Advertisement
Advertisement
Jammu and Kashmir

লস্কর জঙ্গি নিকেশে বড় ভূমিকা বিস্কুটের! কাশ্মীরে সঠিক পরিকল্পনায় সাফল্য সেনার

মধ্যরাতে শ্রীনগরের খানিয়ারে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

In Lashkar Commander's Encounter In Jammu and Kashmir Biscuits Played Key Role
Published by: Kishore Ghosh
  • Posted:November 3, 2024 11:20 pm
  • Updated:November 3, 2024 11:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর, জঙ্গি, কুকুর, বিস্কুট…এভাবে লিখলে আপাতদৃষ্টিতে কোনও অর্থই দাঁড়ায় না। যদিও শনিবার শ্রীনগরের খানিয়ারে নিরাপত্তা বাহিনীর অভিযানে সাফল্যের পিছনে বিস্কুটের বড়সড় ভূমিকা রয়েছে বলেই সূত্রের খবর। হ্যাঁ, ঠিকই শুনেছেন—বুলেট নয়, নিরীহ বিস্কুট। কীভাবে?

শনিবার শ্রীনগরের খানিয়ারে নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে লস্কর জঙ্গি ওসমানের। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ওসমানকে খুঁজে বার করার সময় পথকুকুরদের শান্ত রাখা ছিল গুরুত্বপূর্ণ একটি বিষয়। নচেত কুখ্যাত জঙ্গি আগেভাগেই সতর্ক হয়ে যেত এবং বাহিনীকে ফাঁকি দিয়ে পালানোর সময়ও পেত। খানিয়ার একটি ঘন বসতিপূর্ণ এলাকা। ফলে অভিযান চালানোর সময় সাধারণ মানুষের নিরাপত্তার দিকে নজর রাখাও ছিল বাহিনীর কাছে বড় চ্যালেঞ্জ।

Advertisement

গভীর রাতে ওসমানের খোঁজে নীরবে খানিয়ারে ঢোকেন জওয়ানরা। পথকুকুরদের শান্ত রাখার জন্য বুদ্ধি তাঁরা করে সঙ্গে নেন বেশ কয়েকটি বিস্কুটের প্যাকেট। প্রয়োজন মতো রাস্তায় কুকুরদের বিস্কুট খাওয়ান জওয়ানরা। এর ফলে তেমন ডাকাডাকি করেনি সারমেয়গুলি। শেষ পর্যন্ত লস্কর জঙ্গির আস্তান চিহ্নিত করে ফেলে সেনা। এর পর শুরু হয় গুলির লড়াই। এক সময় বাহিনীর গুলিতে নিকেশ হয় জঙ্গিনেতা। অতএব, নিরাপত্তার বাহিনীর এই সাফল্যে বুলেটের পাশাপাশি বিস্কুটের ভূমিকাকেও অস্বীকার করা যাবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement