Advertisement
Advertisement

Breaking News

করোনা ভাইরাস

করোনা রুখতে লকডাউন কি বাড়বে? মত জানতে মুখ্যমন্ত্রীদের ফোন করলেন অমিত শাহ

শনিবারের মধ্যে তাঁদের মতামত জানাতে বলা হয়েছে।

Corona Live Update: Amit Shah speaks to CMs, asks for feedback on Lockdown
Published by: Sayani Sen
  • Posted:May 28, 2020 8:32 am
  • Updated:May 29, 2020 8:53 am

দেশজুড়ে শিথিল হয়েছে লকডাউনের নিয়মকানুন। সঙ্গে সঙ্গে দাপট বাড়িয়েছে নোভেল করোনা ভাইরাস। ইতিমধ্যে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৩৩৩। সংক্রমণের নিরিখে ভারত বিশ্বের মধ্যে দশম স্থানে রয়েছে। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৫৩১ জন।  এখনও পর্যন্ত ৬৭ হাজার ৬৯২ জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এদিকে বাংলায় চিন্তা বাড়াচ্ছেন ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকরা। বাংলায় সংক্রমিতের সংখ্যা পৌঁছেছে ৪,৫৬৩-এ। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১,৬৬৮জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২৩। করোনা পরিস্থিতির লাইভ আপডেট:

রাত ১০.৪৫: বাঁকুড়ার ছাতনায় করোনা আক্রান্তের ১২ জনের মধ্যে ৮ জন দুর্গাপুরের সনকা হাসপাতাল থেকে ছাড়া পেলেন। এই ৮ জনেরই ফের আরও একবার পরীক্ষা করায় কোভিড নেগেটিভ ফল মেলে, এবং সবাই সুস্থ থাকায় এক লপ্তে ৮ জনকে ছুটি দিয়ে দেয় সনকা হাসপাতাল।

Advertisement

রাত ১০.৩০:  ৩১ মে চতুর্থ দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু করোনার সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না। ফলে লকডাউন কি আরও বাড়বে নাকি নিয়মাবলি শিথিল করা হবে, সে বিষয়ে মুখ্যমন্ত্রীদের মত জানতে চাইল কেন্দ্র। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রীদের ফোন করেন। শনিবারের মধ্যে তাঁদের মতামত জানাতে বলা হয়েছে।

Advertisement

রাত ৯.৪৫: পুরকর জমা দিতে রাস্তায় বের হলে পুলিশি ছাড় মিলবে কলকাতাবাসীর। তবে হাতে থাকতে হবে সর্বশেষ পুরকর জমার বিল। আর শুধু মাত্র বাড়ি থেকে ট্রেজারি বা পুরসভার কাশকাউন্টার পর্যন্ত যেতে পারবেন নাগরিকরা। বৃহস্পতিবার এমন সুবিধার কথা ঘোষণা করেছে কলকাতা পুরসভা।
রাত ৯.৪০:  চারদিন হল ঘরোয়া উড়ান চালু হয়েছে। এর মধ্যে উড়ানের  ২৩ যাত্রী করোনা  আক্রান্ত হলেন। ফলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বিমানের বাকি যাত্রী ও কর্মীদের।

রাত ৯.১৫: কলকাতা পুলিশের করোনা আক্রান্ত ১০ কর্মীকে এক লক্ষ টাকার চেক দেওয়া হল। রাজ্যের তরফে আগেই এই বিমা করা হয়েছিল।

রাত ৯.০০: রাজধানীর সমতুল্য ৩০টি বিশেষ ট্রেন ও ২০০টি মেল এক্সপ্রেসের আসন অগ্রিম বুকিংয়ের সময়সীমা বাড়ানো হল। আগে ৩০ দিন আগে এই ট্রেনগুলির টিকিট বুক করা যেত। এবার তা বাড়িয়ে ১২০ দিন করা হল। এই ট্রেনে পার্সেল পাঠানোর জন্যও বুকিং চালু হল।

রাত ৮.৩০: ফের চিনকে একহাত নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইট করে তিনি লেখেন, করোনা ভাইরাস চিনের থেকে পাওয়া সবচেয়ে খারাপ উপহার।”

রাত ৮.০০: করোনা গ্রাসে এ বার জাতীয় গেমস।বৃহস্পতিবার স্থগিত করে দেওয়া হল ৩৬তম জাতীয় গেমস। আগামী অক্টোবর-নভেম্বরে গোয়ায় হওয়ার কথা ছিল জাতীয় গেমস। সম্প্রতি সর্বভারতীয় অলিম্পিক সংস্থা (আইওএ) গোয়া কর্তৃপক্ষের কাছে জানতে চায়, আগামী ২০ অক্টোবর থেকে তারা জাতীয় গেমস আয়োজন করতে পারবে কি না? কিন্তু যে ভাবে দেশে করোনা সংক্রমণ উত্তরোত্তর বাড়ছে, তার পর আর গেমস আয়োজন নিয়ে ঝুঁকি নেওয়া হয়নি। 

সন্ধে ৭.২৯: চেন্নাই থেকে বিমানে চেপে সালেম ফিরেছিলেন পাঁচজন। তাঁরা প্রত্যেকে কোভিড-১৯ পজিটিভ। ফলে বিমানের মোট ৫১ জনকেই কোয়ারেন্টাইনে পাঠানো হল।

সন্ধে ৭.১১: বন্দে ভারতের দ্বিতীয় পর্যায়ে  ৬০টি দেশ থেকে এক লক্ষ প্রবাসীকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

 

সন্ধে ৬.৪০: রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪৪ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। ফলে রাজ্যে আক্রান্ত বেড়ে দাঁড়াল ৪,৫৩৬ জন।আরও ছজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৯০ জন।

সন্ধে ৬.০৮: ইন্ডিগো বিমানে থাকা বেশ কয়েকজন যাত্রীর শরীরে করোনা সংক্রমণ।

সন্ধে ৬.০২: মুম্বইয়ে করোনা আক্রান্ত ৪১ জন দমকল কর্মী। মৃত্যু হয়েছে ২ জনের।

বিকেল ৫.৫৯: মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ ও রাজস্থান থেকে বিমান, ট্রেন-সহ অন্যান্য যেকোন যানবাহন রাজ্যে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কর্ণাটক।

বিকেল ৫.০৫: চেতলায় কমিউনিটি হলে কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে বলে গুজব। ফিরহাদ হাকিমকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের।

বিকেল ৪.৩৫: বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকরা হোম কোয়ারেন্টাইনে থাকার নিয়ম মানছে না। এই অভিযোগ তুলে উলুবেড়িয়ার বাকসি গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ বাসিন্দাদের। রাস্তায় গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে অবরোধ। 

Ulu-Road-Block

বিকেল ৪.২০: ক্যাম্পের পাশের প্রাথমিক বিদ্যালয়ে পরিযায়ী শ্রমিকদের থাকতে বাধা বিএসএফের। নদিয়ার তেহট্ট থানার ভারত-বাংলাদেশ সীমান্তের বেতাই ভাটুপাড়া গ্রামের ঘটনা। 

বিকেল ৪.১৫: পরিযায়ী শ্রমিকদের থেকে নেওয়া যাবে না বাস বা ট্রেনের ভাড়া। রাজ্যগুলিকে দিতে হবে ভাড়ার অংশ, নির্দেশ সুপ্রিম কোর্টের।

দুপুর ২.৪৩: গুজরাটের জামনগর থেকে পুরুলিয়ার ফিরল শ্রমিক স্পেশ্যাল ট্রেন। ট্রেনে ছিলেন মোট ১৪৪৬ জন যাত্রী। যাত্রীদের মধ্যে ছিলেন পুরুলিয়ার ৭১ জন, বাঁকুড়ার ৭০জন, খড়গপুর ৩৫৬ জন এবং হাওড়ার ৯৪৯ জন। স্টেশনে নামার পরই তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করা হয়। আপাতত কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁদের। উল্লেখ্য, এখনও পর্যন্ত মোট ৩৭ হাজার পরিযায়ী শ্রমিক পুরুলিয়ায় ফিরেছেন। করোনা সংক্রমণের আতঙ্কে কাঁটা পুরুলিয়ার বহু মানুষ। 

দুপুর ২.৪২: নেপালে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫৬ জন। একদিনে সংক্রমণের নিরিখে নেপালে এটাই রেকর্ড। বর্তমানে মোট করোনা আক্রান্ত ১ হাজার ৪২ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।

দুপুর ১.৫১: দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের জন্য ব্যবস্থায় ত্রুটি রয়েছে। এমন পর্যবেক্ষণ করে কেন্দ্র ও রাজ্যকে নোটিস ধরিয়েছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সেই নোটিসের জবাব দিল কেন্দ্র। জানিয়ে দিল, ইতিমধ্যে ৯১ লক্ষ পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরানো হয়েছে। বাকি সকলকে ঘরে ফেরাতে বদ্ধপরিকর কেন্দ্র সরকার। তবে এদিনও একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রের প্রতিনিধিকে। পরিযায়ী শ্রমিকদের অন্ন, পরিবহণ, বাসস্থান নিয়ে অন্তত ৫০টি প্রশ্ন করা হয় সলিসিটার জেনারেলকে।

দুপুর ১.৪৭: বেলেঘাটা আইডি হাসপাতালের কর্মী আবাসনে করোনার থাবা। আক্রান্ত ৭ জন।

দুপুর ১.৩৫: চতুর্থ দফার লকডাউনের মধ্যেই বাগডোগরা বিমানবন্দরেও শুরু বিমান পরিষেবা। বিমানবন্দরে ঢোকার আগে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। এছাড়াও উপযুক্ত পদ্ধতিতে ব্যাগ জীবাণুমুক্ত করার পরেই তা বিমানবন্দরে নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে।

দুপুর ১.১৩: কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবার সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক মুখ্যসচিব রাজীব সিনহার। জানা গিয়েছে, এখনই লকডাউন তোলার পক্ষে নয় রাজ্য সরকার। রাজ্য সরকার মনে করছে, এখনই লকডাউন তুললে বাড়তে পারে সংক্রমণ। 

দুপুর ১.০৫: গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত আরও ১৩১ জন পুলিশকর্মী। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৯৫ জন। মৃত্যু হয়েছে মোট ২২ জনের।

বেলা ১২.৩৩: কেরলের কোঝিকোড়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু মদ বিক্রি।

সকাল ১১.০৩: বাংলাদেশে উঠল লকডাউন। ৩১ মে থেকে মিলবে বাস, রেল এবং লঞ্চ পরিষেবা।

সকাল ৯.৫৮: এয়ার এশিয়ার বিমান দিল্লি থেকে কলকাতায় ফেরা এক যাত্রী জ্বরে আক্রান্ত। করোনা আক্রান্ত কিনা চলছে পরীক্ষা নিরীক্ষা। 


সকাল ৯.৫৮: করোনা প্রসঙ্গে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সকাল সাড়ে ১১টা নাগাদ বৈঠকে বসবেন কেন্দ্রের ক্যাবিনেট সচিব রাজীব গৌরা।

সকাল ৯.৪৪: চাঙ্গা শেয়ার বাজার। সেনসেক্স চড়ল ৩২৬.৯৩ পয়েন্ট।

সকাল ৯.২০: স্বাস্থ্যবিধি মেনে দমদম বিমানবন্দর থেকে ছাড়ল প্রথম বিমান।

সকাল ৯.১৫: ফালাকাটায় করোনা আক্রান্ত আরও ৪ জন।

সকাল ৯.০২: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬৫৬৬ জন। মৃত্যু হয়েছে আরও ১৯৪ জন। আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৫৮ হাজার ৩৩৩ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫৩১ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছে ৬৭ হাজার ৬৯২ জন। 

সকাল ৮.৩৩: বাঁকুড়ার ছাতনা, খাতড়া, শালতোড়ার পর এবার করোনা আক্রান্ত রোগীর হদিশ মিলল বিষ্ণুপুর মহকুমার কোতুলপুর ও ইন্দাস ব্লকে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কোতুলপুরের বাসিন্দা গত ২১ মে মহারাষ্ট্র থেকে দুর্গাপুর হয়ে কোতুলপুর ফিরেছেন। ইন্দাস ব্লকের করোনা আক্রান্ত দু’জনের মধ্যে একজন বর্ধমান, অন্যজন দিল্লি থেকে ইন্দাসে ফিরেছেন। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে আগত পরিযায়ী শ্রমিকদের লালারস সংগ্রহ করা হয়েছিল। গত ২৭ মে ওই লালারস পরীক্ষার রিপোর্ট হাতে আসে। জানা যায়, ওই তিনজন করোনা আক্রান্ত। 

সকাল ৬.৪৯: সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, আমেরিকায় করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ মানুষের।

সকাল ৬.৩০: ঢাকার এক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত্যু হয়েছে তিনজন করোনা রোগী-সহ পাঁচজনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ