সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ৯০-তে পা দিলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা তেনজিং গ্যাতসো। বৌদ্ধ ধর্মগুরুর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘১৪০ কোটি ভারতবাসীর সঙ্গে আমিও দলাই লামার ৯০তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তিনি প্রেম, করুণা, ধৈর্য এবং নৈতিক শৃঙ্খলার এক স্থায়ী প্রতীক। তাঁর বার্তা সকল ধর্মের মানুষেকে অনুপ্রাণিত করে তুলেছে। আমরা তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।’ জন্মদিনে লামাকে শুভেচ্ছে জানিয়েছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘পবিত্র দলাই লামার ৯০তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাই। তাঁর ঐক্য, শান্তি এবং করুণার বার্তা দিয়ে গোটা বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে।’
জন্মদিনে বিশেষবার্তায় লামা বলেন, “আমি খুবই সাধারণ এক বৌদ্ধ সন্ন্যাসী। আগামীদিনেও আমি মূল্যবোধ এবং ধর্মীয় সম্প্রীতির প্রচারে মনোনিবেশ করে যাব। প্রাচীন ভারতীয় জ্ঞান এবং তিব্বতি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখ্য, দলাই লামার উত্তরসূরি বাছা নিয়ে বিতর্ক চলছে। প্রয়াণের পরে তাঁর উত্তরসূরি কে হবেন তা নিয়ে বুধবারই মুখ খুলেছিলেন তিব্বতি ধর্মগুরু। বিতর্কের সূত্রপাত তখন থেকেই। তাঁকে হুঁশিয়ারি দিয়ে চিন জানিয়েছিল পঞ্চদশ দলাই লামার মনোনয়নের জন্য তাদের অনুমোদন লাগবে। পালটা দলাই লামা জানিয়েছিলেন, তাঁর উত্তরসূরি কে হবে সেটা নির্ধারিত করবে ট্রাস্ট। চিনের দাবির জবাবে তাঁকে বলতে শোনা যায়, ”পরবর্তী দলাই লামার মনোনয়নের দায়িত্ব গাহদেন ফোড্রাং ট্রাস্টের হাতে। এই প্রক্রিয়ায় বাইরের কাউকেই হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।” বৃহস্পতিবার সেই কথারই অনুরণন দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর মন্তব্যে। তাঁকে বলতে শোনা যায়, “যাঁরা দলাই লামার অনুসারী তাঁরা সকলেই জানেন, নির্ধারিত সংগঠনই তাঁর উত্তরসূরি বাছবেন। তিনি এবং সেই ট্রাস্ট ছাড়া অন্য আর কারও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই।”
এর পালটা চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং সাংবাদিক সম্মেলনে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তাঁর কথায়, ”শব্দ ব্যবহার ও প্রতিটি পদক্ষেপের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত ভারতের। চিনের অভ্যন্তরণী বিষয়ে নাক গলালে তার প্রভাব ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কেও পড়বে।” প্রত্যুত্তরে কিরেন রিজিজু বলেন, “দলাই লামা ইস্যুতে কোনও সংশয়ের জায়গাই নেই। সারা পৃথিবীর মানুষ যাঁরা বৌদ্ধ ধর্মে বিশ্বাস করেন এবং দলাই লামাকে অনুসরণ করেন তাঁরাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমার কিংবা সরকারের এই নিয়ে কিছু বলার কোনও দরকারই নেই। কে হবনে পরবর্তী দলাই লামা তা উনি নিজেই বাছবেন।” এরই পাশাপাশি চিনের মন্তব্য নিয়ে রিজিজুর প্রতিক্রিয়া, “আমি চিনের মন্তব্যে কোনও প্রতিক্রিয়া জানাতে চাই না। আমি যা বলছি তা ভক্ত হিসেবে। আমার দলাই লামার প্রতি বিশ্বাস রয়েছে। যাঁরা ওঁকে অনুসরণ করেন তাঁরা চান উনিই নিজের উত্তরসূরি বেছে নিন।” এই ডামাডোলের মাঝেই শনিবার লামা জানান, ঈশ্বরের কৃপায় তিনি আরও ৪০ বছর বাঁচবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.