দোকান খুলতেই বড়সড় বিপদ মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।  আগুন লেগে অন্তত ৭  জনের মৃত্যু। কারণ এখনও অজানা।

দুপুর ১.৩৫:সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা নতুন করে নেওয়ার দিনঘোষণা। ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত পরীক্ষা। শুধুমাত্র উত্তরপূর্ব দিল্লির পডুয়ারা এই দিনগুলোয় পরীক্ষা দিতে পারবে, জানাল বোর্ড। 

CBSE-Exam

দুপুর ১.১৭: প্রতি রবিবার সম্পূর্ণ লকডাউন কর্ণাটকে। শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহে ছাড়। মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত ইয়েদুরাপ্পা প্রশাসনের।

দুপুর ১.১০: শহরের COVID হাসপাতাল মেডিক্যাল কলেজের মর্গে দেহ রাখার জায়গা নেই, ম্যানেজমেন্টের দায়িত্বে অতিরিক্ত সুপার নিয়োগ।

দুপুর ১২.৫৪: ঢাকা থেকে ১৬৯ জন যাত্রী নিয়ে কলকাতা বিমানবন্দরে নামল বিমান। কেন্দ্রের ‘বন্দে ভারত মিশন’ কর্মসূচির হাত ধরে ফিরলেন তাঁরা। এই প্রথম কলকাতায় উদ্ধারকারী বিমানের অবতরণ। দমদম বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পর ছাড়া হচ্ছে। সামাজিক দূরত্ব মেনে চলছে কাজ।

দুপুর ১২.১০: ঘূর্ণিঝড়  ‘আমফান’ নিয়ে সতর্ক কেন্দ্র। বিকেল ৪টেয় স্বরাষ্ট্রমন্ত্রক ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বেলা ১১.৫৫: লকডাউনে ছাড় মিলতেই দিল্লির রাজপথে গাড়ির সারি। দিল্লি-নয়ডা সড়কে যানজট। 

Noida-Traffic

বেলা ১১.৩০: আহমেদাবাদে পরিযায়ী শ্রমিক-পুলিশ খণ্ডযুদ্ধ। বাড়ি ফেরার জন্য ট্রেনের দাবিতে রাস্তায় বিক্ষোভ শ্রমিকদের। IIM, আহমেদাবাদেও ভাঙচুরের চেষ্টা। বিক্ষোভ দমনে পুলিশের লাঠিচার্জ। জখম বেশ কয়েকজন। 

বেলা ১১.২০: কলকাতা পোর্ট ট্রাস্টের হাসপাতালে করোনা সংক্রমণ। তারাতলার হাসপাতালে তিন প্যাথোলজিস্ট-সহ ১১ জনের রিপোর্ট পজিটিভ। বন্ধ প্যাথোলজি বিভাগ।

সকাল ১০.৩৫: ইদের জন্য মুম্বই থেকে উত্তরপ্রদেশের বুধানায় নিজের বাড়িতে ফেরার পর অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি করোনা পরীক্ষার মুখে। তবে স্বস্তির খবর, তাঁর ও পরিবারের সকলের রিপোর্টই নেগেটিভ। আপাতত তাঁদের গ্রামের বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সকাল ১০.২০: ঢাকা দেশে ‘বন্দে ভারত মিশন’-এর বিমানে আজ কলকাতায় ফিরছেন ১৬৯ জন। ঢাকা বিমানবন্দরে তাঁদের স্বাস্থ্যপরীক্ষা হয়েছে। কলকাতায় এই প্রথম নামছে উদ্ধারকারী বিমান। স্বাগত জানাতে প্রস্তুত দমদম আন্তর্জাতিক বিমানবন্দর।

সকাল ৯.৫৬: ভারতে করোনা আক্রান্তের হারে সর্বোচ্চ রেকর্ড। একদিনে দেশে আক্রান্তের সংখ্যা ৫২৭২। মোট আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ছাড়িয়ে গেল। মৃত্যু হয়েছে ৩০২৯ জনের। নয়া পরিসংখ্যান দিল স্বাস্থ্যমন্ত্রক।

সকাল ৯.৪৬:  চতুর্থ দফা লকডাউনের প্রথম দিনই অনেকটা স্বাভাবিক ছন্দে রাজ্য। বিভিন্ন জায়গায় খুলে গেল ব্যাগ, জুতোর দোকান। শিলিগুড়িতে খুলল ইলেকট্রনিক্স মার্কেটও।

সকাল ৯.১০: ইন্দোর-কলকাতা শ্রমিক স্পেশ্যাল ট্রেনের জন্য রেলমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা করুন, এই আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। 

সকাল ৮.৫০: লকডাউনে ছাড় মিলতেই অমৃতসরের মন্দিরে ভিড় দর্শনার্থীদের। যদিও ধর্মীয় স্থানে জমায়েত নিষিদ্ধ। মন্দির কর্তৃপক্ষের তৎপরতায় ভিড় এড়িয়ে, সামাজিক দূরত্ব মেনে প্রতিমা দর্শন।

সকাল ৮.৩৫: মালদহে আরও ৮ করোনা আক্রান্তের হদিশ। মানিকচক ব্লকে সংক্রমণ বাড়তে থাকায় উদ্বিগ্ন ব্লক ও জেলা প্রশাসন।

সকাল ৮.২০: চতুর্থ দফা লকডাউনের মাঝেই মহারাষ্ট্র্রের বিধান পরিষদে জয়ী সদস্যরা শপথ নেবেন। উদ্ধব ঠাকরে-সহ ৯জন শপথ নেবেন আজ দুপুরে।

সকাল ৮.০৫: পরিযায়ীদের বাড়ি ফেরাতে প্রশাসনের শত ব্যবস্থা থাকলেও,  হাঁটা অথবা সাইকেলই ভরসা অনেকের। কলকাতা এবং পুরুলিয়া থেকে শ্রমিকদের দুটি দল দীর্ঘ পথে হেঁটে এবং সাইকেল চড়ে আজ সকালে কোচবিহারে নিজেদের গ্রামে ফিরলেন।

সকাল ৭.৫৮: ফের পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশে। হিমাচল থেকে বিহার ফেরার সময় কুশীনগরের কাছে বাস-ট্রাক সংঘর্ষে ১১ জন শ্রমিক আহত।

সকাল ৭.২০: হাওড়া ব্রিজে ছোটখাটো যান চলাচল শুরু। কলকাতা-হাওড়া যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথে সকাল থেকে পুলিশি টহল। ভ্যান, সাইকেল, রিকশা পরীক্ষার পরই ছাড়া হচ্ছে।

সকাল ৬.৪৬: চতুর্থ দফা লকডাউনের মাঝে সচল রাজধানী দিল্লি। দিল্লি-গাজিপুর সীমানা খুলে দেওয়া হল। সকাল থেকেই নিত্যযাত্রীদের যাতায়াত শুরু। দিল্লি-গুরুগ্রাম সড়কে ভারী যানবাহনকে পরিচয়পত্র দেখে তবেই ছাড়া হচ্ছে পুলিশের তরফে।

সকাল ৬. ১৮: আমেরিকার করোনা পরিস্থিতিতে আশার আলো। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৮২০, জানাল সংবাদসংস্থা এএফপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ