Advertisement
Advertisement

Breaking News

বিমানের আদলে এক্সপ্রেসেও বসছে বায়ো ভ্যাকিউম টয়লেট

কত খরচ পড়বে জানেন?

Indian Railways ready to replace bio-toilets with airplane-like toilets in trains: Piyush Goyal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 17, 2018 7:28 pm
  • Updated:June 17, 2018 7:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বায়ো টয়লেটের পরিবর্তে এবার ভারতীয় রেলে বায়ো ভ্যাকিউম টয়লেট বসানো হবে বলে জানালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে রেলমন্ত্রী জানিয়েছেন, বিমানের ধাঁচে এক্সপ্রেস ট্রেনগুলির শৌচালয়ে পরিবর্তন আনা হবে৷ বদলে দেওয়া হবে পুরনো বায়ো টয়লেট ব্যবস্থা৷

সংবাদ সংস্থা পিটিআইকে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, বায়ো ভ্যাকিউম টয়লেট নির্মাণের জন্য ইতিমধ্যেই টেন্ডারও ডাকা হয়েছে৷ পরীক্ষামূলক ভাবে ৫০০টি বায়ো ভ্যাকিউম টয়লেট বসানোর কাজ চলছে৷ শৌচালয়ে বদল আনতে গিয়ে ট্রেন পিছু আড়াই লক্ষ টাকা খরচ করা হচ্ছে বলেও জানান তিনি৷ পরীক্ষা মূলক ভাবে নয়া এই ব্যবস্থা চালু করার পর পরবর্তীকালে ডিভিশন অনুযায়ী প্রতিটি ট্রেনে এই ব্যবস্থা চালু করা হবে৷

Advertisement

রেল পরিসংখ্যান বলছে, নতুন এই পরিষেবা চালু করতে হলে ৩৭ হাজার ৪১১ কোচে ১ লক্ষ ৩৬ হাজার ৯৬৫টি টয়লেট বসানো হবে৷ শৌচালয় সংস্কার বাবদ প্রতিটি বায়ো ভ্যাকিউম টয়লেট বসাতে ১ লক্ষ টাকা খরচ হবে বলে জানা গিয়েছে৷ ২০১৯ সালের মার্চের মধ্যে অন্তত ১৮ হাজার ৭৫০টি নতুন বায়ো ভ্যাকিউম টয়লেট বসানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে রেলের তরফে জানা গিয়েছে৷ এই কাজে ২৫০ কোটি টাকা খরচ করা হবে বলে জানা গিয়েছে৷

Advertisement

রেল যাত্রীদের সফর আরও আরামদায়ক করে তুলতে আগেই বেশ কিছু উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রক৷ যাত্রীদের বিনোদনের জন্য বেশ কিছু এক্সপ্রেসে হাই-টেক বিনোদনের সরঞ্জাম, ওয়াই-ফাইয়ের ব্যবস্থা আগেই রাখা হয়েছিল৷ এতদিন, তেজস ও শতাব্দীর মতো এক্সপ্রেসে বায়ো ভ্যাকিউম টয়লেট ব্যবস্থা চালু ছিল৷ রেলের নয়া উদ্যোগের সৌজন্যে এখন থেকে সাধারণ এক্সপ্রেসে মিলবে বায়ো ভ্যাকিউম টয়লেট ব্যবস্থা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ