Advertisement
Advertisement
Delhi

দিল্লির মুখ্যমন্ত্রী কে? বুধে সরবে কুর্সির পর্দা, প্রকাশ্যে শপথের দিনক্ষণ!

দিল্লিতে থাকবে না কোনও উপমুখ্যমন্ত্রী পদ।

Delhi's New BJP CM likely to be announced 19 february

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:February 17, 2025 10:04 am
  • Updated:February 17, 2025 11:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৮ আসনের বিরাট জয়ের পর দেশের রাজধানী বাতাসে এখনও উড়ছে গেরুয়া আবির। তবে দিল্লি বিধানসভার ফলপ্রকাশের পর দুই সপ্তাহ কেটে গেলেও এখনও অধরা মুখ্যমন্ত্রী মুখ। অবশেষে সে জল্পনায় দাড়ি পড়তে চলেছে। বিজেপির তরফে জানা যাচ্ছে, ১৯ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার প্রকাশ্যে আনা হবে মুখ্যমন্ত্রী মুখ। এরপর ২০ ফেব্রুয়ারির শপথগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে জানা যাচ্ছে বিজেপি সূত্রে।

৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে এবার ৪৮ আসনে বিরাট জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে মাত্র ২২ আসন পেয়ে ক্ষমতাচ্যুত হয়েছে ২ বারের আপ সরকার। হেরেছেন খোদ অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ারা। তবে বিজেপি দিল্লির দখল নিলেও মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনার শেষ নেই। এই তালিকায় সবার প্রথমে রয়েছেন কেজরিকে হারানো নয়াদিল্লি আসনের জয়ী বিধায়ক প্রবেশ ভর্মা। পাশাপাশি সতীশ উপাধ্যায়, বীরেন্দ্র সচদেবও রয়েছেন তালিকায়। বিজেপি সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মুখ কে হবেন বুধবার বিধায়ক দলের বৈঠকের পর দিল্লির কুর্সির কালো পর্দা উন্মোচন করা হবে।

Advertisement

দিল্লির মুখ্যমন্ত্রী কে হবে তা ঠিক করতে গত কয়েকদিন ধরে উঠেপড়ে লেগেছিল বিজেপি। অবশেষে ১৫টি নাম বাছা হয়েছে বলেই খবর। এরমধ্যে মুখ্যমন্ত্রী, পারিষদীয় দলনেতা ও বিধানসভার স্পিকারের মতো পদের জন্য রয়েছে ৯টি নাম।  সব ঠিক থাকলে বুধবারের বৈঠকের পর সেই নাম প্রকাশ করা হবে। রাজৌরি গার্ডেনের বিধায়ক মনজিন্দর সিং সিরসা এদিন সংবাদমাধ্যমকে বলেন, আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারির মধ্যে দিল্লিতে সরকার গঠনের সমস্ত প্রক্রিয়া সমপন্ন হয়ে যাবে। বিজেপি সূত্রের খবর, বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মতো দিল্লিতে থাকবে না কোনও উপমুখ্যমন্ত্রী পদ।

৭০ বিধানসভা আসনের ৪৮টিতে পদ্ম ফোটার পরই সরকার গঠন নিয়ে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বুধবার দিল্লি বিজেপির সদর দপ্তরে বৈঠক রয়েছে বিজেপির শীর্ষ নেতাদের। সেই বৈঠকের পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে গেরুয়া শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement