সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে কড়া জবাব দিল ভারতীয় সেনা। নিয়ন্ত্রণরেখা বরাবর পাক সেনাঘাঁটি গুঁড়িয়ে দিল জওয়ানরা। ভারতীয় সেনার গোলাবর্ষণে দুই পাক সেনা-সহ সাতজন মারা গিয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও ১৬ জন স্থানীয় বাসিন্দা গোলাবর্ষণে ঘায়েল হয়েছেন বলে খবর। গতকালই নিয়ন্ত্রণরেখার কাছে পুঞ্চে পাক সেনা যুদ্ধবিরতি লঙ্ঘন করে। শহিদ হন এক ভারতীয় জওয়ান। তাঁর স্ত্রীরও মৃত্যু হয়। তারই পালটা এদিন দেয় ভারতীয় সেনা। সেই ঘটনার বদলা নিতেই গুঁড়িয়ে দেওয়া হয় পাক ঘাঁটি। পুঞ্চ জেলার হাজিরা সেক্টরে এই গোলাবর্ষণের খবর পাওয়া যায়।
[কাশ্মীরে পাথর ছোড়া ঠেকাতে আসরে ‘দুর্গন্ধযুক্ত বোমা’]
এর আগে ওই সেক্টরের ভাইরা, সতওয়াল, আব্বাসপুর, পোলাস এবং ছাতরি এলাকায় পাক সেনা গুলিবর্ষণ করে। সূত্রের খবর, ভারতীয় সেনার পালটা আক্রমণে আরও সাত পাক সেনা গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পাক সেনাঘাঁটি চুরমার হয়ে গিয়েছে ভারতীয় সেনার গোলাবর্ষণে। ভারতীয় সেনার ২৪ ফ্রন্টিয়ার ফোর্সের জওয়ানদের এই কৃতীত্বর ভূয়সী প্রশংসা হচ্ছে সব মহলে।