Advertisement
Advertisement

Breaking News

DA case

সুপ্রিম কোর্টে ফের পিছোল ডিএ মামলা, পরপর ১৮ বার

পরবর্তী শুনানি সম্ভবত শুক্রবার।

DA case in supreme court again post ponded

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:May 14, 2025 3:34 pm
  • Updated:May 14, 2025 4:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বা ডিএ মামলা। এনিয়ে সুপ্রিম কোর্টে ১৮ বার পিছিয়ে গেল ডিএ মামলা। পরবর্তী শুনানি সম্ভবত শুক্রবার।

উল্লেখ্য, কেন্দ্রীয় হারে বর্ধিত ডিএ -র (DA) সমতুল হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলন চলছে। তা এবার শীর্ষ আদালতের বিচারাধীন। তবে বারবারই সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাচ্ছে। আর তার জেরে দিশাহীন হয়ে বারবারই হতাশ হতে হচ্ছে আবেদনকারীদের। এদিন ফের হতাশ হলেন তাঁরা।  এদিনও তালিকার একেবারে নিচের দিকে ছিল মামলাটি। ফলে এদিনও শুনানি হল না। শেষবার গত বছর ১ ডিসেম্বর মামলার শুনানি হয়েছিল। তারপর থেকে বারবার মামলার শুনানি পিছিয়ে গিয়েছে।

গত জুলাই মাসে ডিএ নিয়ে  কলকাতার হাই কোর্টের (Calcutta HC) রায়ের বিরুদ্ধে রাজ্যের করা মামলা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে সুপ্রিম কোর্টে। সেই নভেম্বরে স্পেশাল লিভ পিটিশন (SLP) দায়ের হলেও মামলার চূড়ান্ত শুনানি এ পর্যন্ত হয়নি। প্রথম শুনানিতেই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ফলে মামলায় নতুন বেঞ্চ গঠন করতে হয়। এরপর একাধিকবার মামলার বেঞ্চ বদল হয়। বুধবারও মামলার নতুন করে শুনানি হওয়ার কথা ছিল। সেটাও হল না। ফলে হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement