BREAKING NEWS

১৬ আশ্বিন  ১৪৩০  বুধবার ৪ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

বিশ্বের কঠিনতম মহড়ায় সোনা জিতল ভারতীয় সেনা

Published by: Sangbad Pratidin Digital |    Posted: October 22, 2016 6:58 pm|    Updated: October 22, 2016 7:01 pm

Indian Army team wins gold medal in gruelling Cambrian Patrol exercise

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটিশ সেনাবাহিনী আয়োজিত বিশ্বের কঠিনতম ক্যামব্রিয়ান পেট্রোল মহড়ায় সোনা জিতল ভারতীয় সেনা৷ সেনার গোর্খা রাইফেলস-এর সেকেন্ড ব্যাটেলিয়ন এই পুরস্কার জিতেছে৷

ওয়েলস-এ ব্রিটিশ সেনাবাহিনীর এক অনুষ্ঠানে ভারতীয় জওয়ানদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ সেই ভিডিও পোস্ট করা হয়েছে ব্রিটিশ সেনাবাহিনীর টুইটার অ্যাকাউন্টে৷ যেখানে দেখা যাচ্ছে, গোর্খা রাইফেলস-এর সেকেন্ড ব্যাটেলিয়ানের ৮ সদস্যের হাতে সোনার মেডেল তুলে দেওয়া হচ্ছে৷

কী এই ক্যামব্রিয়ান পেট্রোল? ব্রিটিশ সেনাবাহিনী আয়োজিত কঠিনতম একটি সেনা মহড়া এই পেট্রোল৷ আধুনিক যুগের যে কোনও সেনাবাহিনীর কাছে এই পেট্রোল সবচেয়ে কঠিন একটি পরীক্ষা৷ ওয়েলস-এ ক্যামব্রিয়ান পর্বতমালার মধ্যে সাপের মতো প্রায় ৫৫ কিলোমিটার রাস্তায় এই পেট্রোলিং চলে৷ চপার ড্রিল, রেডিও কমিউনিকেশন-এর মতো কঠিন দায়িত্ব কতটা দক্ষতার সঙ্গে সামলাচ্ছে সেনাবাহিনী-সেটাই খতিয়ে দেখা হয় এই মহড়ায়৷ তবে একে ঠিক সাধারণ প্রতিযোগিতা বলা যায় না৷ এই মহড়ায় সোনা জিততে দরকার হয় অন্তত ৭৫ শতাংশ নম্বর৷ আন্তর্জাতিক মানের এই মহড়ায় সোনা জিতে ভারতীয় সেনা প্রমাণ ফের দিল, তাঁরা কতটা অপ্রতিরোধ্য৷

দেখুন সেই ভিডিও:

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে