সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার মুম্বইয়ের আজাদ ময়দানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়ণবিস। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন এনসিপির অজিত পওয়ার এবং শিব সেনার একনাথ শিণ্ডে। মহারাষ্ট্রে এই সরকার গঠন নিয়ে কম টানাপড়েন চলেনি এতদিন ধরে। শোনা যাচ্ছিল মসনদ ছাড়তে খুব একটা রাজি ছিলেন না শিণ্ডে। কীভাবে শেষপর্যন্ত সম্মত হন তিনি? ফাঁস করলেন ফড়ণবিস।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিজেপি নেতা বলেছেন, নির্বাচনে জেতার পর মহাজুটির প্রথম বৈঠকেই শিণ্ডে মেনে নেন বিজেপি থেকেই মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাবটি। কিন্তু শিব সেনার একাংশ দাবি করতে থাকেন, তাঁদের দল থেকেই মুখ্যমন্ত্রী হোন কেউ। ফড়ণবিসের কথায়, ”ওঁরা চাইছিলেন ওঁদের দল থেকেই যেন মুখ্যমন্ত্রী পদে বসানো হয়। কিন্তু আমাদের মনে এই নিয়ে কোনও সংশয় ছিল না। শিণ্ডের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো। আমি ওঁর সঙ্গে দেখা করার পরই উনি উপমুখ্যমন্ত্রী হতে রাজি হয়ে গিয়েছিলেন।” এমনকী তাঁর আরও দাবি, শিব সেনার অনেক নেতাই চেয়েছিলেন স্বরাষ্ট্র দপ্তর হাতে পেতে। কিন্তু শিণ্ডে নিজে এমন কোনও দাবি করেননি।
উল্লেখ্য, ‘মহাজুটি’র তরফে জানানো হয়েছে, মন্ত্রিসভার সম্প্রসারণ চলতি মাসেই হতে পারে। শিণ্ডেসেনার একটি সূত্র জানাচ্ছে, উপমুখ্যমন্ত্রিত্ব গ্রহণে রাজি হলেও স্বরাষ্ট্র দপ্তর ও নগর উন্নয়ন দপ্তরের বিষয়ে এখনও অনড় শিণ্ডে। তাঁর যুক্তি, অতীতে গোপীনাথ মুন্ডে, আরআর পাটিল, জয়ন্ত পাটিল, ছগন ভুজবল, অনিল দেশমুখরা মুখ্যমন্ত্রী না হয়েও স্বরাষ্ট্র দপ্তর সামলেছেন। এমনকী, বিদায়ী সরকারেও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্রের হাতে ছিল স্বরাষ্ট্র দপ্তরের ভার। তবে বিজেপি স্বরাষ্ট্র দপ্তর ছাড়তে নারাজ। কিন্তু এদিন ফড়ণবিস দাবি করলেন, শিণ্ডে মোটেই এমন কোনও দাবি করেননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.