Advertisement
Advertisement

Breaking News

Jyoti Malhotra

পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ল জ্যোতির, ইউটিউবারের সঙ্গে সরাসরি যোগ আইএসআইয়ের?

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জ্যোতি।

Hisar Police Get 4-day Custody of Youtuber Jyoti Malhotra
Published by: Subhodeep Mullick
  • Posted:May 22, 2025 6:36 pm
  • Updated:May 22, 2025 9:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া জ্যোতি মালহোত্রার পুলিশ হেফাজতের মেয়াদ বাড়াল হরিয়ানার নিম্ন আদালত। বুধবারই পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল, ইউটিউবারের কাছে যে সেনাবাহিনী সম্পর্কে গোপন তথ্য রয়েছে তার প্রত্যক্ষ প্রমাণ মেলেনি। তবে তদন্তকারীদের অনুমান, জ্যোতির সঙ্গে সরাসরি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগ রয়েছে। তাই তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার হিসার পুলিশ রিমান্ডের আবেদন জানায়। সেই মতো আরও ৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জ্যোতি। ২০২৩ সালে, ভারতে পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে জো-র (এই নামেই নিজেরকে পরিচয় দেন জ্যোতি) আলাপ। ক্রমে ঘনিষ্ঠতা। এই দানিশকে ইতিমধ্যেই পাক দূতাবাসে থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি। তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি বলে বিতাড়িত করেছে ভারত সরকার।

দানিশ সম্পর্কে তদন্ত করতে গিয়েই প্রথমে জ্যোতির নাম পান তদন্তকারীরা। এই দানিশেরই ‘বিশেষ আমন্ত্রণে’ গত বছর পাক দূতাবাসে ইফতার পার্টিতে যায় জ্যোতি। এবং পুরো বিষয়টির ভিডিও করে সে। সেই ভিডিওটি দেখেই সন্দেহ হয় গোয়েন্দাদের। এছাড়াও সম্প্রতি সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হরিয়ানার জ্যোতি-সহ আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের পাক যোগের একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement