Advertisement
Advertisement
Corona

করোনা সংক্রমণ বৃদ্ধির জের, বাতিল হল এশিয়া কাপ

বিসিসিআই প্রেসিডেন্ট ঘোষণা করেছেন।

Corona LIVE UPDATE: Record spike in West Bengal in last 24 hours
Published by: Sucheta Chakrabarty
  • Posted:July 8, 2020 8:29 am
  • Updated:July 8, 2020 11:13 pm

ভারতে আনলকের দ্বিতীয় পর্বে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ । এখনও পর্যন্ত দেশে ৭ লক্ষ ৪২হাজার ৪১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২০ হাজার ৬৪২জনের। সোমবার বিকেল পর্যন্ত পর্শ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার  ৮২৩ জন। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮২৭ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

রাত ১০.৩০: গোয়ায় করোনা আক্রান্ত ১৩৬ জন। মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৩৯ জন। এটাই এখনও এই রাজ্যের পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণ।

Advertisement

রাত ৯.৩০: কর্ণাটকের বেসরকারি হাসপাতালের ছয় হাজার শয্যা অধিগ্রহণ করল সরকার। সেখানে করোনা রোগীদের চিকিৎসা করা হবে। 

Advertisement

রাত ৮.৪০: মহারাষ্ট্রে করোনা পজিটিভ ৬,৬০৩ জন। ফলে সে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,২৩,৭২৪ জন।

রাত ৮.২০: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২৭৩ জন পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। ফলে পুলিশ বাহিনীতে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৫৭১৩ জন।

রাত ৮.০০: দিল্লির কমনওয়েলথ গেমস ভিলেজে তৈরি হল ৫০০ শয্যার কোভিড কেয়ার সেন্টার। উদ্বোধন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সন্ধে ৭.৩৫: করোনার প্রকোপে বাতিল হল এশিয়া কাপ। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এ কথা ঘোষণা করেন। প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে এই আসর বসার কথা ছিল। 

সন্ধে ৭.২৪: গত ২৪ ঘণ্টার সংক্রমণ রাজ্যের পুরনো সমস্ত রেকর্ড ভাঙে দিল। একদিনে বাংলার করোনা আক্রান্ত ৯৮৬ জন। একইসময় মৃত্যু হয়েছে ২৩ জনের। ফলে রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪,৮২৩ জন। মৃতের সংখ্যা বেড়ে ৮২৭ জন। 

সন্ধে ৭.১৫: বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাজ্যের কনটেনমেন্ট জোনে জারি হচ্ছে লকডাউন। উত্তর ২৪ পরগণা, হাওড়া, কলকাতা-র কোখায় কোথায় রয়েছেে কনটেনমেন্ট জোন, রইল তালিকা। 

সন্ধে ৭.০০: তামিলনাড়ুতে করোনা আক্রান্ত এক মন্ত্রী। সে রাজ্যে বিদ্যুতমন্ত্রী তথা এআইডিএমকে নেতা পি থাঙ্গামনি সংক্রমিত হয়েছেন বলে খবর। 

সন্ধে ৬.৪০: করোনা সংক্রমণ বৃদ্ধির জের। ৩১ জুলাই পর্যন্ত দার্জিলিংয়ে পর্যটকদের প্রবেশ নিষেধ।

বিকেল ৫ .৪০: করোনা উৎস খুঁজতে শেষ পর্যন্ত চিনে হু-এর বিশেষজ্ঞদের যাওয়ার অনুমতি দিল বেজিং। 

বিকেল ৫ .৩০: করোনা পরিস্থিতি নিয়ে আগামীকাল নির্মাণভবনে বৈঠকে বসবেন মন্ত্রীরা।

বিকেল ৪ .৫০: হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আগামী ১০দিন তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন চিকিৎসক।

বিকেল ৪ .১৫: হাসপাতালে চিকিৎসকদের সাহায্যে রেস্ট রুমে পোর্টেবল এসি দেওয়ার, প্রোটেক্ট শিল্ড পড়ার বিষয়ে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।  তবে লকডাউন নিয়ে রাজনীতি হওয়ায় ক্ষোভপ্রকাশ করেন তিনি।

দুপুর ৩ .৩০: করোনা সংক্রমণ বাড়তে থাকায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে ফের নতুন করে লকডাউন জারি করল প্রশাসন। ফলে চলতি সপ্তাহেই বাতিল হতে পারে টি-টোয়োন্টি বিশ্বকাপ। 

দুপুর ২ .১০: রাজ্যের এক মন্ত্রী করোনা পজিটিভ হওয়ার পর তাঁর সংস্পর্ষে আসেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সংক্রমণের ভয়ে আপাতত হোম আইসোলেশনে থাকার  সিদ্ধান্ত নিলেন তিনি।

দুপুর ১.২০: বাংলাদেশের করোনা নিয়ে আন্তর্জাতিক রিপোর্টের সঙ্গে বাস্তবের চিত্রের অমিল রয়েছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেরমেয়রশেখ ফজলে নূর তাপস।

বেলা ১২.৩০: করোর কামড়ে বিদ্ধস্ত পাকিস্তান। মোট আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ৩৭ হাজার ৪৮৯ জন।

বেলা ১১.৩০: ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের ২ চিকিৎসক ও এক নার্সের শরীরে থাবা বসালো করোনা। আতঙ্কে হাসপাতাল ছাড়ছেন রোগীরা।

বেলা ১১.০০: ২৪ ঘণ্টায় ওড়িশায় ৫২৭ জনের শরীরে মিলল করোনার সন্ধান।

সকাল ১০.০০: করোনায় আক্রান্ত হন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তাঁর সুস্থতার কামনা করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সকাল ৯.৪০: ২৪ ঘণ্টায় দেশে ২২ হাজার ৭৫২ জনের শরীরে মিললল করোনা ভাইরাসের সন্ধান। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭ লক্ষ ৪২ হাজার ৪১৭। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৪৮২ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ২০, ৬৪২।

সকাল ৯.৩০: স্যানিটাইজেশনের জন্য আজ থেকে ১০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে গুজরাট হাই কোর্ট।

সকাল ৯.২০: ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৬২ হাজার ৬৭৯টি নমুনা পরীক্ষা করে আইসিএমআর।

সকাল ৮.৩০: করোনা রোধে ব্যর্থতার দায় চাপিয়ে সরকারিভাবে WHO-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আমেরিকা।

সকাল ৮.২০: করোনার বায়ুবাহিত হওয়ার কথা স্বীকার করল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

সকাল ৮.০০: লকডাউনের আবহে বন্ধ স্কুল। যোগী সরকারের আশ্বাসের পরও মুজফ্ফরনগরে স্কুলগুলির থেকে মিলছে না মিড ডে মিল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ