Advertisement
Advertisement

Breaking News

Exit Poll

উত্তরপ্রদেশে অব্যাহত মোদি ম্যাজিক, হিন্দি বলয় জুড়েই গেরুয়া ঝড়ের আভাস সমীক্ষায়

তৃতীয়বার রাজধানীর দখল নিচ্ছে মোদি-শাহর বিজেপিই, দাবি বুথ ফেরত সমীক্ষায়।

Exit Poll of UP, MP, Bihar, Jharkhand and Chhattisgarh
Published by: Kishore Ghosh
  • Posted:June 2, 2024 12:29 am
  • Updated:June 2, 2024 12:49 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি বলয় বরাবর গেরুয়া শিবিরের শক্তির জায়গা। এনডিএকে (NDA) যদি ৪০০ বা আসন পেতে হয় তবে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে ফল ভালো করতেই হবে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা যে বিজেপিকে (BJP) গড়ে সাড় তিনশো আসন দিচ্ছেই। অন্যতম কারণ হিন্দি বলয় জুড়ে গেরুয়া ঝড়। কী বলছে বিভিন্ন সংস্থার ওই রাজ্যগুলির এক্সিট পোল?

এক্সিট পোল বলছে মধ্যপ্রদেশে কংগ্রেসকে (Congress) দাঁত ফোটাতে দেয়নি মোদি-শাহর দল। সেখানে বিজেপি একাই পেতে চলেছে ২৮-২৯টি আসন। কংগ্রেস খুব বেশি ১টি আসন পেতে পারে। ২৯ লোকসভার রাজ্য কার্যত বিরোধী শূন্য! অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী, নীতীশ কুমারের বিহারে এনডিএর ঝুলিতে আসতে পারে ২৯-৩৩ টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে ৭-১০টি আসন।

Advertisement

এক্সিট পোল বলছে, উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৬৯-৭৪টি যাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র খাতে। ৬ থেকে ১১টি আসন পেতে পারে ইন্ডিয়া জোট। গতবার যেখানে ৬৪টি আসন জিতেছিল এনডিএ। তবে এবারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, যোগীরাজ্যে আরও ভালো ফল করতে পারে বিজেপি জোট। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী ঝাড়খণ্ডে বিজেপি জিতে নিতে পারে ৮-১০টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে ৪-৬টি আসন। এর মধ্যে কংগ্রেস পেতে ২-৩টি আসন। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে, ছত্তিশগড়েও গেরুয়া শিবিরের জয়জয়কার চলবে। এই রাজ্যে বিজেপি একাই জিততে পারে ১০-১১টি আসন। বিরোধী শিবির বড়জোর ১টি আসন পেতে পারে।

Advertisement

চারশো পার না হলেও রাজধানী এক্সপ্রেসের দখল নিচ্ছে মোদি-শাহর বিজেপিই, গোটা দেশের ক্ষেত্রে এমনটাই দাবি অধিকাংশ সংস্থার বুথ ফেরত সমীক্ষায়। রিপাবলিক-মাট্রিজের সমীক্ষায় এগিয়ে এনডিএ। ওই সমীক্ষা অনুযায়ী ৩৫৩-৩৬৩ টি আসন পেতে পারে এনডিএ। ইন্ডিয়া জোট পেতে পারে ১১৮-১৩৩ আসন। অন্যান্যরা পেতে পারে ৪৩-৪৮ আসন। রিপাবলিক পি মার্কের সমীক্ষায় এনডিএ পেতে পারে ৩৫৯টি আসন। ইন্ডিয়া পেতে পারে ১৫৪ আসন। অন্যান্যরা পেতে পারে ৩০ আসন। জন কী বাতের সমীক্ষায় এনডিএ পেতে পারে ৩৬৩-৩৯২ আসন। ইন্ডিয়া পেতে পারে ১৪১-১৬১ আসন। অন্যান্যরা পেতে পারে ১০-২০ আসন। দৈনিক ভাস্করের সমীক্ষা বলছে এনডিএ জোট পেতে পারে ২৮১-৩৫০ আসন। ইন্ডিয়া পেতে পারে ১৪৫-২০১ আসন। অন্যান্যরা পেতে পারে ৩৩-৪৯ আসন। সি ভোটার (এনডিএ ৩৫৩-৩৮৩), টুডেস চাণক্য (৩৮৫-৪১৫) এবং ইন্ডিয়া টুডের (৩৬১-৪০১) সমীক্ষাতেও বিজেপি অনেক এগিয়ে। সব মিলিয়ে মোদি ম্যাজিক অব্যাহত হিন্দি বলয়-সহ গোটা দেশে। সত্যিই কি তাই? স্পষ্ট হবে আগামী ৪ জুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ