সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরান-ইজরায়েল সংঘাতে (Israel Iran War) উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিল ভারত। দুই দেশের মিসাইল সংঘাত বাঁধার পরেই বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। দুই পক্ষের কাছে নয়াদিল্লির আবেদন, সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক। ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্যও বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।
শুক্রবার সকালে অপারেশন রাইজিং লায়ন শুরু করে তেল আভিভ। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়। তার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি এবং ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডারের। এছাড়াও দুই পারমাণবিক বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি-দাভানি এবং মহম্মদ মেহদি তেহরানচির মৃত্যু হয়েছে এই হামলায়। তারপর থেকেই ইজরায়েলকে পালটা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুদ্ধের আঁচ বাড়ছে মধ্যপ্রাচ্যে।
উত্তপ্ত পরিস্থিতিতে দীর্ঘ বিবৃতি জারি করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়, ‘ইরান এবং ইজরায়েলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। পারমাণবিক গবেষণাগারে আক্রমণের খবর পেয়েছি। দু’পক্ষের কাছে ভারতের আবেদন, সংঘাত বন্ধ হোক। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করা উচিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা উচিত।’
দুই দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে বিদেশমন্ত্রকের বিবৃতিতে। বলা হয়েছে, ‘ইরান এবং ইজরায়েল দুই দেশের সঙ্গেই ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে ভারতের। যেকোনও সাহায্যের জন্য প্রস্তুত ভারত।’ দুই দেশেই রয়েছেন প্রচুর ভারতীয় নাগরিক। তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস এবং হাই কমিশনগুলি। বিবৃতিতে ইরান এবং ইজরায়েলে থাকা ভারতীয়দের প্রতি বিদেশমন্ত্রক জানিয়েছে, তাঁরা যেন স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলেন। ভারতীয়দের সতর্ক থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনই ভারতীয়দের দুই দেশ থেকে সরানোর সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.