Advertisement
Advertisement

ভূমিকম্পের গুজবে বিহারে পদপিষ্ট হয়ে জখম অন্তত ১০০

ফিরল মুম্বইয়ের এলফিনস্টোনের স্মৃতি৷

Earthquake rumour sparks stampede at Bihar Sharif station, 100 injured
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2018 4:17 pm
  • Updated:May 28, 2018 4:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের এলফিনস্টোনের স্মৃতি ফিরল বিহারের শরিফ স্টেশনে৷ গুজবের আতঙ্কে পদপিষ্ট হয়ে জখম হলেন অন্তত ১০০ জন রেল যাত্রী৷ প্রাণহানির খবর পাওয়া না গেলেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ আজ, সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বিহারের শরিফ স্টেশনে৷

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আর পাঁচটা দিনের মতোই সপ্তাহের শুরুতে ট্রেন ধরতে হাজির হন যাত্রীরা৷ স্টেশনে ভিড় বাড়তেই আচমকা ভূমিকম্পের গুজব ছড়িয়ে পড়ে৷ মুহূর্তেই হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে৷ স্টেশন ছেড়ে পালাতে গিয়ে পদপিষ্ট হয় বেশ কয়েকজন৷ ঘটনায় কমপক্ষে ১০০ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করানোর ব্যবস্থা করা হয়৷ তবে, মৃত্যুর কোনও খবর পাওয়া না গেলেও ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর৷ তবে, হঠাৎ কীভাবে ছড়াল গুজব? এদিনের এই দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ৷ স্টেশনে লাগানো সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখার কাজ চলছে বলেও জানা গিয়েছে৷

Advertisement

[সাংবাদিককে কুকুর বলে বিপাকে নেতা, বহিষ্কৃত দল থেকে]

বিহার শরিফ স্টেশনের এই দুর্ঘটনা মুম্বইয়ের এলফিনস্টোন স্টেশনের স্মৃতি ফিরিয়ে দিয়েছে৷ এলফিনস্টোন স্টেশনেও সেতু বিপর্যয়ের কারণে পদপিষ্ট হয়ে বেশ কয়েক জনের মৃত্যু হয়৷ ওই ঘটনার পিছনেও গুজবকেই দায়ী করে রেল কর্তৃপক্ষ৷ বর্তমান সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রশাসনের সব থেকে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গুজব৷ কেননা, এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই দ্রুত ছড়িয়ে পড়ছে গুজব৷ আগুপিছু না ভেবে সাধারণ মানুষও ছুটছে গুজবের পিছনে৷ সরকার, প্রশাসনের তরফে বারংবার প্রচার চালানো হলেও এড়ানো যাচ্ছে না গুজব৷ আর তার জেরেই একের পর দুর্ঘটনার খবরে বিস্মিত হচ্ছে গোটা দেশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ