Advertisement
Advertisement

Breaking News

Gujarat

স্কুলে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ নিয়ে বলে প্রশংসিত, সেই ছাত্রীকেই ধর্ষণ করল শিক্ষক!

এই ঘটনা গুজরাটের সবরকাঁথার।

Gave ‘beti bachao’ R-Day speech at school, girl allegedly assaulted by teacher in Gujarat

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:February 19, 2025 7:53 pm
  • Updated:February 19, 2025 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে ২৬ জানুয়ারির অনুষ্ঠানে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ নিয়ে কথা বলেছিল দশম শ্রেণির এক ছাত্রী। সেই বক্তব্যের জন্য স্কুলে সকলের প্রশংসাও কুড়িয়েছিল সে। কিন্তু এর কয়েকদিনের মধ্যেই ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পর হার মানেনি ওই পড়ুয়া। সামনেই বোর্ডের পরীক্ষা রয়েছে। জোর কদমে চলছে তারই প্রস্তুতি। ভবিষ্যতে পুলিশ হওয়ার স্বপ্ন তার দুচোখে।

পিটিআই সূত্রে খবর, এই ঘটনা গুজরাটের সবরকাঁথার। অভিযোগ, গত ৭ ফেব্রুয়ারি ওই ছাত্রীকে ধর্ষণ করে স্কুলের এক শিক্ষক। নিজের জন্মদিন পালনের নামে ওই নাবালিকাকে একটি হোটেলে নিয়ে যায়। তারপর সেখানে তাকে ধর্ষণ করে। অভিযোগ, এই ঘটনা কাউকে না জানানোরও হুমকি দেয় অভিযুক্ত শিক্ষক। না হলে বোর্ডের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ারও কথা বলে। কিন্তু এই হুমকিতে ভয় না পেয়ে বাড়ি এসে সব কিছু জানিয়ে দেয় কিশোরী। পড়িবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ওই পড়ুয়ার পরীক্ষা শুরু হবে। এখন পিসির বাড়িতে থেকেই সে প্রস্তুতি নিচ্ছে। নির্যাতিতার পিসেমশাই সংবাদমাধ্যমে বলেন, “আমরা চাই না আত্মীয়-স্বজনরা রোজ এসে তাকে নিয়ে আলোচনা করুক। পড়াশোনার প্রতি তার উৎসাহ দেখে আমরা গর্বিত। যেকোনও পরিস্থিতিতে আমরা তার সঙ্গে রয়েছি।” ওই কিশোরীর বাবা-মা কৃষিকাজের সঙ্গে যুক্ত। ওই পড়ুয়া জানিয়েছে, “আমি ভবিষ্যতে পুলিশ হতে চাই। বিজ্ঞান ও অঙ্ক আমার খুব প্রিয়।” পড়াশোনার প্রতি জেদ দেখে অভিভূত স্কুলের সকলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement