Advertisement
Advertisement
করোনা

২৪ ঘণ্টায় পাঞ্জাবে সংক্রমিত ১৭০০-এর বেশি, মোট করোনার বলি ৯৫৭ জন

দেশ জুড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।

Corona Live Update: Minister Gajendra Singh Shekhawat tested covid positive
Published by: Sayani Sen
  • Posted:August 20, 2020 8:24 am
  • Updated:August 21, 2020 8:30 am

বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ২৮ লক্ষ ৩৬ হাজার ৯২৬ জন। মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৮৬৬ জনের। রাজ্যে সংক্রমিত ১,২৯, ১১৯ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৬৩৪ জন। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

রাত ১০.৩২: পাঞ্জাবে নতুন করে সংক্রমিত ১৭৪১ জন। মৃতের সংখ্যা ৯৫৭। 

Advertisement

রাত ১০. ২৫: মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত ১৩৩০জন। 

রাত ৯. ১৪: মধ্যপ্রদেশে নতুন করে করোনা আক্রান্ত ১,১৪২ জন।

রাত ৯.০৪: ওড়িশায় মোট আক্রান্তের সংখ্যা পেরল ৭০ হাজারের গণ্ডি।

সন্ধে ৮. ৪০: গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত রাজ্যের ৩,১৯৭ জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের। সুস্থ হয়েছেন ৩,১২৬ জন।

 

সন্ধে ৭. ৫৭: গত ২৪ ঘণ্টায় কর্ণাটকে নতুন করে আক্রান্ত ৭,৩৮৫ জন।  

 

সন্ধে ৭. ৩০: জম্মু কাশ্মীরে নতুন করে আক্রান্ত ৬৮৩ জন।

সন্ধে ৭. ২০: উত্তরাখণ্ডে নতুন করে আক্রান্ত ৪১১ জন। 

সন্ধে ৬. ৪০: করোনার জের। আগামী তিন মাস প্রতি মাসে ১ সপ্তাহ করে মেঘালয়ের সমস্ত প্রবেশ পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। 

সন্ধে ৬.১৬: কেরলে নতুন করে করোনা আক্রান্ত ১ হাজার ৯৮৬ জন।

সন্ধে ৬: মণিপুরে নতুন করে করোনা আক্রান্ত ৪৯ জন।

বিকেল ৫.৫৮: হিমাচল প্রদেশে করোনা আক্রান্ত ৪ হাজার ৪৭২।

বিকেল ৫.৫৭: নতুন করে তামিলনাড়ুতে করোনা আক্রান্ত ৫ হাজার ৯৮৬ জন।

বিকেল ৫.৪৪: দিল্লিতে ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে ১০ হাজার ৯৯৪ জনের।

বিকেল ৫.৪৩: বিয়েবাড়ি এবং শ্রাদ্ধানুষ্ঠান ছাড়া পাঞ্জাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত জমায়েতে না।  

বিকেল ৫.২৫: মিজোরামে নতুন করে আক্রান্ত ১ জন। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৭৪ জন।

বিকেল ৫.১৮: পাঞ্জাবের কনটেনমেন্ট জোনের ২৭.৭ শতাংশ মানুষের শরীরে মিলেছে অ্যান্টিবডি। মনে করা হচ্ছে তাঁরা কোনও সময়ে আক্রান্ত হয়েছিলেন। তবে বর্তমানে তাঁরা সুস্থ।

বিকেল ৫.১৭: বেসরকারি হাসপাতালগুলিতে করোনা চিকিৎসার খরচ বেঁধে দিল বিহার সরকার।

বিকেল ৪.২৯: ভারতীয় সেনার তরফে জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় সাবান, মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হয়।

দুপুর ৩.৪৬: স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৯ লক্ষ ১৮ হাজার ৪৭০ জনের। সুস্থতার হার ৭৪ শতাংশ। সুস্থ হয়েছেন ২১ লক্ষ মানুষ।

দুপুর ৩.৩৪: নাগাল্যান্ডে নতুন করে করোনা আক্রান্ত ২৫ জন।

বেলা ১.৪০: কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত করোনা আক্রান্ত। নিজেই করোনা সংক্রমণের কথা জানান তিনি। ভরতি রয়েছেন হাসপাতালে।

বেলা ১.২৫: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৭ জন পুলিশকর্মী। মৃত্যু হয়েছে ২ জনের।

বেলা ১২.৪০: কোভিড পরিস্থিতিতে বেশ কয়েকমাস বন্ধ ছিল কেরলের ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক। তার ফলে প্রায় ৪ কোটি টাকা ক্ষতি হয়েছে।

বেলা ১২.৩১: হিমাচল প্রদেশে নতুন করে করোনা আক্রান্ত আরও ২৯ জন।

বেলা ১২.০৫: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি।

সকাল ১১.২৬: গত ২৪ ঘণ্টায় ওড়িশায় করোনা আক্রান্ত ২ হাজার ৮৯৮ জন। মৃত্যু হয়েছে ৮ জনের।

সকাল ১১.১১: পুদুচেরিতে নতুন করে আক্রান্ত ৫৫৪ জন।

সকাল ১১.১০: সেরোলজিক্যাল সার্ভেতে দেখা গিয়েছে ২৯.১ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

সকাল ১১.০২: ক্রমশই কমছে চাহিদা। কর্ণাটকে কোভিড পরিস্থিতিতে মার খাচ্ছে ফুলের ব্যবসা।

সকাল ১০.৪৪: রাজস্থানে করোনা আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৯৭৯ জন। 

সকাল ১০.১৮: বাড়িতে বসেই সারুন গণেশ পুজো, রাজ্যবাসীকে জানাল অন্ধ্রপ্রদেশ প্রশাসন।

সকাল ৯.৪২: ১৯ আগস্ট পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ৩ কোটি ২৬ লক্ষ ৬১ হাজার ২৫২।

সকাল ৯.৩১: নিম্নমুখী সেনসেক্স। ৩৩৩ পয়েন্ট পড়ল সেনসেক্স।

সকাল ৯.২৭: গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ৬৯ হাজার ৬৫২ জন। মৃত্যু হয়েছে ৯৭৭ জনের।

সকাল ৭.২০: স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৯ লক্ষেরও বেশি করোনা পরীক্ষা করা হয়েছে। 

সকাল ৬.১৭: কোভিড পরিস্থিতিতে চণ্ডীগড়ে বিয়েবাড়িতে বাজনা বাদকরাও আর্থিক সংকটে ভুগছেন।

সকাল ৬.০০: আজ ও কাল রাজ্যজুড়ে ফের সাপ্তাহিক লকডাউন। 
সকাল ৫.০৬: করোনা পরিস্থিতিতে গণেশ চতুর্থীর ব্যবসায় মন্দা। মাথায় হাত প্রতিমা বিক্রেতাদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ