Advertisement
Advertisement

Breaking News

ভাবনা কান্থ

ইতিহাস গড়লেন ভাবনা,বায়ুসেনার যুদ্ধবিমানে চালকের আসনে প্রথম মহিলা

আপাতত বিকানেরে দায়িত্ব সামলাবেন ভাবনা কান্ত৷

Flight Lieutenant Bhawana Kanth has become first woman fighter pilot
Published by: Sayani Sen
  • Posted:May 23, 2019 11:55 am
  • Updated:May 23, 2019 11:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানের প্রশিক্ষণ শেষ৷ বুধবারই ভাবনা কান্তের মুকুটে জুড়ল নতুন পালক৷ এবার থেকে একা হাতেই যুদ্ধবিমান চালাবেন তিনি৷ আপাতত বিকানেরেই দায়িত্ব সামলাবেন ভাবনা৷ এই প্রথমবার কোনও ভারতীয় মহিলা যুদ্ধবিমান চালানোর দায়িত্ব পেলেন৷

[ আরও পড়ুন: মোদি ঝড়ে বাঁধ ভাঙল সেনসেক্স, ৪০ হাজার পয়েন্ট পেরোল সূচক]

এক শীর্ষ কর্তা জানিয়েছিলেন, ‘‘সুরাটগড়ের বায়ুসেনা ঘাঁটিতে একজন দক্ষ ফাইটার ইনস্ট্রাকটরের তত্ত্বাবধানে দুই আসনবিশিষ্ট মিগ-২১ টাইপ ৬৯ জেটটি চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন অবনী। ভাবনাও আম্বালা বায়ুসেনা ঘাঁটি থেকে এই প্রশিক্ষণ নেন৷’’ প্রশিক্ষণের সময় পিলেটাস পিসি-৭ টারবোপ্রপস, কিরণ ও হক জেট ট্রেনার্সের মতো এয়ারক্রাফটগুলিতে সহজেই সফর করেছেন তাঁরা। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি গতিবেগের অবতরণ ও টেক-অফের ক্ষমতাসম্পন্ন ‘বাইসনস’ চালানোরও প্রশিক্ষণ নেন অবনী ও ভাবনা। তবে শুধু মিগ-২১ চালাতে পারলেই হবে না৷ অন্যান্য বিমান চালানোর প্রশিক্ষণও নিতে হবে তাঁদের৷

Advertisement

[ আরও পড়ুন: নয়া ৪ বিচারপতি পেতে চলেছে সুপ্রিম কোর্ট, তালিকায় কলকাতার অনিরুদ্ধ বসু]

ফাইটার পাইলট হওয়ার জন্য বেশ কিছু পরীক্ষাও দিতে হয়েছে ওই মহিলাদের। তাঁদের আরও বেশ কিছু পরীক্ষাও দিতে হয়৷ তাঁদের স্নাতক হতে হয়৷ এরপর আকাশ থেকে আকাশপথে এবং আকাশ থেকে স্থলে যুদ্ধের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। দিনের বেলার পাশাপাশি চাঁদের আলোয় বিমান চালানোর প্রশিক্ষণও নেন তাঁরা৷ এমনকী অমাবস্যার রাতেও যুদ্ধবিমান চালান তিনি। প্রশিক্ষণ শেষের পর বুধবারই ভাবনা কান্তের হাতে যুদ্ধবিমান চালানোর দায়িত্ব তুলে দেওয়া হয়৷ আপাতত বিকানেরে দায়িত্ব সামলাবেন তিনি৷ উল্লেখ্য, ২০১৬ সালের জুন মাসে বেসিক ট্রেনিংয়ের পর ফ্লাইং অফিসার হিসেবে বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয়েছিলেন অবনী, ভাবনা ও মোহনা।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ