Advertisement
Advertisement

Breaking News

Farooq Abdullah

‘বলেছিলাম জঙ্গিদের ছাড়বেন না’, কাশ্মীরে ভোটের আগে বিজেপিকে কান্দাহার খোঁচা ফারুকের

কাশ্মীরের ভোটেও পুরোদস্তুর ঢুকে গেল কান্দাহার অপহরণ। পুরনো স্মৃতি উসকে বিজেপির কাঁটা ঘায়ে নুনের ছিটে দিলেন ফারুক আবদুল্লা।

Farooq Abdullah jabs BJP on IC 814 hijack

ফাইল চিত্র।

Published by: Subhajit Mandal
  • Posted:September 12, 2024 3:25 pm
  • Updated:September 16, 2024 1:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘IC 814’ ওয়েব সিরিজ মুক্তি পেতেই ফের রাজনৈতিক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে কান্দাহার বিমান অপহরণ। এবার কাশ্মীরের ভোটেও পুরোদস্তুর ঢুকে গেল কান্দাহার অপহরণ। পুরনো স্মৃতি উসকে বিজেপির কাঁটা ঘায়ে নুনের ছিটে দিলেন ফারুক আবদুল্লা। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনে করালেন, “বিজেপিকে বলেছিলাম, জঙ্গিদের ছাড়বেন না। সেটা না শোনার খেসারত আজও দিতে হচ্ছে দেশকে।”

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারুক আবদুল্লা বললেন, “বিজেপি ভাবে ওরা দেশকে শক্তিশালী করছে। অথচ একের পর এক ভুলও ওরাই করছে।” কান্দাহার ইস্যু তুলে ফারুকের তির, “সেসময় তিনজন জঙ্গিকে ছেড়ে দেওয়া হল। সেটার ফলই আমরা এখন ভুগছি। সেসময় বলেছিলাম, এটা করবেন না। ওরা শোনেনি।”

Advertisement

[আরও পড়ুন: তিনটি গাড়ি, জমি, মোট কত সম্পত্তির মালকিন ভিনেশ ফোগাট?]

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বাজপেয়ীর কালজয়ী বক্তব্য স্মরণ করিয়ে ফারুক বলেন, “বাজপেয়ী বলেছিলেন, আমরা বন্ধু বদলাতে পারি। কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। আমরা যদি একে অপরের বন্ধু হতাম, তাহলে দুটো দেশই এগোতে পারত। কিন্তু দুই দেশের মধ্যে শত্রুতা কাজ করছে। দুই দেশের উন্নয়নও থমকে গিয়েছে।” ফারুক আরও একবার মনে করিয়েছেন, তিনি পাকিস্তানের সঙ্গে আলোচনারই পক্ষে।

[আরও পড়ুন: যোগীরাজ্যে জাতীয় সড়কের ধারে মহিলার মুণ্ডহীন নগ্ন দেহ, ধর্ষণ করে খুন?]

উল্লেখ্য, ১৯৯৯ সালে নেপালের কাঠমান্ডু থেকে দিল্লিতে আসার সময় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমান। সেটিকে অপহরণ করে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে নামানো হয়েছিল আফগানিস্তানের কান্দাহারে। সে সময় তালিবানের নিয়ন্ত্রণে ছিল কান্দাহার, যাদের আবার সমর্থন করত পাক গুপ্তচর সংস্থা আইএসআই। পণবন্দিদের মুক্তির বিনিময়ে মাসুদ-সহ তিন জঙ্গিকে ফেরানোর শর্ত দেয় জঙ্গিরা। নেতৃত্বে ছিলেন মাসুদের ভাই ইব্রাহিম আথার। শর্ত মেনে নেয় ভারত সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তকে অনেকে ‘কূটনৈতিক ব্যর্থতা’ বলেছিলেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement