সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামদেব বাবার মতো যোগগুরুদের পাশাপাশি গোমূত্র পানের নানা উপকারিতার কথা গেরুয়া নেতাদের মুখে মাঝেমাঝে শোনা যায়। এবার সেই পথে হাঁটলেন খোদ মাদ্রাজ আইআইটি-র ডিরেক্টর অধ্যাপক ভি কামাকোটি। ভরা সভায় তিনি বললেন, গোমূত্র ‘অ্যান্টি ব্যাকটেরিয়াল’ (ব্যাকটেরিয়া বিরোধী) এবং অ্যান্টি ফাঙ্গাল (ফাঙ্গাল বিরোধী)। আইবিএস-সহ একাধিক রোগ সারে গোমূত্র পান করলে। সমাজমাধ্যমে এই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক।
অধ্যাপক কামাকোটিকে সোমবার এনডিটিভির তরফে প্রশ্ন করা হয়েছিল, বিজ্ঞান জগতের ব্যক্তিত্ব হয়েও কুসংস্কার ছড়ানো কি উচিত কাজ হচ্ছে? উত্তরে আইআইটির ডিরেক্টর দাবি করেন, “গোমূত্রের ‘অ্যান্টি ব্যাকটেরিয়াল’ (ব্যাকটেরিয়া বিরোধী) এবং অ্যান্টি ফাঙ্গাল (ফাঙ্গাল বিরোধী) গুণ বিজ্ঞানভিত্তিক ভাবে প্রমাণিত হয়েছে। আমেরিকার নামী জার্নালে সেই তথ্য প্রকাশিত হয়েছে।”
மூளை வலிமை அதிகம் கொண்ட கும்பல் ஆட்சியில் ஐஐடி இயக்குநர் லட்சணத்தை பாருங்கள்.. கோமியம் காய்ச்சல் மருந்தாம்😅 pic.twitter.com/3StltuzStU
— Subathra Devi (@SubathraDevi_) January 18, 2025
আইআইটি মাদ্রাজের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়েবসাইট অনুযায়ী কামাকোটি কম্পিউটেশনাল জিওমেট্রির অধ্যাপক। তিনি কটাক্ষ করে বলেন, “আগে থেকে ধরে নেওয়া হয় যে গোমূত্রের উপকারিতার কোনও বিজ্ঞান ভিত্তিক প্রমাণ নেই।” ২০২১ সালের জুন মাসের নেচার পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধের কথা উল্লেখ করেন আইআইটির ডিরেক্টর। যেখানে গোমূত্র নিয়ে গবেষণার একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। গোমূত্রে বিশেষ ধরনের ব্যাকটেরিয়ার কথা বলা হলেও গবেষণাটি যে অসম্পূর্ণ সেকথাও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে পশুবিদ্যায় দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান বেরিলির ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে একেবারে অন্য কথা। তাদের পরীক্ষায় গোমূত্রে ১৪ রকমের ক্ষতিকর ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গিয়েছে, যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তাজা গোমূত্রে এসচেরিচিয়া কোলি-সহ ১৪টি ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকায় সরাসরি তা পান করলে পেটে সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.