Advertisement
Advertisement
করোনা পরিস্থিতি

বেসরকারি সংস্থায় কতজন কর্মী আসবেন তা ঠিক করবে কর্তৃপক্ষ, জানালেন বাংলার মুখ্যমন্ত্রী

৮ জুন থেকে ১০০ শতাংশ কর্মীদের নিয়ে কাজ শুরু হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Corona LIVE UPDATE: 70 percent workers will be present in Govenment office
Published by: Sucheta Sengupta
  • Posted:May 29, 2020 8:58 am
  • Updated:May 29, 2020 11:06 pm

চতুর্থ পর্যায়ের লকডাউন শেষ হওয়ার সময়ের অপেক্ষামাত্র। যদিও দেশে যেভাবে সংক্রমণের হার বাড়ছে, তাতে সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার নিয়ে দ্বিতীয়বার ভাবতে পারে কেন্দ্র। এই মুহূর্তে দেশে আক্রান্তের সংখ্যা ১লক্ষ ৬৭ হাজার ৭৯৯। মৃত্যু হয়েছে ৪৭০৬ জনের। বিশ্বের করোনা পরিসংখ্যানের নিরিখে ভারত এখন নবম স্থানে। এই মুহূর্তে বাংলাতে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৮১৩। মৃত বেড়ে দাঁড়িয়েছে ২৩০এ।করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

রাত ১০.২০: সরকারি অফিসে ১০০ শতাংশ নয়, ৭০ শতাংশ কর্মী আসবেন। টুইট করে জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি সংস্থার ক্ষেত্রে কতজন কর্মী আসবেন তা  ম্যানেজমেন্ট ঠিক করবে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায় কর্মীদের সুরক্ষাই আসল লক্ষ্য। প্রসঙ্গত, এদিন বিকেলেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ৮ জুন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস চালু হবে।

Advertisement

রাত ৯.২৫: ১ জুন থেকে খুলছে বেলুড় মঠ। শুক্রবার সন্ধেয় মঠের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। কবে খুলবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১ জুন থকে ধর্মীয় স্থানগুলি খুলে দেওয়া হবে। একই পথে হাঁটছে দক্ষিনেশ্বর মন্দির কর্তৃপক্ষও। তাঁরাও এখনই মন্দির খুলছেন না। সূত্রের খবর, ১৬ জুন খুলবে মন্দির।

রাত ৯.১৭: আজ সন্ধ্যায় পুলিশ কলকাতা পুলিশের  কর্মীরা সল্টলেকের অফিসে বিক্ষোভ দেখায় এবং ভাঙচুর চালায়। সকালে একজন করোনা পজেটিভ ধরা পড়ে।তারপর এই বিক্ষোভ। সংশ্লিষ্ট ডিসি ঘটনাস্থলে গেলে তাঁকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ।

রাত ৮.১৫: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১১৬ জনের মৃত্যু হল। আক্রান্ত হলেন নতুন করে ২৬৮২ জন। ফলে এ রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২ হাজার।

রাত ৭.৫৫: দিল্লিতে বেশ কয়েকটি হোটেলকে কোভিড-১৯ হাসপাতালের সঙ্গে যোগ করা হল। 

সন্ধে ৬.৫৫: গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ২৭৭ জন। ফলে রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৮১৩। প্রাণ হারিয়েছেন আরও সাতজন। ফলে বাংলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩০ জন। এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন।

সন্ধে ৬.৪৫: বাঁকুড়ার কোতুলপুর এলাকার দুজন বাসিন্দা করোনা আক্রান্ত। দুজনেই পরিযায়ী শ্রমিক। তাঁরা মহারাষ্ট্র থেকে সম্প্ৰতি বাড়ি ফিরেছেন। এদিন দুজনকে ওন্দার করোনা হাসপাতালে পাঠানো হয়েছে.

সন্ধে ৬.৩০: বাইরে বেরোনোর সময় মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করতে হবে। যাঁরা বাইরে বেরোনোর সময় মাস্ক না পরে বেরোবেন ধরা পড়লে ১০০ টাকা স্পট ফাইন করা হবে। এমন সিদ্ধান্ত নিল খড়গপুর পুরসভা। এই কাজটি করবে পুলিশ। তবে সিদ্ধান্ত লাগু করার আগে এই বিষয়ে গোটা শহর জুড়ে পুরসভার পক্ষ থেকে মাইক প্রচার করা হবে। 

বিকেল ৫.৫৫: জলপাইগুড়িতে নতুন করে করোনা আক্রান্ত আরও তিনজন। এঁদের মধ্যে দু’জন নার্স, একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান। তিন জনই ডুয়ার্সের নাগরাকাটার শুল্কাপাড়া হাসপাতালে কর্তব্যরত। সেখান থেকে তাঁদের জলপাইগুড়ি কোভিড হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এই নিয়ে জলপাইগুড়িতে করোনা আক্রান্তের সংখ্যা ৯।

বিকেল ৫.১০: ভিন রাজ্য থেকে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ফেরা কয়েকজন পরিযায়ী শ্রমিক কোয়ারেন্টাইন সেন্টারে না রেখে বাড়ি পাঠিয়ে দেওয়ার অভিযোগ।  তাঁদের ফের কোয়ারেন্টাইন সেন্টারে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ ডেবরার ইসলামপুর গ্রামে।

বিকেল ৫.০২: করোনা ভাইরাসের কামড় থেকে সুস্থ হওয়ার হার বাড়ছে। এই মুহূর্তে দেশের প্রায় ৪৩ শতাংশ মানুষই করোনামুক্ত। পরিসংখ্যান দিল কেন্দ্র। 

বিকেল ৪.২২: রাজ্যে মন্দির, মসজিদ-সহ সমস্ত ধর্মস্থানের দরজা দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে জুনের ১ তারিখ থেকে। তবে ভিড় একেবারেই নয়। ভিড় হলেই বন্ধ করে দেওয়া হবে। সুখবর দিয়েও হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। জুনের ৮ তারিখ থেকে খুলছে অফিসও।

বিকেল ৪.১৯: শ্রমিক স্পেশ্য়াল ট্রেন নিয়ে ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। তাঁর প্রশ্ন, ”কেন গাদাগাদি করে লোক আনছেন? করোনা এক্সপ্রেস চালাচ্ছেন, আমার শ্রমিক ভাই-বোনেদের স্বাস্থ্য নিয়ে কোনও সচেতনতা নেই?”

বিকেল ৪.১৭:  ‘ভাইরাস কোনও জাত, ধর্ম, বর্ণ মানে না। ভাইরাস ইজ ভাইরাস।’ নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রীর। 

বিকেল ৪.১০:  বেসরকারি বাস পরিষেবা নিয়ে নির্দিষ্ট নিয়ম বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। বাসে যে কটা আসন, সেই কজন যাত্রী নিয়েই চলতে হবে। কেউ দাঁড়িয়ে যাতায়াত করবেন না বেসরকারি বাসে। চালক, কনডাক্টরদের মাস্ক, গ্লাভস ব্য়বহার করতে হবে, নির্দেশ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। লোকাল ট্রেনের আসনে ৩ জনের বেশি যাত্রী না বসার পরামর্শ।  

দুপুর ৩.৫০: আরও বড় অপারেশনে ‘বন্দে ভারত মিশন’। জুনের প্রথম সপ্তাহে জার্মানি, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে পাঠানো হবে বিমান। জানিয়েছেন অসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী। 

দুপুর ৩.৩০: পরিযায়ী শ্রমিক নিয়ে ফের রাজ্যের মুখ্যমন্ত্রীকে তোপ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি বলেন, “এ রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে না। ঠিকমতো কোয়ারেন্টাইন হচ্ছে না। আর কোয়ারেন্টাইন সেন্টারের অবস্থাও খারাপ। নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে সেখানে।” এছাড়া ট্রেন নিয়েও রাজ্য সরকার রাজনীতি করছে বলেও অভিযোগ তাঁর।

দুপুর ১.৪০: লকডাউনে কর্মক্ষেত্রের পরিস্থিতি নিয়ে শ্রমমন্ত্রকের সঙ্গে আলোচনায় অর্থমন্ত্রক। এই সময়ের মধ্যে চাকরি ছাঁটাই এবং বেতন হ্রাসের যাবতীয় হিসেব শ্রমমন্ত্রকের কাছে চাইল নির্মলা সীতারমণের মন্ত্রক।

দুপুর ১.২০: বাড়ি ফিরতে চেয়ে মুম্বইয়ের লোকমান্য তিলক বাস টার্মিনাসে পরিযায়ী শ্রমিকদের ভিড়। কোলে মাস দেড়েকের সন্তান নিয়ে এক মা জানাচ্ছেন, খাবার নেই। বিহারের বাড়িতে ফেরার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।

দুপুর ১২.৩৩:  লকডাউন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতামত নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রীর বাসভবনে চলছে উভয়ের গুরুত্বপূর্ণ বৈঠক।

দুপুর ১২.০২:  করোনা যুদ্ধে নিরলস পরিশ্রম করা স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানাতে ভারতেরই পথ অনুসরণ ব্রিটেনের। প্রধানমন্ত্রী বরিস জনসনের আবেদন মেনে  বৃহস্পতিবার ব্রিটিশরা নিজেদের ব্যালকনি থেকে হাততালি দিয়ে অভিনন্দন জানালেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের। জনসন নিজেও ১০, ডাউনিং স্ট্রিটের ব্যালকনি থেকে হাততালি দেন। 

Boris-Johnson-claps

বেলা ১১.৫০: মুর্শিদাবাদে বাড়ছে করোনা সংক্রমণ। ভরতপুর ২ নম্বর ব্লকের সরমস্তপুর গ্রামের করোনা আক্রান্ত দুই পরিযায়ী শ্রমিক। মুম্বই থেকে গ্রামে ফেরার পর তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ায় তাঁদের বহরমপুরে করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যরা রয়েছেন এলাকার কোয়ারেন্টাইন সেন্টারে। 

বেলা ১১.৪৫: লকডাউন আরও অন্তত ১৫ দিন বাড়ানোর পক্ষে সওয়াল গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের। করোনা সংক্রমণের হার রুখতে তা প্রয়োজনীয় বলে মনে করছেন তিনি।

বেলা ১১.২৮: পরিযায়ী শ্রমিকদের রাস্তায় নামিয়ে দিয়ে পালাল ভিন্ন রাজ্যের এক অ্যাম্বুলেন্স। মালবাজার মহকুমার ওদলাবাড়ি বাজার এলাকার ঘটনা। বৃহস্পতিবার  রাত ১০ টা নাগাদ এই ঘটনার পর  জাতীয় সড়কে ঘোরাঘুরি করছিলেন এই শ্রমিকরা। স্থানীয় যুবকরা রাতে তাঁদের উদ্ধার করে খাওয়াদাওয়া এবং রেল স্টেশনে রাতে থাকার ব্যবস্থা করে।  

বেলা ১১.২০: রাজ্যসভায় করোনার থাবা। সচিব পর্যায়ের এক অফিসার COVID-19 আক্রান্ত। খবর পিটিআই সূত্রে। 

সকাল ১০.৩০:  অসমে করোনা সংক্রমণের হার বাড়াচ্ছে উদ্বেগ। গত চার দিনে আক্রান্তের সংখ্যাটা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ৯১০এ। পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরার পরই এতটা সংক্রমণ বলে মনে করা হচ্ছে। তাঁরা সকলেই আশ্রয় শিবিরে থাকায় একে অপরের থেকে রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা থাকছেই।

সকাল ১০.১৭:  ঝাড়খণ্ডে বিমানে উড়িয়ে আনা হচ্ছে ৬০ জন পরিযায়ী শ্রমিককে। জানালেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। 

সকাল ১০.০৩: করোনা সংক্রমণের আশঙ্কায় দিল্লি-গুরুগ্রাম সীমানা বন্ধ করে দেওয়া হয়েছিল বৃহস্পতিবার। আজ সীমানায় আটকে বহু মানুষ, গিজগিজে ভিড়। আরও বাড়ল সংক্রমণের আশঙ্কা।

সকাল ৯.৫৬: দীর্ঘদিন পর জম্মু-কাশ্মীরের রাজৌরিতে শুরু রাস্তা তৈরির কাজ। স্থানীয় বাসিন্দাদের কাজে লাগিয়ে কাজ চলছে। কাজ পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন তাঁরা।

সকাল ৯.০৮:  শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা আক্রান্ত দেশে। নতুন করে ৭৪৬৬ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার ৭৯৯। মৃত্যু হয়েছে ৪৭০৬ জনের। পরিসংখ্যান দিল স্বাস্থ্যমন্ত্রক।

সকাল ৮.৫২:   লকডাউনের মাঝে ওয়াশিংটন ডিসি থেকে ভারতে পা রাখলেন এক দম্পতি। কেন্দ্রের ‘বন্দে ভারত মিশন’-এর উদ্যোগে ফিরতে পেরে বিমানবন্দরে দাঁড়িয়েই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তাঁরা। 

সকাল ৮.৩৯:  বাংলাদেশের বিতর্কিত রক গায়ক নোবেলের বাবা করোনায় আক্রান্ত। পরিবারের অন্য়ান্য সদস্যদের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ, হবে নমুনা পরীক্ষাও।

সকাল ৮.২৫: মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের সপ্তম শ্রেণির ছাত্রের দারুণ কীর্তি। করোনা সংক্রমণ এড়িয়ে রোগীদের সাহায্যের জন্য সে তৈরি করে ফেলেছে রোবট। সংস্পর্শ ছাড়াই রোগীদের কাছে রোবট পৌঁছে দেবে ওষুধ, খাবার। 

সকাল ৮.১৬: বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিবারের চারজন করোনা আক্রান্ত। প্রতিমন্ত্রী নিজেই ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি এও জানান যে তাঁরা সকলে সাবধানে রয়েছেন।

সকাল ৮.১২: বাড়ি ফিরতে চেয়ে অমৃতসরে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ। এক শ্রমিকের অভিযোগ, স্বাস্থ্যপরীক্ষা-সহ তাঁদের ফেরানোর সবরকম পদ্ধতি শেষ হলেও ট্রেনের জন্য বৃহস্পতিবার থেকে অপেক্ষা করছেন।

সকাল ৭.৪৬: পরিযায়ী শ্রমিকদের নিয়ে টুইটারে মতপ্রকাশ রাজ্যপাল জগদীপ ধনকড়ের। লিখলেন, এঁদের COVID সংক্রমণকারী হিসেবে দেগে দেওয়া অন্যায়। তাঁদের আপন করে নিতে হবে।

সকাল ৭.২২: ফের করোনা নিয়ে চিনকে তোপ মার্কিন প্রেসিডেন্টের। ভাইরাসটি চিনের তরফে ‘অত্যন্ত কদর্য উপহার’ বলে কড়া ভাষায় সমালোচনা ট্রাম্পের।

সকাল ৭: করোনা যোদ্ধাদের অভিনন্দন জানাতে ওড়িশায় নবীন পট্টনায়েক সরকারের তৈরি নতুন গান ‘বন্দে উৎকল জননী’। ৩০ তারিখ গানে অংশগ্রহণ করতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে আহ্বান নবীন পট্টনায়েকের।

[আরও পড়ুন: আশঙ্কাই সত্যি! ঘরোয়া উড়ান চালুর চার দিনের মধ্যে আক্রান্ত ২৩ বিমান যাত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ