ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে বাংলাদেশ। সেই দাবি মেনে সত্যিই কি হাসিনা ঢাকার হাতে তুলে দেওয়া হবে? বৃহস্পতিবার এই প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং।
তিনি জানান, “গত বছরের ৫ আগস্ট হাসিনা ভারতে আসেন। তার আগে বাংলাদেশে ঘটা অপরাধের পরিপ্রেক্ষিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ দাবি করা হয়েছে। কিন্তু বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও জবাব ভারতের তরফে পাঠানো হয়নি।” বলে রাখা ভালো, বৃহস্পতিবার রাজ্যসভায় কেরলের সিপিএম সাংসদ জন ব্রিট্টাস বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্পর্কে মোট তিনটি প্রশ্ন করেন। সেগুলি হল, (১) বাংলাদেশ কি হাসিনার প্রত্যর্পণ চেয়েছে? (২) প্রত্যর্পণ চেয়ে থাকলে কী কারণ ঢাকার তরফে দেখানো হয়েছে? (৩) ভারত সরকারের জবাব কী? এই তিন প্রশ্নের জবাব দেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার রোষে পদত্যাগ করে ভারতে চলে আসেন হাসিনা। কিন্তু বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, তিনি কূটনৈতিক পাসপোর্ট নিয়ে আসেননি। ফলে এই মুহূর্তে ভারতে হাসিনার ‘স্টেটাস’ কী তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। দিল্লি মুজিবকন্যাকে কূটনৈতিক আশ্রয় দিয়েছে কি না তা নিয়ে একাধিকবার সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তারই মাঝে গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে সরাসরি ভারতকে চিঠি দেয় বাংলাদেশ। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ভারতের তরফে কিছুই জানানো হয়নি। অর্থাৎ হাসিনাকে নিয়ে আপাতত ‘ধীরে চলো’ নীতিতেই ভরসা রাখছে ভারত। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে হাসিনাকে নিয়ে আগামী দিনে ভারত কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে সকলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.