Advertisement
Advertisement

Breaking News

Indian Army

আত্মনির্ভরতায় এক কদম, এবার ভারতে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম পাচ্ছে সেনা, শঙ্কিত শত্রুরা!

ক্ষেপণাস্ত্রটি তৈরি করবে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)।

Indian Army to get Rs 30,000 crore QRSAM air defence missile system
Published by: Subhodeep Mullick
  • Posted:June 10, 2025 6:17 pm
  • Updated:June 10, 2025 6:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও শক্তিশালী হচ্ছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা। শীঘ্রই ৩০ হাজার কোটি টাকার নতুন এয়ার ডিফেন্স সিস্টেম পেতে চলেছে ভারতীয় সেনা। যার পোশকি নাম ‘কিউআরস্যাম, সারফেস টু এয়ার মিসাইল’। ক্ষেপণাস্ত্রটি তৈরি করবে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)।    

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, চলতি মাসেই প্রতিরক্ষা মন্ত্রকের অধিনস্থ ডিফেন্স অ্যাকুইজিশন কমিটি (ডিসিএ) এই প্রস্তাবে ছাড়পত্র দিতে চলেছে। সূত্রের খবর, শত্রুর ছোড়া ড্রোন এবং ক্ষোপণাস্ত্রগুলিকে খুব কম সময়ের মধ্যে আকাশেই নিক্রিয় করে দিতে পারে এই ‘কিউআরস্যাম, সারফেস টু এয়ার মিসাইল’। যুদ্ধকালীন পরিস্থিতির জন্য এই এয়ার ডিফেন্স সিস্টেমটি আদর্শ।

প্রসঙ্গত, স্বাধীনতার পঁচাত্তর বছরে ‘আত্মনির্ভর ভারতের অঙ্গীকার করেছিলেন মোদি। সম্ভবত যার বাস্তবায়ন সবথেকে বেশি করে দেখা গিয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে। ইতিমধ্যে গুজরাট, উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে তৈরি হয়েছে ও হচ্ছে প্রতিরক্ষা সরঞ্জামের কারখানা। এই বিষয়ে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, “গত ১১ বছরে আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। লক্ষ্য হল আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভর হওয়া। ভারতকে আরও শক্তিশালী করার সংকল্পে ভারতের জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন তা দেখে আনন্দিত বোধ করছি।” সেই ধারা বজায় রেখে এবার আত্মনির্ভরতার পথে আরও এক কদম এগোল ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement