Advertisement
Advertisement

পুলওয়ামার পালটা, নদীর অভিমুখ ঘুরিয়ে পাকিস্তানে জল বন্ধ করার সিদ্ধান্ত ভারতের

ভারতের ভাগের ৩টি নদীর জল পাকিস্তান আর পাবে না।

Government to stop water supply to Pak
Published by: Subhajit Mandal
  • Posted:February 21, 2019 7:45 pm
  • Updated:February 21, 2019 7:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামা হামলার পালটা দিতে বড়সড় পদক্ষেপ মোদি সরকারের। এবার  ভারতের নদীগুলি থেকে জল সরবরাহ বন্ধ হচ্ছে পাকিস্তানে। যে সমস্ত ভারতীয় নদীর জল পাকিস্তানের মাটিতে প্রবাহিত হয়, তাদের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হবে। নদীগুলিকে ঘুরিয়ে জম্মু-কাশ্মীর এবং পাঞ্জাব অভিমুখী করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। পুলওয়ামা হামলার পর  MFN-এর তকমা ছিনিয়ে নেওয়া এবং আমদানি শুল্ক ২০০ শতাংশ বৃদ্ধির পর পাকিস্তানকে আরও চাপে ফেলার লক্ষ্য এটি মোদি সরকারের তৃতীয় বড় পদক্ষেপ।

[ভোটের আগে ফের চমক, চাকুরিজীবীদের খুশি করতে EPF-এ বাড়ল সুদ]

পুলওয়ামা হামলার বদলার দাবিতে ফুঁসছে গোটা দেশ। ইতিমধ্যেই ইমরান খানদের কূটনৈতিকভাবে কোণঠাসা করার কাজ শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আরও বড় পদক্ষেপের পথে হাঁটছে মোদি সরকার। ভারত থেকে পাকিস্তানের দিকে প্রবাহিত সমস্ত নদীর অভিমুখ বদলে দিতে চাইছে ভারত। নদীগুলির গতিপথ পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার টুইটারে একথা জানিয়েছেন নীতীন গড়করি। তাঁর বক্তব্য, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা পাকিস্তানকে আমাদের ভাগের জল দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ওই জল ঘুরিয়ে জম্মু-কাশ্মীর এবং পাঞ্জাবে দেব, যাতে আমাদের নিজেদের নাগরিকরা আরও উপকৃত  হন। ইতিমধ্যেই ইরাবতী নদীর উপর বাঁধ দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। আমাদের ভাগের বাকি দুটি নদীর উপরও বাঁধ দিয়ে অভিমুখ ঘুরিয়ে দেওয়া হবে। সবকটি প্রকল্পকে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়েছে।”

Advertisement

[পুলওয়ামা হামলার খবর পেয়েও ফিল্মের শুটিংয়ে মগ্ন মোদি, অভিযোগ কংগ্রেসের]

সিন্ধু চুক্তি অনুযায়ী, ভারত ও পাকিস্তান মোট ৬ টি নদীর জল ভাগাভাগি করে নেয়। এর মধ্যে তিনটি নদীর সম্পূর্ণ অধিকার রয়েছে ভারতের হাতে। সেই তিনটি নদী  ইরাবতী, বিপাশা এবং শতদ্রু। পঞ্চনদের অন্য দুটি নদী অর্থাৎ ঝিলম এবং চন্দ্রভাগা পাকিস্তানের দিকে। এছাড়া সিন্ধু নদের জলের সম্পূর্ণ অধিকার পাকিস্তানের। এদিন সকালেই নীতীন গড়করি জানান, নিজের অধিকারে থাকা নদীর জল যমুনা নদীর দিকে ঘুরিয়ে দেবে ভারত। এর ফলে যমুনায় জল বাড়বে। পাকিস্তান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাড়তি সুবিধা পাবেন ভারতের মানুষ। বিকেলেই এই সিদ্ধান্ত টুইটে ঘোষণা করেন তিনি।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ