প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুমের ঘোরে বিছানায় প্রস্রাব করে ফেলেছিল সে। এই কারণে নৃশংসতার শিকার হতে হলে তাকে! শিশুকন্যার গোপনাঙ্গে আঘাত করে নির্যাতনের অভিযোগ উঠল কেরলের এক সরকারি হোমের ৩ কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
জানা গিয়েছে, এই ঘটনা তিরুঅনন্তপুরমের এক সরকারি হোমের। পুলিশ সূত্রে খবর, এক দুর্ঘটনায় ওই শিশুর মা-বাবার মৃত্যুর হয়। তার পর থেকে ছোট বোনের সঙ্গে ওই হোমেই থাকত সে। বুধবার শিশুটি অসুস্থ হয়ে পড়লে সমস্ত ঘটনা প্রকাশ্যে আসে। পুলিশের জেরায় অভিযুক্তরা জানিয়েছে, ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে ফেলেছিল শিশুটি। তাই তাকে শাস্তি দেওয়া হয়েছিল।
পুলিশ জানিয়েছে, এদিন শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন শিশুটির গোপনাঙ্গে নখের আঁচড়ের পাশাপাশি গভীর আঘাতের চিহ্ন রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকদের অনুমান, এই ঘটনা সাত-আট দিন আগের। ঘটনার তদন্তে নেমে পুরো বিষয়টি জানতে পারে পুলিশ। আটক করা হয় অভিযুক্তদের। এই ঘটনা প্রসঙ্গে শিশু সুরক্ষা কমিটির জেনারেল সেক্রেটারি জানান, নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আসতেই ডিউটিতে থাকা সমস্ত কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মামলা দায়ের হয়েছে পকসো আইনে। পুলিশকে সব রকমভাবে তদন্তে সাহায্য করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.