Advertisement
Advertisement

Breaking News

Waqf

‘হিন্দুধর্মেও মোক্ষের ধারণা রয়েছে’, ওয়াকফ মামলায় মন্তব্য প্রধান বিচারপতির

শুনানি শেষে অন্তর্বর্তী রায়দান স্থগিত রেখেছে শীর্ষ আদালত।

In Hindus, there's Moksh, Supreme Court on 'waqf is charity to God' argument
Published by: Biswadip Dey
  • Posted:May 22, 2025 5:22 pm
  • Updated:May 22, 2025 5:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলার শুনানিতে উঠে এল হিন্দুদের মোক্ষলাভের প্রসঙ্গও। প্রধান বিচারপতি মনে করালেন, ”হিন্দুধর্মে মোক্ষের ধারণা রয়েছে।” প্রসঙ্গত, প্রধান বিচারপতির এজলাসে এদিনই শেষ হল শুনানি। টানা তিনদিন ধরে সব পক্ষের বক্তব্য শোনার পর অন্তর্বর্তী রায়দান স্থগিত রেখেছে শীর্ষ আদালত।

এদিনের শুনানির সময় পিটিশনারদের আইনজীবী কপিল সিব্বল বলেন, ”ওয়াকফ হল পরকালের জন্য ঈশ্বরের প্রতি উৎসর্গ। অন্যদের মতো নয়, ওয়াকফ হল ঈশ্বরের প্রতি দান। দান হয় এক সম্প্রদায়ের প্রতি, ওয়াকফ হল ঈশ্বরের প্রতি উৎসর্গ। এটি ভবিষ্যতের জন্য, আধ্যাত্মিক সুবিধার জন্য।” তখন প্রধান বিচারপতি বলেন, ”এটা সব ধর্মেরই অভিন্ন অঙ্গ।” জবাবে সিব্বল বলেন, ”কিন্তু এটা ঈশ্বরের জন্য দান নয়। একবার ওয়াকফ হয়ে গেলে সর্বদা ওয়াকফই থাকে।” এরপরই তাঁর দাবির প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি বলেন, ”হিন্দুধর্মেও মোক্ষের ধারণা রয়েছে।”

পরে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, ”ওয়াকফ ইসলামিক ধারণা। কিন্তু এটা ইসলামের অপরিহার্য অংশ নয়। ওয়াকফ আসলে ইসলামে দান ছাড়া কিছুই নয়। দেখা যাচ্ছে, দান প্রতিটি ধর্মেরই অংশ। এবং এটা খ্রিস্টান ধর্মেও রয়েছে। হিন্দুদেরও দানের পদ্ধতি রয়েছে। শিখদেরও আছে।”

উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী আইন মুসলিম স্বার্থবিরোধী বলে অভিযোগ তুলে বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ। দেশজুড়েই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। নয়া ওয়াকফ আইনের বিরোধিতার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। ইসলামিক সংগঠন তো বটেই, বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও একগুচ্ছ মামলা দায়ের হয়েছে। সেই সব মামলারই যৌথ শুনানি চলল গত তিনদিন ধরে। অবশেষে এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল রায়দান স্থগিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement