Advertisement
Advertisement
Telangana

মর্মান্তিক! তেলেঙ্গানায় ৪ বছরের শিশুকে পিষে দিল বেপরোয়া ট্রাক

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।

Four-year-old boy dies after tractor runs him over in Telangana
Published by: Subhodeep Mullick
  • Posted:June 13, 2025 8:37 pm
  • Updated:June 13, 2025 8:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল শিশুটি। কিন্তু পথেই পিষে দিল এক বেপরোয়া ট্রাক। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সূর্যপেট জেলায়। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মোক্ষিত। বৃহস্পতিবার বিকেলে সে তেলুভারিগুদেম গ্রামে এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। নেম্মিকাল্লু দান্দু গ্রামের কাছে আসতেই ঘটে ওই মর্মান্তিক দুর্ঘটনা। আচমকা ট্রাকের ধাক্কায় সে মাটিতে পড়ে যায়। এরপরই ট্রাকের ডানদিকের চাকা তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এই ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার পরই ঘাতক ট্রাকটির চালককে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের এক আধিকারিক বলেন, “মর্মান্তিক একটি দুর্ঘটনা। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছি। চালকের গাফিতলির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement