Advertisement
Advertisement

Breaking News

CPIM

প্রাপ্তি ০.০১ শতাংশ, দিল্লিতে বামেদের সঙ্গে লড়াইয়ে জিতল নোটা

দিল্লিতে বামেরা ভোট পেয়েছে ২,১৫৮টি।

CPIM get 0.01 percent vote in Delhi Election, lower then NOTA
Published by: Amit Kumar Das
  • Posted:February 9, 2025 4:11 pm
  • Updated:February 9, 2025 4:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু খারাপ নয়, অবস্থা একেবারে শোচনীয়। শনিবার দিল্লির বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, হার তো বটেই নোটার চেয়েও কম ভোট পেয়েছে সিপিএম। বামেদের ভোট শতাংশ ০.০১। যেখানে নোটার প্রাপ্তি ০.৫৭ শতাংশ। শুধু বাম নয়, নোটার চেয়েও কম ভোট পেয়েছে সর্বভারতীয় দল জেডিইউ। নোটার সঙ্গে লড়াইয়ে সামান্য এগিয়ে আর এক সর্বভারতীয় দল বিএসপি। তাদের প্রাপ্তি ০.৫৮ শতাংশ।

দিল্লি বিধানসভা নির্বাচনে এবার ৬টি আসনে প্রার্থী দিয়েছিল বামেরা। সিপিএম, সিপিআই ও সিপিআই(এমএল) লড়েছিল ২টি করে আসনে। তবে ঢাকঢোল পিটিয়ে ভোটের লড়াইয়ে নামলেও আসনগুলিতে ১০০ থেকে সর্বাধিক ৫০০ ভোট পেয়েছেন প্রার্থীরা। হিসেব বলছে, মিলিতভাবে বামেদের ভোট প্রাপ্তি ২,১৫৮টি। সেখানে নোটা ভোট পেয়েছে ৫,৬২৭টি ভোট। অর্থাৎ এই আসনগুলিতে বামেদের চেয়ে নোটাকে ভোট দেওয়াই শ্রেয় বলে মনে করেছেন ভোটাররা। শতাংশের হিসেবে জাতীয় দল সিপিএম পেয়েছে ০.০১ শতাংশ ভোট, সিপিআই(এমএল) পেয়েছে ০.০১ শতাংশ এবং সিপিআই পেয়েছে ০.০২ শতাংশ ভোট।

Advertisement

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কারাবাল নগরে সিপিএম প্রার্থী অশোক আগরওয়াল পেয়েছেন ৪৫৭টি ভোট। সেখানে ভোটা পেয়েছে ৭০৯টি ভোট। বদরপুরে সিপিএম প্রার্থী জগদীশ চন্দের প্রাপ্ত ভোট ৩৬৭। এখানে নোটা পেয়েছে ৯১৫টি ভোট। বিকাশপুরিতে সিপিআই প্রার্থীর ভোট সংখ্যা ৫৮০, নোটা ১,১২৭টি ভোট পেয়েছে। পালমে সিপিআই পেয়েছে ৩২৬টি ভোট, নোটা পেয়েছে ১,১১৯টি। নরেলাতে সিপিআই(এমএল) পেয়েছে ৩২৮টি ভোট, যেখানে নোটা পেয়েছে ৯৮১টি। কোন্ডলিতে সিপিআই(এমএল) পেয়েছে মাত্র ১০০ ভোট যেখানে নোটা পেয়েছে ৭৭৬টি ভোট। বামেদের পাশাপাশি নোটার চেয়েও কম ভোট পেয়েছে আরও দুই সর্বভারতীয় দল নীতীশ কুমারের জেডিইউ। এদের ভোট শতাংশ ০.০১। সর্বভারতীয় দল মায়াবতীর বিএসপি ০.৫৮ শতাংশ ভোট। চিরাগ পাসওয়ানের এলজেপি পেয়েছে ০.৫৩ শতাংশ ভোট।

উল্লেখ্য, শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে যেখানে দেখা গিয়েছে গেরুয়া ঝড়। দুইবারের আপ সাম্রাজ্যকে তছনছ করে ৭০ আসনের দিল্লিতে এবার ৮৪ আসনে জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে আপ পেয়েছে মাত্র ২২টি আসন। লজ্জার হার দেখতে হয়েছে অরবিন্দ কেজরিওয়াল, মনীশ সিসোদিয়ার মতো ভিভিআইপি প্রার্থীকে। তবে এই দুর্দশার মাঝেও নিজের আসনরক্ষা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement