সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির দরবারে কি ফিরতে চলেছে বিজেপি? প্রাথমিক ট্রেন্ড সেদিকেই ইঙ্গিত করতে শুরু করেছিল। দেখা যায় আপের থেকে অনেকটা এগিয়ে রয়েছে পদ্ম শিবির। বেলা গড়ালেও ক্রমেই পরিষ্কার হয় এই ট্রেন্ডই বজায় থাকবে। ২৭ বছর পরে বিজেপির দিল্লির তখতে প্রত্যাবর্তন নিশ্চিত। আর সেই প্রত্যাবর্তনে অন্যতম ‘ফ্যাক্টর’ হয়ে উঠছে কংগ্রেস! হরিয়ানায় কংগ্রেসের ভোট কেটেছিল আপ। এবার দিল্লিতে একই ‘খেল’ দেখাল হাত শিবির। ভোটকাটুয়া কংগ্রেসই হয়ে উঠল আপের বিপর্যয়ের অন্যতম কারণ। তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। অবশ্য কেবল কংগ্রেস নয়। এআইএমআইএমও কোনও কোনও কেন্দ্রে আপের ভোটকাটুয়া হিসেবে দেখা দিচ্ছে।
যদিও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, কংগ্রেস হয়তো জোট বাঁধবে আপের সঙ্গে। কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের দাবি ছিল, কংগ্রেসকে ১৫টি আসন দেবে আপ। সেই সঙ্গেই অন্য দলগুলিকে দেবে আরও ১ থেকে ২টি আসন। বাকিগুলিতে লড়বে ঝাড়ু শিবির। কিন্তু খোদ কেজরিই এর পর এক্স হ্যান্ডলে লেখেন, ‘আম আদমি পার্টি দিল্লির এই নির্বাচনে নিজের শক্তি অনুযায়ী একলাই লড়বে। কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার কোনও সম্ভাবনাই নেই।’ শেষপর্যন্ত তাই হয়। আপ একা লড়ার সিদ্ধান্ত নেয়। একই সম্ভাবনা তৈরি হয়েছিল হরিয়ানাতেও। সেখানেও ঝাড়ু শিবির ও হাত শিবিরের জোট বাঁধার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তারা আলাদা আলাদা করেই লড়ে ভোটে। আর সেক্ষেত্রে বহু কেন্দ্রে কংগ্রেসের ভোট কেটে নেয় আপ।
দেখা যায়, কেজরিওয়াল যে ১১টি কেন্দ্রে প্রচারে গিয়েছিলেন সেখানেও আপ শূন্য হাতে ফিরেছে বটে। কিন্তু ভোট পেয়েছে প্রচুর। শেষপর্যন্ত ফলাফলে দেখা গিয়েছিল বিজেপি ৪৮। কংগ্রেস ৩৭। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হলেও কয়েকটি কেন্দ্রের ফলাফল বিরাট পার্থক্য গড়ে দিয়েছিল। দিল্লিতে এবার হাত শিবির সেভাবেই ‘বদলা’ নিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপি এগিয়ে/জয়ী ৪৮ আসনে। আপ সেখানে সব মিলিয়ে ২২! কংগ্রেসের বড়জোর একটি আসনে জেতার ইঙ্গিত করেছিল এক্সিট পোল। কিন্তু তা না ঘটলেও বিজেপির এই বিপুল জয়ের নেপথ্যে আপের ‘কাঁটা’ হয়ে থেকে যাবে কংগ্রেসই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.