Advertisement
Advertisement
করোনা ভাইরাস

কোভিড চিকিৎসায় অর্থের বিনিময়ে বেসরকারি হাসপাতালে প্লাজমা দেবে পাঞ্জাব সরকার

প্রতি ইউনিটের দাম ২০ হাজার টাকা।

Corona Live Update: Punjab Gvt. decidedto provide plasma to private hospitals at a cost
Published by: Sayani Sen
  • Posted:July 26, 2020 8:23 am
  • Updated:July 26, 2020 10:42 pm

করোনার সংক্রমণ রুখতে সবরকম চেষ্টা চালানো হলেও বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৮৫ হাজার ৫২২ জন। মৃত ৩২ হাজার ৬৩ জন। বাংলায় মোট আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৭১৮ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৩৭২ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

রাত ১০.৩০: টাকার বিনিময়ে সরকারি প্লাজমা ব্যাংক থেকে বেসরকারি হাসপাতালগুলিতে প্লাজমা পাঠানোর সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার। এক ইউনিট প্লাজমার দাম ২০ হাজার টাকা ধার্য করা হয়েছে। তবে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীরা বিনামূল্যেয় প্লাজমা পাবেন।

Advertisement

রাত ১0.00: হাওড়ায় কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে ৯১।

রাত ৯.২০: করোনায় আক্রান্ত হয়ে মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু হল। 

রাত ৯.০০: করোনা আবহেই তাইওয়ানের বিলাসবহুল প্রমোদতরী ভ্রমণ শুরু হল।  তবে মানতে হবে সামাজিক দূরত্ব বিধি

রাত ৮.৫০: গত ২৪ ঘণ্টায় মণিপুরে করোনা আক্রান্ত ৫৯ জন।

রাত ৮.২২: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২,৩৪১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪০ জনের। ফলে বাংলায় সংক্রমিতের সংখ্যা বেড়ে ৫৮,৭১৮ জন। মৃত্যু হয়েছে ১,৩৭২ জনের। তবে আশা জাগাচ্ছে সুস্থতার হার। বাংলায় সুস্থতার হার ৬৪.২৮ শতাংশ। এখনও পর্যন্ত কোভিডজয়ী হয়েছেন ৩৭,৭৫১ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,০৯৭ জন। 

সন্ধে ৭.৫৫: আইনজীবীদের পাশে দাঁড়াক সরকার। এমনটাই দাবি জানাচ্ছে সকল রাজ্যের বাক কাউন্সিলগুলি। 

সন্ধে ৭.৩৩: ধারাভিতে সংক্রমিত আরও ২ জন।

সন্ধে ৭.১৭: মধ্যপ্রদেশের কাটনি জেলায় ২ আগস্ট অবধি সম্পূর্ণ লকডাউন। 

সন্ধে ৭.১১: বন্দেভারত মিশনে দেশে ফিরেছেন প্রায় আট লক্ষ ১৪ হাজার ভারতী। আগস্ট মাসে বন্দে ভারত-৫ শুরু করা হবে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। 

সন্ধে ৬.৫২: করোনা সচেতনতায় অভিনব উদ্যোগ বর্ধমানে। মাস্ক উইনার্স ও রানার্স স্যানিটাইজার কাপ ফুটবলের আয়োজন করা হয়েছিল।  সেখানে সকলেই মাস্ক, গ্লাভস পরে আজ বিকেলে ফুটবল খেললেন।

সন্ধে ৬.৪৭: গ্রেটার হায়দরাবাদ পুরসভার মেয়র করোনা আক্রান্ত। উপসর্গহীন হওয়ায় তিনি আপাতত হোম আইসোলেশনে রয়েছেন। 

সন্ধে ৬.৩৯: কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫,১৯৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৮২ জনের। 

সন্ধে ৬.২২: রাঁচিতে নতুন কোভিড হাসপাতাল ঘুরে দেখলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। 

সন্ধে ৬.১৯: লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী করোনামুক্ত। কিন্তু তাঁদের বড় ছেলে করোনা সংক্রমিত হয়েছেন। গতকালই তাঁদের লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে ফের হোম আইসোলেশে রয়েছে গোটা পরিবার। নিজেই এই খবর জানিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা।

সন্ধে ৬.০৬: তামিলনাড়ুতে নতুন করে আক্রান্ত ৬৯৮৬ জন।

সন্ধে ৬.০১: কেরলে নতুন করে আক্রান্ত ৯২৭ জন।

বিকেল ৫.৫৫: কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি থাকাকালীন ভিডিও কনফারেন্সে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

বিকেল ৫.৫২: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নতুন করে করোনা আক্রান্ত ২৮ জন।

বিকেল ৫.৪৫: হিমাচল প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ২ হাজারের গণ্ডি।

বিকেল ৫.৪৩: সোমবার বিকেল সাড়ে চারটেয় নয়ডা, মুম্বই এবং কলকাতায় তিনটি করোনা পরীক্ষাকেন্দ্রের উদ্বোধন হবে, টুইটে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিকেল ৫.১১: তামিলনাড়ুর অন্তত ৩০ জন ব্যাংক কর্মী করোনা আক্রান্ত।

বিকেল ৫.১০: আহমেদবাদে রাখির বাক্সের উপরেও করোনা সতর্কতামূলক প্রচার।

বিকেল ৫.০১: পণ্ডিচেরির সরকারি এবং বেসরকারি হোটেলে অস্থায়ীভাবে তৈরি করা হবে হাসপাতাল, জানালেন স্বাস্থ্যমন্ত্রী এম কৃষ্ণা রাও।

বিকেল ৪.৫৭: বাংলাদেশে করোনার ছোবলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯২৯ জন। গত ২৪ ঘণ্টায় ৫৫ জনের মৃত্যু হয়েছে।

বিকেল ৪.৪৪: সিকিমে আগামী ১ আগস্ট সকাল ৬টা পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ।

বিকেল ৪.৩৯: কোভিড বিধি না মানার জের। ২৪১ জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। বাজেয়াপ্ত ৪টি গাড়ি। 

বিকেল ৪.৩২: মুম্বই-বারাণসী স্পেশ্যাল ট্রেনে সন্তানের জন্ম দিলেন এক তরুণী। 

বিকেল ৪.২৫: তিনদিনের লকডাউনের আগে ত্রিপুরার বাজারে বাজারে ভিড় আমজনতার। 

বিকেল ৪: উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩২৬০ জন।

দুপুর ৩.২৮: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের স্ত্রী এবং ছেলেদের করোনা রিপোর্ট নেগেটিভ। 

দুপুর ২.৫১: সোমবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত পুরুলিয়া পুরসভা এলাকা ও আদ্রা রেলওয়ে কলোনিতে চারদিন লকডাউন। জেলাশাসক, পুলিশ সুপার, স্বাস্থ্য দপ্তর, দমকল ও পুরসভার বৈঠকে সিদ্ধান্ত।

দুপুর ২.৪২: দিল্লিতে করোনা আক্রান্ত ১০৭৫ জন। 

দুপুর ২.৪১: ৭ জুলাই করোনা আক্রান্ত হন ব্রাজিলের প্রেসিডেন্ট। শনিবারই করোনামুক্ত হলেন তিনি। কৃতিত্ব দিলেন হাইড্রক্সিক্লোরোকুইনকে। 

দুপুর ২.৩০:  শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় ৩০ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা গৌতম দেবের।

দুপুর ২.১৯:  অমিতাভ বচ্চনের ‘জলসা’র সামনে থেকে সরিয়ে দেওয়া কনটেনমেন্ট জোন লেখা পোস্টার।

দুপুর ১.৪৬: “করোনা যোদ্ধাদের প্রতি সম্মান জানাই”, বললেন করোনা আক্রান্ত শিবরাজ সিং চৌহান।

দুপুর ১.১২: হিমাচল প্রদেশে নতুন করে করোনা আক্রান্ত ২১ জন।

দুপুর ১: হাসপাতালে বসেই মোদির ‘মন কি বাত’ শুনলেন করোনা আক্রান্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

বেলা ১২.৪৯: তেলেঙ্গানায় নতুন করে করোনা আক্রান্ত ১৫৯৩ জন। 

বেলা ১২.২০: রবিবার সম্পূর্ণ লকডাউন চেন্নাতেই। তাই শুনশান রাস্তাঘাট।

বেলা ১২.০৪:  পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা তৃ‌ণমূলের রাজ্য সমন্বয় কমিটির সদস্য দেবু টুডু করোনা আক্রান্ত। এর আগে তাঁর নিরাপত্তারক্ষী করোনা পজিটিভ হয়েছিলেন। দেবু টুডুর কোনও উপসর্গ না থাকায় বাড়িতে রেখেই চিকিৎসা হবে।

সকাল ১১.৫৭: করোনা চিকিৎসার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এলএনএম রেলওয়ে হাসপাতালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সকাল ১১.৪৪: রাস্তায় বেরনোর কারণ খতিয়ে দেখতে কেরলের আলুভা চলছে নাকা তল্লাশি।

সকাল ১১.১১: “গত কয়েকমাসে যেভাবে আপনারা লড়াই করেছেন তা অনেক আশঙ্কাকে ভুল প্রমাণ করেছে। আজ আমাদের দেশে সুস্থতার হার অন্য বহু দেশের তুলনায় অনেক বেশি। আর মৃত্যুহার অন্য অনেক দেশের তুলনায় কম। তবে আমাদের মনে রাখতে হবে করোনা এখনই আগের মতোই মারাত্মক। তাই এখনও সমস্তরকম সতর্কতামূলক পদক্ষেপ করতে হবে। ২ গজ দূরত্ব, মাস্ক পরা, হাত ধোয়ার মতো পদক্ষেপ করা উচিত। একদিকে আমাদের পুরো সতর্কতার সঙ্গে করোনার বিরুদ্ধে লড়তে হবে। অন্যদিকে আমাদের ব্যবসা-বাণিজ্যও শুরু করতে হবে।” মন কি বাতে বললেন মোদি।

সকাল ১০.৪৩: ওড়িশায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৩৭৬ জন।

সকাল ১০.৪৩: রাজস্থানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁই।

সকাল ১০.৪২: জনতা কারফিউতে নাগপুরে ফাঁকা রাস্তাঘাট। 

সকাল ১০.১৫: দীর্ঘদিন গ্রিন জোনে থাকা পুরুলিয়ায় এই প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল  এক ব্যবসায়ীর। সমরবরণ দাস নামে ওই ব্যবসায়ী পুরুলিয়া পুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের হুচুকপাড়ার বাসিন্দা। এই এলাকার পাশেই রয়েছে কনটেনমেন্ট জোন। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিসিইউতে হৃদরোগজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। তারপরই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তাঁর সংস্পর্শে আসা সকলের লালারসের নমুনা সংগ্রহ করা হচ্ছে। বন্ধ রাখা হয়েছে ওই হাসপাতালের সিসিইউ ইউনিট। 

সকাল ১০.১০: মহারাষ্ট্রে পুলিশকর্মীদের শরীরে বাড়ছে সংক্রমণ। আক্রান্ত মোট ৮ হাজার ৪৮৩ জন।  

সকাল ১০.০২: লকডাউনে শুনশান কর্ণাটকের শিবমগ্গা জেলা।

সকাল ৯.৫৮: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪৮ হাজার ৬৬১ জন। মৃত্যু হয়েছে ৭০৫ জনের।

সকাল ৯.০৩: বেঙ্গালুরুতে মোট আক্রান্তের মধ্যে নিখোঁজ ৩৩৩৮ জন করোনা রোগী। নিখোঁজ হওয়া ওই রোগীরা আদৌ কোথায় গেলেন, তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। তাঁদের খোঁজে চলছে তল্লাশি।

সকাল ৭.৩৩: গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৩১ জনের। যা সর্বকালীন রেকর্ড। 

সকাল ৭.০১: করোনা আবহে চাকরি হারানোর ভয়। কর্ণাটকে আত্মঘাতী একই পরিবারের ৩ জন। 

ভোর ৫.৪৪: করোনা আক্রান্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের আরোগ্য কামনা মহাকাল মন্দিরে বিশেষ পুজোপাঠ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ