সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখন জনপ্রিয় হয়ে ওঠা বাঁয়ে হাত কা খেল৷ আর তাই গোবিন্দার স্টাইলে নেচে রাতারাতি নেটদুনিয়ায় বিখ্যাত হয়ে গিয়েছিলেন ৪৬ বছরের সঞ্জীব শ্রীবাস্তব৷ গোটা দেশ এখন যাঁকে ‘ডান্সিং আঙ্কল’ হিসেবেই চেনেন৷ ভারচুয়াল জগতে তাঁর নাচের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে৷ আর সেই সুবাদেই নতুন পরিচয় পেলেন ‘আঙ্কল’৷ মধ্যপ্রদেশের বিদিশা পুরসভার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁকে৷
[পাক সেনার গুলিতে সীমান্তে শহিদ দুই জওয়ান, গুরুতর জখম তিন নাগরিক]
এই বয়সে ভোপালের বাসিন্দা সঞ্জীব শ্রীবাস্তব যা করেছেন তা দেখে কার্যত অবাক গোটা দেশ৷ ভিডিওর প্রভাব এতটাই পড়েছে যে খোদ টুইট করে ভিডিওর প্রশংসা করেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ পেশায় শিক্ষক সঞ্জীব শ্রীবাস্তব কিশোর বয়স থেকেই বলিউড সুপারস্টার গোবিন্দার ভক্ত৷ গোবিন্দার গান, তাঁর নাচ, নাচের স্টাইল সবেতেই মাতোয়ারা তিনি৷ গোবিন্দা-রবিনা টান্ডন জুটির কোনও সিনেমাই এখনও পর্যন্ত বাদ পড়েনি তাঁর৷ এহেন সঞ্জীববাবু সম্প্রতি যান একটি অনুষ্ঠান৷ সেখানে গিয়ে গোবিন্দার বিখ্যাত গান ‘আপকে আ জানে সে’-তে নাচতে থাকেন তিনি৷ তবে তিনি একাই নন, তাতে অংশ নেন শ্রীমতি শ্রীবাস্তবও৷ হুবহু, গোবিন্দার মতো নাচলেন এই স্কুল শিক্ষক, সঙ্গে বাদ পড়ল না রবিনা টান্ডনের ডান্স স্টেপসও৷ সেটাও নিজেই করলেন৷ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীকে হাততালি দিয়ে উৎসাহ দিলেন স্ত্রী৷ যে ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়৷ আর তারপরই শোনা গেল, তাঁকে মধ্যপ্রদেশের বিদিশা পুরসভার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ করা হয়েছে৷
हमारे विदिशा के भोपाल में कार्यरत प्रोफ़ेसर श्री संजीव श्रीवास्तव जी की ज़िंदादिली ने पूरे भारत में इंटरनेट पर तहलका मचा दिया है। मानो या ना मानो मध्यप्रदेश के पानी में कुछ तो ख़ास बात है… pic.twitter.com/8qM15uZVXF
— ShivrajSingh Chouhan (@ChouhanShivraj) June 1, 2018
এমন ঘটনায় অবাক ও একইসঙ্গে আপ্লুত সঞ্জীববাবু৷ বলেন, “অবাস্তব মনে হচ্ছে৷ ভাবতেই পারছি না আমার নাচের ভিডিওটা এভাবে ভাইরাল হয়ে গিয়েছে৷ এত ভালবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ৷” সেই ১৯৮২ সাল থেকে গোবিন্দার গানে নাচছি৷ আশা করি এবার আরও অনেক সুযোগ পাব৷” তবে শুধুই বিয়ের অনুষ্ঠানের ওই ভিডিওটি নয়, স্কুল শিক্ষকের আরও দুটি পুরনো ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে৷