Advertisement
Advertisement
Hemant Soren

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ হেমন্তর, রাঁচিতে হাজির মমতা-সহ গোটা ইন্ডিয়া

এই নিয়ে চতুর্থ বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন শিবু সোরেনের পুত্র।

Hemant Soren takes oath as Jharkhand chief minister
Published by: Biswadip Dey
  • Posted:November 28, 2024 4:36 pm
  • Updated:November 28, 2024 8:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতুর্থবারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার বিকেল চারটেয় সেরাজ্যের চতুর্দশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। মোরাবাদী ময়দানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বের সামনেই মসনদে প্রত্যাবর্তন ঘটালেন হেমন্ত। তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল সন্তোষকুমার গাঙ্গোয়ার।

এবারের নির্বাচনে বারহায়িত বিধানসভা কেন্দ্রে ৩৯,৭৯১ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেন হেমন্ত। লোকসভা নির্বাচনের পর ইন্ডিয়া জোট একের পর এক ধাক্কা খেয়ে চলেছে। এর আগে হরিয়ানায় কার্যত ‘নিশ্চিত জয়’ হাতছাড়া হয়েছে কংগ্রেসের। মহারাষ্ট্রেও মহা বিকাশ আঘাড়ি মহাজুটিকে সমানে সমানে টক্কর দেবে বলে প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু মারাঠাভূমে একপেশেভাবে জয় পেয়েছে বিজেপি জোট। ইন্ডিয়া জোট কার্যত ধরাশায়ী। সেখানে একমাত্র হেমন্ত সোরেন ইন্ডিয়া জোটের মানরক্ষা করেছেন। গোটা দেশে হতাশার মধ্যে হেমন্তই আশার আলো। সম্ভবত সেকারণেই তাঁর শপথগ্রহণের অনুষ্ঠানকে মেগা শো হিসাবে তুলে ধরতে চেয়েছে ইন্ডিয়া জোট। আর তাই এদিনে হেমন্তর শপথগ্রহণের মঞ্চ ছিল কার্যতই চাঁদের হাট। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টি অখিলেশ যাদবও ছিলেন সেখানে। 

Advertisement

গত ৩১ জানুয়ারি জমি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের মামলায় গ্রেপ্তার হন হেমন্ত। তার আগেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। জেএমএমের চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী হন। প্রায় পাঁচ মাস জেলে থাকার পর গত ২৮ জুন হেমন্তকে জামিন দেয় ঝাড়খণ্ড হাই কোর্ট। এর পরই চম্পাই ইস্তফা দিলে মুখ্যমন্ত্রীর কুরসিতে কামব্যাক করেন তিনি। এবার নির্বাচনে জিতে নতুন করে মসনদে ফিরলেন তিনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement