সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী উত্তাপে ফুটছে দিল্লি। রাত পোহালেই ৭০ বিধানসভা আসনে শুরু হবে ভোটগ্রহণ। তার আগেই অতিশীর উপস্থিতিতে পুলিশ নিগ্রহ ও নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে জোড়া মামলা দায়ের হল দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। দিল্লির গোবিন্দপুরী থানায় দায়ের হয়েছে মামলা।
পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ ১০টি গাড়ি ও ৬০-৭০ জন সমর্থককে নিয়ে দিল্লির ফতেহ সিং মার্গের কাছে ঘোরাঘুরি করছিলেন মুখ্যমন্ত্রী অতিশী। পুলিশ তাঁদের সেখান থেকে চলে যেতে বললে তাঁরা কথা শোনেননি। এই অবস্থায় ঘটনার ভিডিও করতে মোবাইল বের করেন এক পুলিশকর্মী। তখনই দুই আপ সমর্থক পুলিশের উপর চড়াও হন। অতিশীর সামনেই এক পুলিশ কনস্টেবলকে সপাটে চড় কষান এক আপ সমর্থক। রীতিমতো হেনস্থা করা হয় সেখানে উপস্থিত পুলিশকর্মীদের।
এই ঘটনায় অভিযুক্ত দুই আপ সমর্থক অস্মিত এবং সাগর মেহতাকেও চিহ্নিত করে আটক করেছে পুলিশ। এই ঘটনায় আতিশী ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে গোবিন্দপুরী থানায়। নির্বাচনী বিধিভঙ্গ-সহ দুটি মামলা দায়ের হয়েছে অতিশীর বিরুদ্ধে। যদিও এই ঘটনায় পালটা বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন অতিশী। তিনি বলেন, রমেশ বিধুরির পরিবারের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনার জন্যই তাঁকে নিশানা করেছে দিল্লি পুলিশ।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও দিল্লি পুলিশের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রকাশ্যে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন রমেশ বিধুরির পরিবার। তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হল নয়া। অথচ আমি নির্বাচন কমিশন ও পুলিশের কাছে অভিযোগ করতে উলটে আমার নামে মামলা দায়ের করা হল।’ পাশাপাশি দুই আপ সমর্থককে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ তাঁর। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, বিধুরির পুত্র মণীশের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অতিশীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে কারণ তিনি নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও প্রচার করছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.