সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ বছর পর দিল্লির দখল নিয়েছে বিজেপি। ভরাডুবি হয়েছে আম আদমি পার্টির। এই ঘটনা আসলে “আপের শেষের শুরু”। “দিল্লি বিধানসভা ভোটের হারের জন্য দায়ী অরবিন্দ কেজরিওয়াল”। এমনটাই দাবি করলেন প্রাক্তন আপ নেতা, আম আদমি প্রতিষ্ঠাতাদের অন্যতম পেশায় আইনজীবী প্রশান্ত ভূষণ। এক্স হ্যান্ডেলে তিনি একহাত নিয়েছেন কেজরিকে।
Kejriwal is largely responsible for AAP’s Delhi debacle. A party formed for alternative politics which was supposed to be transparent, accountable & democratic was quickly transformed by Arvind into a supremo dominated, non transparent & corrupt party which didn’t pursue a Lokpal…
— Prashant Bhushan (@pbhushan1) February 8, 2025
এক্স হ্যান্ডেলের পোস্টে প্রশান্ত অভিযোগ করেছেন, আপের স্বচ্ছ এবং গণতান্ত্রিক চরিত্র বদলে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি লেখেন, “বিকল্প রাজনীতির প্লাটফর্ম হিসাবে একটি দল গঠিত হয়েছিল, যা চলবে স্বচ্ছতা ও গণতন্ত্রিক শক্তিতে। যদিও অরিবন্দ দ্রুত সেই দলকে স্বৈরাচারী অস্বচ্ছ এবং দুর্নীতিগ্রস্ত দলে পরিণত করেন।” বদলে যাওয়া কেজরি সম্পর্কে প্রাক্তন আপ নেতা আরও বলেন, “নিজের জন্য ৪৫ কোটির শিস মহল তৈরি করেছেন (কেজরি), দামী গাড়ি কিনেছেন। ব্যক্তিগত স্বার্থে আপের বিশেষজ্ঞ কমিটির ৩৩টি কর্মনীতিকে ঠান্ডাঘরে পাঠিয়েছেন, যুক্তি দেন, সময় এলে উপযুক্ত নীতি প্রণয়ন করা হবে।”
দিল্লি ভোটে এই ‘শিস মহল’কে সামনে রেখেই দুর্নীতির অভিযোগ এনে কেজরিকে টার্গেট করেছিল বিজেপি। গেরুয়া শিবির দাবি করেছিল, মুখ্যমন্ত্রীর বাড়ির বিলাসবহুল সাজসজ্জায় সরকারি তহবিলকে যথেচ্ছ ভাবে ব্যবহার করেছেন আপ প্রধান। এই বিষয়ে বিজেপির সঙ্গে একমত প্রশান্ত দাবি করেছেন, ‘এটাই (দিল্লি বিধানসভা ভোটে হার) আপের শেষের শুরু’। উল্লেখ্য, দিল্লি বিধানসভা ভোটে বিজেপি পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে ২২টি কেন্দ্রে জয়লাভ করেছে আপ। খাতাই খুলতে পারেনি কংগ্রেস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.