Advertisement
Advertisement
করোনা

করোনা পরিস্থিতি: অত্যাবশকীয় নয় এমন পণ্যও সরবরাহ করবে ই-কমার্স সংস্থা

বিজ্ঞপ্তি জারি করে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

E-Commerce firms can deliver non-essential items to Red Zones
Published by: Soumya Mukherjee
  • Posted:May 17, 2020 9:14 am
  • Updated:May 17, 2020 10:47 pm

বিশ্বজুড়ে গত কয়েকমাস ধরেই প্রবল তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতে বদলাতে মারণ ক্ষমতাও বাড়িয়ে চলেছে। রবিবার সকাল পর্যন্ত পুরো বিশ্বে ৪৭ লক্ষ ২০ হাজার ১৯৬ জন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে মৃত্যু হয়েছে ৩ লক্ষ ১৩ হাজার ২২০ জনের। করোনার করাল কামড়ে সবচেয়ে খারাপ পরিস্থিতি হয়েছে আমেরিকার। সেখানে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৯০ হাজার ১১৩ জন। এদিকে ভারতে তৃতীয় দফার লকডাউনের শেষদিনে এসেও দ্রুত হারে বাড়ছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, রবিবার সকাল পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ৯০,৯২৭। আর মৃত্যু হয়েছে ২,৮৭২ জনের। পশ্চিমবঙ্গেও রবিবার পর্যন্ত মোট ২৬৭৭ জন আক্রান্ত । মৃত্যু হয়েছে ২৩৮ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

রাত ১০.৩০: দেশে ফের লকডাউন বাড়ল ৩১ মে পর্যন্ত। এমন পরিস্থিতিতে কনটেনমেন্ট জোন ছাড়া সর্বত্র অত্যাবশকীয় নয় এমন পণ্যও সরাবরাহ করবে ই-কমার্স সংস্থা। জানিয়ে দিল কেন্দ্র।

Advertisement

রাত ৯.৪৪:  ৩১ মে পর্যন্ত বন্ধ অন্তঃদেশীয়, আন্তঃদেশীয় বিমান পরিষেবা। জানাল ডিজিসিএ।

Advertisement

রাত ৯.৩৮: নেপালে লকডাউনের মেয়াদ বাড়ল ২ জুন পর্যন্ত।

রাত ৯.৩০: মুম্বইয়ে করোনা আক্রান্তের সংখ্যা পাড় করল ২০ হাজার। 

রাত ৯.০৫: ৩১ মে পর্যন্ত হিমাচলপ্রদেশে কারফিউ জারি থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

রাত ৮.৫৩: মুম্বইতে করোনা আক্রান্ত হয়ে আরও এক পুলিশ কর্মীর মৃত্যু। তিনি সন্ত্রাস দমন বিভাগে কর্মরত ছিলেন। 

রাত ৮.০০: ধারাভিতে নতুন করে আক্রান্ত ৪৪ জন। ফলে এশিয়ার বৃহত্তম বসতিতে সংক্রামিতের সংখ্যা বেড়ে ১২৪২

সন্ধে ৭.০০: দেশজুড়ে বাড়ছে লকডাউন। ৩১ মে অবধি চলবে এই চতুর্থ দফার লকডাউন। জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক।

সন্ধে ৬.৫০: রাজ্যে করোনায় আরো ৬ জনের মারা গেলেন। মোট মারা গেলেন ২৩৮ জন। ১০১ জন নতুন করে করোনা আক্রান্ত। ১৪৮০ জন চিকিতসাধীন। ৬৭ জন করোনামুক্ত।

সন্ধে ৬.৩০:  করোনার কবলে পড়লেন বিধাননগর দমকল বিভাগে্র এক কর্মী। দেগঙ্গার হাদিপুর ঝিকড়া এক নম্বর পঞ্চায়েতের বাসিন্দা তিনি। সপ্তাহখানেক আগে করোনার প্রাথমিক উপসর্গ নিয়ে বাড়িতে আসেন। তাকে ধান্যকুরিয়া প্রাথমিক স্বাস্থ্যে কেন্দ্রে ভর্তি করেন পরিবারের লোকেরা। শনিবার রাতে জানা যায় তিনি করোনা পজিটিভ। তাকে বারাসতের কদম্বগাছির কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তাঁর পরিবারের বাকি সদস্যদের হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে ।

সন্ধে ৬.১৫: দেশজুড়ে বাড়ল লকডাউন। ৩১ মে অবধি লকডাউনের মেয়াদ বাড়ানো হল।জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে কেন্দ্র, রাজ্যকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। চতুর্থ দফার লকডাউনের নিয়মনীতি নিয়ে রবিবার রাত নটায় রাজ্যগুলির সঙ্গে বৈঠকে গাইডলাইন ঠিক করা হবে।

সন্ধে ৬.১৫: কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা ২৮১। ৩৫০ থেকে ক্রমশ কমে এই সংখ্যায় নামল।
সন্ধে ৬.০০:
মাত্র ১১ মাসের এক শিশুর করোনা আক্রান্ত হওয়ার খবরে এবার আতঙ্ক ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার উস্তির রঙ্গিলাবাদে। জানা গিয়েছে, ওই শিশুর জন্ম থেকেই হার্টের সমস্যা থাকায় তাকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রবিবার জানা যায় ওই শিশু করোনা আক্রান্ত হয়েছে। 

বিকেল ৫.৩০: কেন্দ্রের গাইডলাইন এখনও হাতে আসেনি। তাই আজ রাতের পর লকডাউন পরিস্থিতি যেমন ছিল, তেমনই জারি থাকবে রাজ্যে। সোমবার বিকেল নাগাদ এই নিয়ে রাজ্য সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করবে। টুইট করে এমনটাই জানিয়ে দিল স্বরাষ্ট্রদপ্তর। বলা হল, চতুর্থ দফা লকডাউন নিয়ে এখনই রাজ্যে আলাদা করে কোনও সিদ্ধান্ত হচ্ছে না।

বিকেল ৫.১০: রবিবার কেরলে ১৪ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ১০১ জন।

বিকেল ৪.২০: ওমান থেকে ১৮৩ জন ভারতীয়কে নিয়ে কেরালার তিরুবন্তপুরমের দিকে রওনা দিল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান।

বিকেল ৪ টে: পরিযায়ী শ্রমিকদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সমস্ত আধিকারিককে তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজন মতো তাঁদের জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দুপুর ৩.৫০: মদের উপর ৫০ শতাংশ আবগারি কর বৃদ্ধি করল জম্মু ও কাশ্মীর সরকার। ১৮ মে থেকে নতুন দাম নেওয়া হবে।

দুপুর ৩.৪০: আরও ১০ জন বিএসএফ জওয়ানের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে বলে জানানো হল ওই নিরাপত্তা সংস্থার তরফে।

দুপুর ৩.৩০: মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ সীমান্তে অবস্থিত রেওয়ার চাকঘাট এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে উত্তরপ্রদেশে ঢুকে পড়লেন পরিযায়ী শ্রমিকরা।

দুপুর ৩.২০: বিহার ও উত্তরপ্রদেশগামী দুটি শ্রমিক স্পেশাল ট্রেন বাতিলের জের। গুজরাটের রাজকোটের শাপার শিল্পতালুক এলাকায় বিক্ষোভ ও ভাঙচুর চালালেন পরিযায়ী শ্রমিকরা। আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজকোটের পুলিশ সুপারের।

দুপুর ৩.০০: লকডাউনের সময়সীমা ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করল তামিলনাড়ু সরকার।

দুপুর ২.৪৫: অনলাইনে মামলা দায়ের করার বিষয়ে তথ্য জানাতে একটি হেল্পলাইন নম্বর(১৮৮১) চালু করল সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি অফিস। সুপ্রিম কোর্টের ইতিহাসে এই প্রথম এই ধরনের উদ্যোগ নেওয়া হল। এই নম্বরে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফোন করা যাবে।

দুপুর ২.১৫: রবিবার দুপুর ২টো পর্যন্ত রাজস্থানে নতুন করে আক্রান্ত ১২৩ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০৮৩। এর মধ্যে ১২৮ জনের মৃত্যু হয়েছে ও চিকিৎসাধীন রয়েছেন ১৯৬৩ জন।

দুপুর ১.৪৫: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬৬ জন করোনা আক্রান্ত পুলিশকর্মীর সন্ধান মিলেছে। এর ফলে মোট আক্রান্ত হয়েছেন ১২০৬ পুলিশ। এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে আর সুস্থ হয়েছেন ২৮৩ জন। এদিকে রবিবারই লকডাউনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে উদ্ধব ঠাকরের সরকার।

দুপুর ১.৩০: ৫৮৮ জন ভারতীয়কে নিয়ে কোচি বন্দরে প্রবেশ করল আইএনএস জলসহ্বা।

দুপুর ১.১৫: অন্ধ্রপ্রদেশে ২৫ জন আক্রান্ত হওয়ায় এখনও পর্যন্ত ২২৩০ জন শরীরের করোনার জীবাণু পাওয়া গেল। এর মধ্যে ৫০ জনের মৃত্যু হয়েছে ও চিকিৎসাধীন রয়েছেন ৭৪৭ জন।

দুপুর ১টা: দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৯৭৫৫ জন।

দুপুর ১২.৪০: কর্ণাটকে নতুন করে ৫৪ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। এর ফলে মোট আক্রান্ত হলেন ১১৪৬ জন। এর মধ্যে এখনও পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪৯৭ জন।

দুপুর ১২.১০: স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার বিমা করা হয়েছে। শ্রমিক স্পেশাল ট্রেনগুলির ৮৫ শতাংশ ভাড়া বহন করেছে কেন্দ্রীয় সরকার। ৩০০-র বেশি পিপিই সংস্থা তৈরি হয়েছে। ৫১ লাখ PPE, ৯৭ লক্ষ N-95 মাস্ক সরবরাহ করা হয়েছে। ১১ লক্ষ হাইড্রোক্সিক্লোরোকুইন উৎপাদন করা হয়েছে। দিনে ৩ লক্ষ পিপিই এবং লক্ষ লক্ষ মাস্ক তৈরি হচ্ছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াচ্ছে সরকার। তৃণমূলস্তরে উন্নতি করা হচ্ছে পরিকাঠামোর। প্রতিটা জেলায় সংক্রমক রোগের হাসপাতাল তৈরি হচ্ছে। প্রতিটি ব্লকে সরকারি পরীক্ষাকেন্দ্রও তৈরি হবে।

সকাল ১১.৫০: তিনি আরও বলেন, জনধন প্রকল্পে ২০ কোটি মানুষকে অর্থ সাহায্য করা হচ্ছে। জনধন অ্যাকাউন্টে ১০ হাজার কোটি টাকা দেওয়া  হয়েছে। উজ্জ্বলা প্রকল্পে বিনামূল্যে গ্যাস দেওয়া হচ্ছে। এর জন্য বরাদ্দ হয়েছে ৬ কোটির বেশি সিলিন্ডার। আট কোটি শ্রমিককে নগদ অর্থ সাহায্য করা হয়েছে। কিষাণ যোজনায় প্রায় ১৬ কোটি টাকা দেওয়া হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্যক্ষেত্রেও। করোনা মোকাবিলায় ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরিযায়ীদের জন্য ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া ১০০ দিনের কাজের প্রকল্পের অর্থ বরাদ্দ ৪০ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। সমাজের সর্বস্তরের জন্য আর্থিক প্যাকেজ দেওয়া হয়েছে।

সকাল ১১.২৫: প্রধানমন্ত্রীর কথা মতো আত্মনির্ভর ভারত গড়ে তুলতে গরিবদের অর্থ সাহায্য করা হচ্ছে। বিনামূল্যে  খাদ্যশস্য পৌঁছে দেওয়া হচ্ছে। সারাদেশে খাদ্যশস্য পৌঁছে দিতে গুরুত্বপপূর্ণ ভূমিকা নিয়েছে এফসিআই। এক্ষেত্রে রাজ্য সরকারগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ইতিমধ্যে রাজ্যগুলিকে দেওয়া ঋণের পরিমাণও ৪ লক্ষ ২৮ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। পরিযায়ী শ্রমিকদের কাছেও বিনামূল্যে খাদ্যশস্য পৌঁছনো হয়েছে। এটাই রাষ্ট্রের কর্তব্য বলে সাংবাদিক বৈঠকের শুরুতেই উল্লেখ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

সকাল ১১.১৫: সামাজিক দূরত্বের নিয়ম লঙ্ঘন করায় দিল্লির কংগ্রেস সভাপতি অনিল চৌধুরিকে গৃহবন্দি করল দিল্লি পুলিশ।

সকাল ১১ টা: ওড়িশায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯১ জন। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮২৮।

সকাল ১০.৪৫: রাজস্থানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭০ জন আর মৃত্যু হয়েছে দুজনের। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০৩০ আর এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৮ জনের। এখনও চিকিৎসাধীন ১৯১১ জন।

সকাল ১০.৩০: মধ্যপ্রদেশে বারওয়ানিতে একটি ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল এক মহিলা-সহ চারজন পরিযায়ী শ্রমিকের।

সকাল ৯.৩০: রেকর্ড সংক্রমণের জেরে ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৯৮৭ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল। আর এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১২০ জনের।  মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৯০ হাজার ৯২৭। এর মধ্যে এখনও চিকিৎসাধীন ৫৩ হাজার ৯৪৬ জন আর মৃত্যু হয়েছে ২৮৭২ জনের। অন্যদিকে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১০৯ জন।

সকাল ৯.১৫:দিল্লি ও উত্তরপ্রদেশে সীমান্তে অবস্থিত গাজীপুরে জড়ো হয়েছেন প্রচুর পরিযায়ী শ্রমিক। তাঁদের জন্য বাসের ব্যবস্থা করতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছে যোগী প্রশাসন।

সকাল ৯.১০: ফের করোনা আক্রান্তের হদিশ পূর্ব বর্ধমান জেলায়। আউশগ্রাম ১ নম্বর ব্লকের গঙ্গারামপুর গ্রামের ১৯ বছরের যুবক করোনা আক্রান্ত। শনিবার রাতে তার পজিটিভ রিপোর্ট এসেছে। এলাকা ঘিরে দিয়েছে পুলিশ। আক্রান্তের পরিবার ও প্রতিবেশী সহ ৩২ জন কোয়ারেন্টাইনে।

সকাল ৯.০০: উত্তরপ্রদেশের সাহারানপুরের আম্বালা হাইওয়ের উপর প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন বিহারের পরিযায়ী শ্রমিকরা। হাতে লাঠি নিয়ে কেন্দ্র ও নীতীশ কুমারের সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শহরের দিকে এগিয়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। 

সকাল ৮.৪৫: সকাল ১১ টার সময় সাংবাদিক বৈঠকে শেষ দফার অর্থনৈতিক প্যাকেজের বিষয়ে ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

সকাল ৮.৩০: গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনার জেরে মৃত্যু হল ১২৩৭ জনের।

সকাল ৮.১০: রবিবার ভোরে জলপাইগুড়িতে উলটে গেল একটি বাস। এর ফলে জখম হলেন কমপক্ষে ২৩ জন পরিযায়ী শ্রমিক। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ