Advertisement
Advertisement

Breaking News

Himanta Sarma

এনআরসিতে আবেদন না করলে মিলবে না আধার কার্ড! নয়া নিয়ম অসমে

সন্দেহভাজন নাগরিকদের শনাক্ত করতেই এই সিদ্ধান্ত, দাবি হিমন্ত বিশ্বশর্মার।

Himanta Sarma sets new condition for Aadhaar card applicants

ছবি: সংগৃহীত

Published by: Subhajit Mandal
  • Posted:September 7, 2024 8:59 pm
  • Updated:September 7, 2024 8:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার কার্ড ইস্যু করার নিয়মে কড়াকড়ি শুরু করল অসমের বিজেপি সরকার। বেআইনি অনুপ্রবেশকারী শনাক্তকরণের লক্ষ্যে সেরাজ্যে আধার কার্ড পেতে হলে এনআরসিতে আবেদন করা বাধ্যতামূলক করে দেওয়া হল। শনিবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

হিমন্ত জানিয়েছেন, “আধার কার্ডের জন্য আবেদন করাটা শুধু নাগরিক হিসাবে নথিভুক্ত হওয়ার আবেদন করা নয়। এর মধ্যে বহু সন্দেহভাজন নাগরিক আছেন। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার থেকে আধার কার্ডের জন্য এনআরসিতে আবেদনের রিসিপ্ট নম্বর দিতে হবে।” হিমন্তর দাবি, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেআইনিভাবে অনুপ্রবেশকারী বিদেশিদের চিহ্নিত করতে। তাঁর কথায়, “অসমে আর আধার কার্ড পাওয়াটা সহজ হবে না।”

Advertisement

[আরও পড়ুন: অবশেষে টনক নড়ল! জালিয়াতির দায়ে বিতর্কিত IAS পূজা খেদকারকে বরখাস্ত কেন্দ্রের]

এমনিতেও বেশ কিছুদিন ধরে আধার জটে পড়েছেন অসমের কয়েক লক্ষ মানুষ। ২০১৮ সালে প্রকাশিত হয় অসমের এনআরসি খসড়া। বাদ পড়ে প্রায় ৪০ লক্ষ মানুষের নাম। পরের বছর চূড়ান্ত খসড়া প্রকাশিত হলে দেখা যায় বাদ পড়েছেন অন্তত ২০ লক্ষ মানুষ। এনআরসির প্রথম খসড়ায় নাম না থাকার ভিত্তিতে বায়োমেট্রিক লক থাকায় থাকায় এরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন। এখনও অসমের প্রায় ৯.৫৫ লক্ষ নাগরিকের বায়োমেট্রিক লক রয়েছে। তাঁদের জন্য অবশ্য সুখবর শুনিয়েছেন হিমন্ত। তিনি জানিয়েছেন এই সাড়ে ৯ লক্ষ মানুষকে আধার কার্ড পেতে হলে এনআরসিতে আবেদনের রিসিপ্ট নম্বর দিতে হবে না।

[আরও পড়ুন: ‘ক্ষমতায় এলে বিছিন্নতাবাদীদের মুক্তি দেবে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স’, জম্মুতে বিস্ফোরক শাহ]

উল্লেখ্য, এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, চূড়ান্ত এনআরসিতে নাম ওঠা সকলে আধার পাবেন ও নাম না থাকা ব্যক্তিরা ফরেনার্স ট্রাইব্যুনালের বিচার সাপেক্ষে তা পাবেন। এর পরও দেখা গিয়েছে, বহু মানুষ ঘুরপথে এনআরসিতে নাম না থাকা সত্ত্বেও আধার কার্ড করিয়ে ফেলছেন। সেটাই এবার বন্ধ করার চেষ্টা করছেন হিমন্ত। অন্তত তাঁর এমনটাই দাবি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement