Advertisement
Advertisement
Republic Day

সাধারণতন্ত্র দিবসে একসঙ্গে রাজপথে ‘ত্রিশক্তি’, ভারতীয় সেনার বেনজির বিক্রমের সাক্ষী থাকবে দেশ

সাধারণতন্ত্র দিবসের প্যারেডে এবার বিরাট বদল।

In a first, armed forces to showcase combined tri-services tableau in Republic Day
Published by: Amit Kumar Das
  • Posted:January 17, 2025 7:04 pm
  • Updated:January 17, 2025 7:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসের প্যারেডে এবার বিরাট বদল। ২৬ জানুয়ারির বিশেষ দিনে দেশের ইতিহাসে প্রথমভাব যৌথভাবে রাজপথে শক্তিপ্রদর্শন করবে দেশের তিন সেনাবাহিনী। প্রতিবছর সাধারণতন্ত্র দিবসের প্যারেডে আলাদা আলাদা ভাবে পরাক্রম দেখায় স্থল, নৌ ও বায়ুসেনা। এবার সেই ছবিতে বদল আসতে চলেছে।

দেশের তিন সেনাবাহিনীর ঐক্য প্রদর্শনের লক্ষ্যে অভিনব এই পদক্ষেপ নিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক ও ইন্ট্রিগ্রেটেড ডিফেন্স স্টাফ (IDS)। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল, দেশের তিন বাহিনীর একে অপরের প্রতি সহযোগিতা ও বোঝাপড়া দৃঢ় করা। যাতে দেশের নিরাপত্তা বিপদের মুখে পড়লে একজোট হয়ে ‘ত্রিশূল’-এর মতো শত্রুর উপর ঝাঁপিয়ে পড়া। ভারতের তিন বাহিনীকে একছাতার নিচে আনতে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

Advertisement

পূর্বে স্থল সেনার, বায়ুসেনা ও নৌসেনার প্রধান পদে বসতেন সেই বাহিনীরই উচ্চপদস্থ কোনও কর্তা। তবে চিরাচরিত প্রথা ভেঙে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে যে কেউ যে কোনও বাহিনীর শীর্ষ পদে বসতে পারেন। উদাহরণ স্বরূপ বায়ুসেনার প্রধান পদে বসতে পারেন স্থলসেনার আধিকারিক। এতে তিন সেনাবাহিনীর মধ্যে একে অপরের মধ্যে বোঝাপোড়া যেমন বাড়বে, তেমনই যুদ্ধক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে লড়তে সুবিধা হবে। এই লক্ষ্যেই তিন সেনাবাহিনীর মাথায় নতুন পদ তৈরি হয়েছে যার নাম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ (CDS)। দেশের প্রথম সিডিএস বিপিন রাওয়াতের প্রয়াণের পর এই পদে এসেছেন সেনা আধিকারিক অনিল চৌহান।

সেনার এই যৌথ ট্যাবলো শুধু অতীত ব্যবস্থাপনার পরিবর্তন নয়, সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজপথে তিন বাহিনীর এই পরাক্রম শত্রুপক্ষের উদ্দেশে বিশেষ বার্তা। সেনা কর্তাদের মতে, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় আসতে চলেছে আমূল বদল। যেখানে তিন বাহিনীর আধুনিকীকরণ তো বটেই, কৃতিত্ব এবং সহযোগিতামূলক ক্ষমতা প্রদর্শনের এক অনন্য নজির দেখবে ২৬ জানুয়ারির রাজপথ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement