Advertisement
Advertisement

Breaking News

corona

করোনা মোকাবিলায় বড় ঘোষণা মোদির, ত্রাণ তহবিলের ৫০ শতাংশ ব্যবহার করতে পারবে রাজ্য

আগে ৩৫ শতাংশ ব্যবহার করার অনুমতি ছিল।

CORONA LIVE UPDATE: PM Modi eases SDRF | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 23, 2020 8:27 am
  • Updated:September 24, 2020 8:19 am

আনলক – ৪’এও দেশে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৫৬ লক্ষ ৪৬ হাজার ০১১জন। মৃত্যু হয়েছে ৯০ হাজার ০২০জনের। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৩৪ হাজার  ৬৭৩ জন। এখনও পর্যন্ত মৃত্যু  হয়েছে ৪৫৪৪ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট (Corona LIVE UPDATE):

রাত ১০.৪৫: হরিয়ানায় একদিনে করোনা আক্রান্ত ১৯৮৬ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের।

Advertisement

রাত ১০.৩০: অসমে একদিনে করোন আক্রান্ত ২ হাজার ৯৮ জন।

রাত ৯.৫০: হিমাচল প্রদেশে একদিনে আক্রান্তের চেয়ে বেশি কোভিডজয়ীর সংখ্যা।

রাত ৯.৩৫: তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত ৫ হাজার ৩২৫ জন।

রাত ৯.১৫: করোনার কোপে কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যু। এইমসে মৃত্যু হল রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদির। শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাত ৮.৪৪: কাল দুর্গাপুজো নিয়ে ক্লাবগুলোর বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে এই বৈঠকে থাকার কথা শহর ও শহরতলি নামী, অনামী একাধিক পুজো কমিটির সংগঠনের সদস্যদের। এ বছর পরিস্থিতি ভিন্ন। স্বাভাবিকভাবেই কোভিড রীতি মেনেই এই বৈঠক হবে। 

রাত ৮.৪০: করোনা মহামারীর জের। পাঞ্জাবের যে সমস্ত চিকিৎসকের বয়স ৫৮ বছরের ঊর্ধ্বে অথচ ৬০ বছরের কম তাঁদের আরও তিন মাস একস্টেনশন দেওয়া হল।

রাত ৮.৩৫: গুজরাটে একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৩৭২ জন।

রাত ৮.৩২: গত ২৪ ঘণ্টায় কর্ণাটকে আক্রান্ত ৬ হাজার ৯৯৭ জন।

রাত ৮.১৭: মহামারীর জের। ১ অক্টোবর অবধি সংসদের বাদল অধিবেশন চলার কথা থাকলেও বুধবারই তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হল।

রাত ৮.০০: গত ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্ত ৩ হাজার ১৮৯ জন। মৃত্যু হয়েছে ৬১ জনের।

সন্ধে ৭.৪৫: কেন্দ্রের বড় ঘোষণা। এবার থেকে রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলের ৫০ শতাংশ ব্যবহার করতে পারবে রাজ্যগুলি। আগে ৩৫ শতাংশ ব্যবহার করতে পারত। সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সন্ধে ৭.১৫: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর কুমার জানা। তাঁর দ্রুত আরোগ্য কামনায় বুধবার তৃণমূল কর্মী সমর্থকরা  হোমযজ্ঞ ও পূজার্চনার আয়োজন করলেন।

সন্ধে ৭.০০: জম্মু ও কাশ্মীরে দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেকটাই বেশি।

 

সন্ধে ৬.৩৩: মণিপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৬ জন। মৃত্যু হয়েছে দুজনের।

সন্ধে ৬.৩০: গত ২৪ ঘণ্টায় রাজস্থানে করোনা আক্রান্ত ১৯৪৬ জন।

সন্ধে ৬.২০: গত ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত ৭ হাজার ২২৮ জন। তবে সুস্থ হয়েছে ৮ হাজার ২৯১ জন।

সন্ধে ৬.০৯: গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা আক্রান্ত ৫ হাজারেরও বেশি।

বিকেল ৫. ৪৫: যোগীরাজ্যে করোনাকে পরাস্ত করে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩ লক্ষের বেশি মানুষ।

বিকেল ৫. ৪০: করোনা আক্রান্ত মনীশ সিসোদিয়াকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যআওয়া হল দিল্লির এনএনজেপি হাসপাতালে।

বিকেল ৫. ২০: অন্ধপ্রদেশে নতুন করে আক্রান্ত ৭, ২২৮ জন।

বিকেল ৫.০০: উত্তরপ্রদেশে নতুন করে আক্রান্ত ৫, ২৩৪ জন।

বিকেল ৪. ২০: ভারতে হুহু করে বেড়ে চলছে সংক্রমণ। সেই কারণে ভারতের বিমান প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। ওদেশের বিমানও আপাতত আসবে না এদশে।  

বেলা ৩. ১১: পুদুচেরিতে নতুন করে করোনা আক্রান্ত ৫৪৩ জন।

বেলা ২. ৫২: করোনা আক্রান্ত কেরলের কৃষিমন্ত্রী ভি.এস সুনীল কুমার।

 

বেলা ২. ১০: বিদ্যুৎ বিভ্রাটের জের। অক্সিজেন বন্ধ হয়ে যাওয়ায় তিরুপুরের হাসপাতালে মৃত্যু হল দুই করোনা রোগীর। 

বেলা ১. ২৫: ৫ লক্ষ ‘র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট’ কিনতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

বেলা ১২. ৪০: করোনা আবহে ২৩ তারিখ থেকে পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্ট।

বেলা ১২.০০: ফেস শিল্ডে করোনার কোনও সুরক্ষা মেলে না বলেই দাবি জাপানের সুপার কম্পিউটার ফুগাকুর৷

সকাল ১১. ৪০: করোনা পরিস্থিতি নিয়ে আজ ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। 

সকাল ১১. ০০: করোনা আক্রান্ত গোবরডাঙা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান সুভাষ দত্ত। মঙ্গলবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। 

সকাল ১০. ৪০: গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা হয়েছে ৬,৬২,৭৯,৪৬২ জনের।

 

সকাল ৯. ৫৫: টানা বৃষ্টিতে জলের নিচে মুম্বাইয়ের একটি কোভিড হাসপাতাল।

 

সকাল ৯. ২০: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত ৮৩, ৩৪৭ জন। 

সকাল ৯.০০: করোনা সচেতনতায় অভিযান শুরু হল মহারাষ্ট্রের যোধপুরে।

সকাল ৮. ২২: করোনা সংক্রমণের জের, আজই শেষ হতে পারে সংসদের বাদল অধিবেশন

সকাল ৮. ২০: মিজোরামে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১, ৭১৩। 

 

সকাল ৮. ০০: দৈনিক নমুনা পরীক্ষা আরও বাড়ছে দেশে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ