Advertisement
Advertisement

Breaking News

‘সংসদে মোদিকে আলিঙ্গনের করাটা ভালভাবে নেননি দলের একাংশ’

অপকট স্বীকারোক্তি রাহুল গান্ধীর৷

Hugged PM Modi in response to his hateful remarks but he got upset: Rahul Gandhi
Published by: Kumaresh Halder
  • Posted:August 23, 2018 1:11 pm
  • Updated:August 23, 2018 1:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাদল অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলিঙ্গন করে বিজেপি নেতা-মন্ত্রীদের  সমালোচনার মুখে পড়েছিলেন৷ জাতীয় রাজনীতিতে হাসির খোরাক হতে হয়েছিল খোদ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে৷  কংগ্রেসের অন্দরেও যে সমালোচনার ঝড় ওঠেছিল, তা স্বীকার করে নিলেন রাজীবপুত্র৷ 

[প্রয়াত বিশিষ্ট সাংবাদিক কুলদীপ নায়ার, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর]

জার্মানির হামবুর্গে এক অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, ‘‘আমি অহিংসায় বিশ্বাস করি৷ কংগ্রেস বরাবর অহিংস আন্দোলনে বিশ্বাসি৷ কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন আমার প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন, তখন তাঁর জবাব দেওয়ার পর মোদিকে আমি আলিঙ্গন করেছিলাম৷ কিন্তু, এই ঘটনায় দলের একাংশ ভাল ভাবে নেননি৷’’ আক্ষেপের সুরে রাহুল বলেন, ‘‘কেউ অপমান করলে, তার পালটা হিসেবে সেই ব্যক্তির বিরুদ্ধে একই আচরণ করা ঠিক না৷ তাহলে, দু’জনের মধ্যে আর কোনও পার্থক্যই থাকবে না৷ অন্যের প্রতি আচরণ কেমন হবে, তার নিয়ন্ত্রণ আমাদের হাতেই রয়েছে৷ প্রধানমন্ত্রী আমাকে অপমান করেছেন, তার পাল্টা আমি তাঁকে আলিঙ্গন করেছিলাম৷ তিনি বিস্মিত হয়েছিলেন৷  তবে এটাও সত্যি, আমার নিজের দলেরই অনেকের বিষয়টি পছন্দ হয়নি৷ কিন্তু আমি তাঁদের সঙ্গে একমত নই৷’’

Advertisement

[৫০০ টাকা ফেরত চাওয়ায় নৃশংসভাবে খুন যুবককে, রাজধানীতে চাঞ্চল্য]

Advertisement

গত ২০ জুলাই অনাস্থা প্রস্তাব নিয়ে বক্তব্য শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে ধরেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জাতীয় রাজনীতিতে ঝড় তোলে মোদি-রাহুলের আলিঙ্গন৷ রাহুলের এই আচরণে রীতিমতো ক্ষুব্ধ স্পিকার হন সুমিত্রা মহাজন। স্পিকার বলেন, ‘‘রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর পদের অবমাননা করেছেন। সংসদে এভাবে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরা যায় না। রাহুল গান্ধী ঠিক করেননি, তাঁর আচরণে প্রধানমন্ত্রীর পদের অমান্য হয়েছে, তাঁর চেয়ারের অপমান হয়েছে। সংসদে যে চোখের চাউনি কংগ্রেস সভাপতি দেখিয়েছেন তাও অনুচিত। সংসদে প্রত্যেকেরই নির্দিষ্ট নিয়ম মানা উচিত।”

[‘ভারত মাতা কি জয়’ বলে কাশ্মীরে রোষের মুখে ফারুক আবদুল্লা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ