Advertisement
Advertisement

Breaking News

Bhargavastra

ড্রোনাসুর বধে ভার্গবাস্ত্র! ভারতের কালান্তক অস্ত্রে কাঁপছে পাকিস্তান

ওড়িশার গোপালপুর উপকূলে সফল পরীক্ষা হয়েছে ভার্গবাস্ত্রের।

India successfully tests homegrown ‘Bhargavastra’ counter-swarm drone system
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 14, 2025 7:08 pm
  • Updated:May 14, 2025 8:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের মাধ্যমে গোটা বিশ্বকে সামরিক শক্তির পরিচয় দিয়েছে ভারত। দিন চারেক আগেই পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে দিল্লি। কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যদি পাকিস্তান হামলা চালায় তাহলে যোগ্য জবাব দেবে ভারতীয় সেনা। তারা সবরকমভাবে প্রস্তুত। এই আবহে এবার ড্রোন হামলা প্রতিহত করতে সেনার হাতে এল ‘ভার্গবাস্ত্র’। স্বল্প ব্যয়ের এই অ্যান্টি ড্রোন সিস্টেম দেশীয় প্রযুক্তিতে তৈরি। যা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। আকাশেই ছারখার হবে শত্রুর ড্রোনের ঝাঁক। 

গতকাল মঙ্গলবার ওড়িশার গোপালপুর উপকূলে সফল পরীক্ষা হয়েছে ভার্গবাস্ত্রের। ছোট মাপের ড্রোন বিধ্বংসী এই রকেট সিস্টেম তৈরি করেছে ‘সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড’ (এসডিএল)। নির্মাতা সংস্থা সোলার গ্রুপ জানিয়েছে, ‘মাইক্রো মিসাইলের’ উপর ভিত্তি করে এই ড্রোন ধ্বংসকারী সিস্টেমটি তৈরি করা হয়েছে। আগামিদিনে যেকোনও ড্রোন হামলার মোকাবিলা করতে এই প্রতিরক্ষা ব্যবস্থা সাহায্য করবে। প্রায় আড়াই কিলোমিটার দূর পর্যন্ত সন্দেহজনক ড্রোনের গতিবিধি শনাক্ত করার ক্ষমতা রয়েছে ভার্গবাস্ত্রের। ৬ থেকে ১০ কিমি পর্যন্ত যে কোনও আকাশযান মুহূর্তে চিহ্নিত করতে পারে এই অস্ত্রের রাডার। ক্রস-সেকশন ড্রোন সনাক্ত করার জন্য রয়েছে EO/IR সেন্সর।

জানা গিয়েছে, এই ক্ষেপণাস্ত্র ভারতের বিভিন্ন ভৌগোলিক অঞ্চল, তা সে মরুভূমি হোক বা সমভূমি কিংবা ৫ হাজার মিটার পর্যন্ত উচ্চতার পাহাড়ি অঞ্চলগুলোতেও মোতায়েন করা যাবে। ফলে বিভিন্ন দুর্গম জায়গা থেকেও শত্রুপক্ষের ড্রোনের ঝাঁক গুঁড়িয়ে দেবে ভার্গবাস্ত্র। বেশ কয়েকটি স্তরের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রটিকে সুরক্ষিত করা হয়েছে। প্রতিপক্ষের ছোড়া ড্রোনের সিগন্যাল জ্যাম করে সেটিকে ধ্বংস করে দিতে সক্ষম এই হাতিয়ার। ভারতীয় সেনার আকাশ প্রতিরক্ষা বিভাগের আধিকারিকের উপস্থিতিতে ভার্গবাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। প্রতিটি মাপকাঠিতেই এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পাশ করেছে। ফলে এই অ্যান্টি ড্রোন সিস্টেম দেখে চিন্তার ভাঁজ পড়েছে পাকিস্তানের কপালে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement