Advertisement
Advertisement
FCRA registration

‘দেশবিরোধী’ যোগ থাকলে NGOকে বিদেশি অনুদান নয়, FCRA লাইসেন্স নিয়ে আরও কড়া কেন্দ্র

ধর্মান্তর বা জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে যোগ থাকলেও বাতিল হতে পারে FCRA লাইসেন্স।

Home Ministry share new regulation of cancelling FCRA registration
Published by: Anwesha Adhikary
  • Posted:November 12, 2024 11:54 am
  • Updated:November 12, 2024 11:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর বিদেশি অনুদান গ্রহণের ক্ষেত্রে আরও কড়াকড়ি করল কেন্দ্র। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে একটি নতুন নোটিস আপলোড করা হয়। সেখানেই লেখা রয়েছে, কোনও এনজিওর সঙ্গে যদি দেশবিরোধী কার্যকলাপ বা ধর্মান্তর বা জঙ্গি গোষ্ঠীগুলোর যোগ পাওয়া যায় তাহলে ওই সংস্থার FCRA লাইসেন্স বাতিল করবে কেন্দ্র। সঙ্গে আরও বলা হয়েছে, সামাজিক এবং ধর্মীয় সম্প্রীতি ভঙ্গের কাজে যদি বিদেশি অনুদান ব্যবহৃত হয় তাহলেও ওই এনজিওর FCRA লাইসেন্স কেড়ে নেওয়া হবে।

FCRA লাইসেন্স ব্যবহার করেই বিদেশ থেকে অনুদান নেয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলো। তবে কেন্দ্রের সবুজ সংকেত ছাড়া বিদেশি অনুদান গ্রহণ করা যায় না। ২০১০ সালের ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের আওতায় রেজিস্ট্রেশন করতে হয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে। তবে গত কয়েকদিনে বেশ কয়েকটি এনজিওর বিদেশি অনুদান গ্রহণে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। কেন অনুদান নেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র মিলছে না, সেই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের জবাবও চেয়েছিল কয়েকটি সংস্থা।

Advertisement

তার পরেই স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। কোন কোন কারণে স্বেচ্ছাসেবী সংস্থার FCRA লাইসেন্স বাতিল হতে পারে, সেগুলো উল্লেখ করা হয়েছে সেখানে। তার মধ্যে অন্যতম হল, সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যদি দেশবিরোধী কার্যকলাপের যোগ থাকে তাহলে বাতিল হবে অনুদান নেওয়ার ছাড়পত্র। এছাড়াও জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ, ধর্মান্তর করা, সম্প্রীতি নষ্ট করতে উসকানিমূলক পদক্ষেপের মতো অভিযোগ থাকলেও বিদেশি অনুদান পাবে না স্বেচ্ছাসেবী সংস্থাগুলো।

এছাড়াও সংস্থার তরফে যদি বার্ষিক রিটার্ন আপলোড না করা হয় বা বিদেশি অনুদান নিয়ে সেটা যথাযথ খাতে ব্যবহার না হয়, তাহলেও বাতিল হতে পারে FCRA লাইসেন্স। ২-৩ বছরের মধ্যে সমাজের উন্নতিতে যদি কোনও সংস্থা সক্রিয় ভূমিকা পালন না করে, তাহলেও বিদেশি অনুদান গ্রহণের লাইসেন্স বাতিল হতে পারে। স্বেচ্ছাসেবী সংস্থার পদাধিকারীদের বিরুদ্ধে মামলা চললেও FCRA লাইসেন্স কেড়ে নিতে পারে কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement